কাঠ মোল্লার এ কাল সে কাল

কাঠ মোল্লার এ কাল সে কাল;

এই উপমহাদেশে প্রথম রেল চালু হলে সেই সময়ের কাঠ মোল্লার দল রেলের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ফতোয়া জারি করেছিল! তাদের দাবী ছিল, মাটির উপর দিয়ে রেল চললে নাকি কবরে আজাব বেশি হবে! 

এর পর কাঠ মোল্লার দল ফতোয়া দিয়ে বলল, ইংরেজি শিক্ষা হারাম! 

তারপর কাঠ মোল্লার দল, চিকিৎসা বিজ্ঞান, বিজ্ঞান সহ সকল আধুনিক শিক্ষার বিরুদ্ধে চলে গেলো! নিজেরা শতভাগ মাদ্রাসায় ঢুকে গেল! 
ওরা মাইকের বিরুদ্ধেও এক সময়ে ফতোয়া দিয়েছিল! 

এর পর ছবি তোলা শুরু হলে, ওরা বলল ছবি তোলা হারাম!

কাঠ বলদের দল, সিনেমা, মুভি, নাটক, চলচ্চিত্রের বিরুদ্ধেও ফতোয়া দিয়েছিল! এরা টিভিকে শয়তানের বাক্সো বলত! অথচ নেটের দুনিয়ায় এরাই সয়লাব এখন।

মানুষ যখন চাঁদে যাওয়া শুরু করল তখন এই কাঠ মোল্লার দল বলা শুরু করলো এ সব মিথ্যা, বানোয়াট, গুজব! কিছুদিন পর, এরাই বলল, নীল আর্মস্ট্রং নাকি চান্দে যেয়ে আজান শুনেছিলো! এরা নাকি মরার আগে মুসলিমও হয়েছিল, শিবির এটিও প্রচার করেছিলো! 

এরা আধুনিক অর্থনীতি, ব্যাংকিং, শেয়ার বাজার সব কিছুর বিরুদ্ধেই ফতোয়া দিয়েছিলো! এখন সব মসজিদ মাদ্রাসায় দানের টাকা ঐ ব্যাংকেই রাখে ।

এরা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আজীবন ঘৃণা করে এসেছে!অথচ বিশ্ববিদ্যালয়ে এরাই এখন সবচেয়ে বেশি মনে হচ্ছে এদের মার্ক থাকে পারলে ১০০ তে ১০০ ।

এরা গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম বললো! এরা বলল, ইসলামে গণতন্ত্র নিষিদ্ধ! এখন এরা ভোটে দাঁড়াতে চায়, মানুষের কাছে ভোট চায়, নির্বাচন করে!এখনতো ক্ষমতায় যাওয়ার জন্য এতো গলাবাজি।

এরা এখন ছবি তোলে, পোস্টারে ছবি দিয়ে ছয়লাব করে, মসজিদে মাইক বাজায়, মাইকে ওয়াজ করে, ভিডিও করে, নাটক বানায়, ব্লগ  দিয়ে ইন্টারনেট চালায়, মুভি দেখে(বলে ইসলামি মুভি), ট্রেনে চড়ে, বিমানে চড়ে, হেলিকপ্টারে চড়ে, রোগ হলে ঝাঁড় ফুঁ না দিয়ে ডাক্তারের কাছে যায়!
একটা সময় পীর-টীরের গুষ্ঠি উদ্বার করতো ,এখন ঠিকই সব চরমোনাইয়ের মুরীদ !

দয়াকরে ভুল বুঝবেন না কেউ,আমি আমার ধর্ম ইসলামের বিরুদ্ধে নই বা প্রশ্নই আসে না কিন্তু ধর্ম ব্যাবসায়ীদের বিরুদ্ধে কথাগুলো বলা,
ধন্যবাদ। 

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted