# বেগম রোকেয়াকে কম বেশী সবাই চেনেন। কিন্তু অনেকেই জানেন না যে তিনি তাঁর শেষ ঘুমটা ঘুমিয়ে আছেন সোদপুর পানিহাটিতে। তৎকালীন ধর্মীয় সমাজ বেগম রোকেয়াকে কোন কবরস্থানে কবরের অনুমতি দেয় নি। আজ ( ৯/১২/২০২০) তাঁর জন্মদিন এবং মৃত্যুদিন।
# কলকাতার কোনো কবরখানায় সমাহিত করা সম্ভব হয়নি তাকে, কেননা তিনি নারী হয়ে মুসলিম মেয়েদের বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন, নারীর অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন, এবং রচনা করেছিলেন সাহিত্য। ভদ্রমহিলার পুরো নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
# তাহলে তার কবরটা কোথায়? ঐতিহাসিক অমলেন্দু দে'র আবিষ্কার, সেটি রয়েছে কলকাতার উপকন্ঠে, সোদপুর পানিহাটিতে।একটা শ্বেতপাথরে বেদী। তার ওপর লেখা- স্ত্রী শিক্ষা ও নারীমুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ 'বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন'কে এখানে সমাহিত করা হয়েছিল।
# যেভাবে মাইকেল মধুসূদনের মরদেহের ওপর খৃষ্টান বা হিন্দু কারো দায় ছিলনা। তার দেহ কে কোথায় কবরস্থ করবে সে নিয়ে বিতর্ক তো ইতিহাস।সেভাবেই লোকচক্ষুর আড়ালে কোনো এক আবদুর রহমানের দেওয়া জমিতে, পানিহাটিতে গঙ্গার ধারে সমাহিত হলেন রোকেয়া।
# আবদুর রহমান কে ছিলেন নিশ্চিত করে জানা যায়না। কেউ বলেন বেগম রোকেয়ার ছোটবোনের বর। কিন্তু তার বোন, হোমায়রা খাতুনের স্বামী তোফাজ্জ্বল হোসেন চৌধুরীর বাড়ি পূর্ববঙ্গে। (তাঁদের পুত্র আমীর হোসেন চৌধুরী নজরুল গবেষক ছিলেন। ইনি রোকেয়ার কাছে মানুষ। হিন্দু মুসলিম দাঙ্গা প্রতিরোধকালে শহীদ হন)৷
# আবদুর রহমান বলে একজন জ্যোতির্ময়ী রোকেয়া নামে জীবনীগ্রন্থ লিখেছেন, তাঁর সাথে রোকেয়া পরিবারের ঘনিষ্ঠতা ছিল। ইনিও হতে পারেন। আবার এও হতে পারে রোকেয়ার কোনো কাজিনের স্বামী ছিলেন উক্ত আবদুর রহমান। মোট কথা তার একটা ধন্যবাদ প্রাপ্য হয়, যিনি ঐ মহীয়সী নারীর জন্য বরাদ্দ করেছিলেন সাড়ে তিন হাত জমি।
# মৃত্যুর কিছুদিন আগে তিনি তাঁর কোন ছাত্রীকে বলেছিলেন "কবরে শুইয়া শুইয়াও যেন আমি মেয়েদের কলকোলাহল শুনতে পাই।" সেই ইচ্ছা পূর্ণ হয়েছিল প্রায় এক দশক বাদে। ঠিক ঐ স্থানেই গড়ে উঠেছে একটি বালিকা বিদ্যালয়!! পানিহাটি বালিকা বিদ্যালয়।
কি অসাধারণ সমাপতন।
(Priya Sen)
# Everyone knows Begum Rokeya more or less. But many do not know that she is sleeping her last sleep in Sodpur Panihati. The then religious community did not allow Begum Rokeya to be buried in any cemetery. Today (9/12/2020) is her both birthday and deathday.
# She could not be buried in any cemetery in Calcutta, as she spoke of establishing a school for Muslim girls as a woman, questioned women's rights, and wrote literature. The lady's name is Begum Rokeya Sakhawat Hossain.
# So where is her grave? Discovered by the historian Amalendu Dey, it is located on the outskirts of Kolkata, at Sodpur Panihati. A white stone altar. Written on it: Begum Rokeya Sakhawat Hossain, one of the pioneers of women's education and women's liberation movement, was buried here.
# The way neither Christian nor Hindu was responsible for the body of Michael Madhusudan. The debate over where to bury her body is history. Similarly, Rokeya was buried on the banks of the Ganges at Panihati in the land given to her by Abdur Rahman behind the scenes.
# It is not known for sure who Abdur Rahman was. Some say Begum is the groom of Rokeya's younger sister. But her sister, Tofazzal Hossain Chowdhury, husband of Homayra Khatun, lives in East Bengal. (Their son Amir Hossain Chowdhury Nazrul was a researcher. He was a man near Rokeya. He was martyred while resisting Hindu-Muslim riots).
# A Jyotermoyee called Abdur Rahman wrote a biography of Rokeya, he was close to Rokeya family. He too could be. It may also be that Abdur Rahman was the husband of a cousin of Rokeya. All in all, he deserves a 'thank you' for allocating three and a half hands of land to that majestic woman.
# Shortly before her death, she said to one of her students, "Lying down in the grave as if I could hear the noise of the girls." That wish was fulfilled almost a decade later. A girls school has been built in that place !! Panihati Girls' School.
What a remarkable coincidence.
(Priya Sen)
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................