তালিকোটার যুদ্ধের কথা নিশ্চয়ই জানেন। ইতিহাস বইতে পড়ানো হয়। তালিকোটার যুদ্ধের সাল তারিখও হয়তো জানেন‚ রাম রায়ের নেতৃত্বে বিজয়নগর হেরে গিয়েছিলো পাঁচটি দক্ষিনী সলতানৎ এর মিলিত জোটের কাছে। তাও পড়ানো হয়।
কিন্তু এইটা সুকৌশলে বাদ দিয়ে দেওয়া হয়েছে যে বিজয়নগরের মতো একটা প্রবলপ্রতাপ শক্তি হঠাৎ কয়েকটি খন্ডবিখন্ড সুলতানির হাতে হেরে গেলোই বা কেন।
ইব্রাহীম লোদী কেন বাবরের কাছে হেরে গিয়েছিল‚ হুমায়ূন কেন শেরশাহের কাছে হেরে গিয়েছিলো‚ লক্ষ্মণ সেন কেন খিলজীর কাছে হেরে গিয়েছিলো ( যদিও সেটা গালগল্প ) ইত্যাদি ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা থাকলেও সুকৌশলে চেপে যাওয়া হয়ে বিজয়নগরের পরাজয়ের কারণ।
কিন্তু কেন?
পরাজয়ের কারণটা আমি বলছি। নেহেরুভিয়ান বা বামপন্থী ঐতিহাসিকরা কেন চেপে গিয়েছে সেটা আপনারাই বুঝে নিন।
প্রথমেই বলে রাখি তালিকোটার যুদ্ধে মোটা দাগে ভাগ করা দুটো শক্তি লড়েছিলো। ভারতীয় পক্ষ ও আরবী ঔপনিবেশিক পক্ষ।
ভারতীয় পক্ষে ছিলো রাম রায়ের নেতৃত্বে বিজয়নগর সাম্রাজ্য।
আর আরবী ঔপনিবেশিক জোটে ছিলো -
১- আহমেদনগর
২- বিজাপুর
৩- গোলকুন্ডা
৪- বেরার
৫- বিদার
এই যুদ্ধে প্রায় নিয়মে পরিণত হয়ে যাওয়া বিজয়ের দ্বারপ্রান্তে যখন বিজয়নগর বাহিনী প্রায় পৌঁছে গেছে তখনই বিজয়নগর সেনাবাহিনীর দু'জন মুসলমান কমান্ডার (গিলানি ভাইয়েরা) পক্ষ ঘুরিয়ে নিয়ে ঐক্যবদ্ধ সুলতানদের প্রতি তাদের আনুগত্য দেখায়। অর্থাৎ সোজা ভাষায় তারা তাদের নিজেদের রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে শত্রুর পক্ষে যোগ দেয়।
যুদ্ধের তুঙ্গ মুহুর্তে হঠাৎ হঠাৎ রাম রায় দেখলেন তার বিপরীতে তারই এতদিনের পরম বিশ্বাসের দুইজন সেনাপ্রধান দাঁড়িয়ে গেছে। তারা রাম রায়কে বন্দী করে এবং ঘটনাস্থলেই তার শিরশ্ছেদ করে।
আজ্ঞে না। আমি এক বিন্দু মিথ্যে বলছিনা। গিরিশ কর্ণাড তাঁর "History vs 'Crossing to talikota' তে এই কথা বলে গেছেন। এছাড়া নীলকান্ত শাস্ত্রীর লেখা A History of South India এর ২৬৭ নং পৃষ্ঠা দেখুন।
Hermann Kulke এর A History of India দেখতে পারেন। পৃষ্ঠা নং ১৯১ ! কোট আনকোট তুলে দিচ্ছি। -
//When battle was joined in January 1565, it seemed to be turning in favor of Vijayanagara - suddenly, however, two generals of Vijayanagara changes sides. Aliya Rama Raya was taken prisoner and immediately beheaded.//
আর এই যুদ্ধে বিজয়নগরের পরাজয়ের ফলে কি হয়েছিলো? বিজয়নগর শহরটিকে স্রেফ ধুলোয় মিশিয়ে দেয় বিজয়ী পক্ষ। চালানো হয় গণহত্যা! গড়ে কচুকাটা করা হয় শহরে বসবাসরত সমস্ত বাসিন্দাদের! (হিন্দুদের‚ স্বাভাবিকভাবেই )
রবার্ট সিওয়েল তাঁর দ্য ফরগোটেন এমপায়ার গ্রন্থে এই উপসংহারটি রেখেছেন -
// "আগুন এবং তরোয়াল দিয়ে, লৌহদন্ড এবং কুঠার দিয়ে তারা ধ্বংসের কাজটি দিনের পর দিন চালিয়েছিল। পৃথিবীর ইতিহাসে কখনও এই ধরণের ধ্বংসাত্মক ঘটনা ঘটেনি এবং এত সুন্দরভাবে একটি শহর তৈরি হয়েছিল- ধনী ও পরিশ্রমী জনগোষ্ঠীর সমৃদ্ধির পূর্ণ প্রাচুর্যে একত্রিত হয়ে কিন্তু তারপরে বর্বর গণহত্যা ও ভিক্ষাবৃত্তির বিবরণের দৃশ্য, দখল প্রভৃতির ফলে ধ্বংসস্তূপে নেমে আসে।//
(A Forgotten Empire: Vijayanagar; A Contribution to the History of India)
আর ঠিক এই কারণেই‚ আপনি যেকোনো পাঠ্যবই দেখুন। বিশ্বাসঘাতকদের পরিচয় যাতে ফাঁস না হয় তারজন্য সবসময়ই অনুচ্চারিতই থেকে গেছে এই ঘটনা।
একটা বিশুদ্ধ ধর্মীয় - ঔপনিবেশিক আগ্রাসনকে তারা পরিণত করে দিয়েছে ভূরাজনৈতিক যুদ্ধে। শুধু তাই না‚ আবার আলাদা করে প্রশ্নও রেখেছে‚ তালিকোটার যুদ্ধ কি হিন্দু মুসলমানের যুদ্ধ নাকি ভূরাজনৈতিক লড়াই। সেখানে আবার বাধ্যতামূলকভাবে লিখতেই হয় যে এটা জমি দখলের লড়াই‚ ধর্ম এখানে কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিলো না। নাহলে যে নম্বর দেবে না। অর্থাৎ নিজের মতো উত্তর লিখলেও চলবে না। তেনাদের ঠিক করে দেওয়া বিশ্লেষণই লিখতে হবে সবাইকে।
আসল ইতিহাস ভুলিয়ে হিন্দুদের অন্ধ বানিয়ে রাখার কি প্রাণান্তকর প্রচেষ্টাই না করে যাচ্ছে এইসব সেকুলাররা। আর আমরাও নিরপেক্ষ ইতিহাস ভেবে সেগুলোকে গিলে যাচ্ছি বিষের মতো। :-(
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................