ভারতের সিরাম ইনস্টিটিউট যেখানে করোনা টিকা উৎপাদন হচ্ছে সেই ভবনে আগুন লাগার বিবিসির নিউজে বাংলাদেশী মুসলমানদের হা হা রিয়েক্ট আর বিভৎস সব কমেন্ট পড়ে মানুষের উপর বিশ্বাসই হারিয়ে ফেলতে হয়! অবশ্য এদেরকে যদি মানুষ বলা যায়...।
সিরাম পৃথিবীর বহু রকমের টিকা উৎপাদন করে যেগুলো বাংলাদেশীরাও তাদের শরীরে নেয়। শুধুমাত্র ভারতের প্রতিষ্ঠান বলেই এদের এই খুশি! ভারত নাকি বাংলাদেশীদের মারার জন্য টিকা পাঠিয়েছে! আল্লাহ সঙ্গে চ্যালেঞ্জ করে টিকা বানানোর এটাই নাকি ফল! অথচ এদের শফি কাসেমী আইসিইউতে গিয়ে ভর্তি হয় লাইফ সাপোর্টে! হায়াৎ যদি আল্লাহর হাতে হয় আর আল্লার হুকুম হলে যদি মরতেই হবে তাহলে লাইফ সাপোর্ট নিস কেন? করোনার টিকার ফ্যাক্টরিতে আগুন লাগলে যদি এত খুশি লাগে তাহলে আগা মোটা গোরা চিকনের ঔষধ খুজতে হারবাল খুঁজিস কেন? সবই তো আল্লার হাতে!
বাংলাদেশ পাকিস্তান থেকে যেদিন স্বাধীন হয়েছিল সেদিনই একটা ছোট পাকিস্তানের জন্ম হয়েছিল। কারণ এই বাংলাদেশীরাই দ্বিজাতিতত্ত্বের জনক। ভারতে রোজ চিকিৎসার জন্য এরা লাইন দিবে, ভিসার জন্য তিনচার জায়গায় অফিস করেও চাহিদা মেটানো যাবে না তবু রাতদিন ভারতের ষড়যন্ত্র আবিষ্কার করা লাগবেই। পাকিস্তান তো ভিসা ফ্রি করে দিয়েছে এবার ভাইদের কাছে যাও চিকিৎসা নিতে! টাকা দিয়েই যদি পেঁয়াজ চাল ডাল কিনো তাহলে ভাইদের কাছ থেকে কেনো! আরে ভাই, টাকা দিয়েই যখন ভ্যাক্সিন কিনবেন তখন ৫৬টা মুমিন ভাইজানের কাছ থেকেই কিনেন!
করোনা টিকার উৎপাদন ব্যাহত হলে করোনায় স্থবির হয়ে থাকা বিশ্ব যে আরো পিছিয়ে থাকবে এরা মানুষ হলে বুঝত। তাদের উল্লাসে কিছুই যায় আসে না করোনার টিকার সত্য। কিন্তু এই অঞ্চলের বৃহৎ একটা অংশের মানসিকতার একটা রাজনৈতিক মূল্য তো আছেই।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................