চীন মাত্র ১ লক্ষ ১০ হাজার করোনা-ভ্যাকসিন বাংলাদেশকে উপহার দিতে চেয়েছিল। কিন্তু চীনের ভ্যাকসিন নিম্নমানের হওয়ায়, বিশ্বস্বাস্থ্য সংস্থা চীনের ঐ ভ্যাকসিনের অনুমোদন দেয়নি। এজন্য বাংলাদেশ সরকার, চীনের ভ্যাকসিন গ্রহণ করতে অস্বীকার করে। ভারত সরকার গতকাল বাংলাদেশকে বিনামূল্যে ২০ লক্ষ করোনা-ভ্যাকসিন উপহার পাঠিয়েছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা ভারতে উৎপাদিত করোনা-ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ভারতে করোনা-টিকাদান কর্মসূচি ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ভ্যাকসিন নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মানুষের মৃত্যুর সংবাদ আসেনি; অথচ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, ভারতীয় ভ্যাকসিন-কে 'গোমূত্র ভ্যাকসিন' আখ্যায়িত করে, নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। যেমন ফাইজারের করোনা-ভ্যাকসিন নিয়ে, নরওয়েতে ২৯ জনের মৃত্যু ঘটেছে। ফাইজারের করোনা-ভ্যাকসিন, আমেরিকা ও জার্মানির যৌথ উদ্যোগে উৎপাদিত; কিন্তু বাংলাদেশের বিশিষ্টজনেরা নরওয়ের মৃত্যুর ঘটনার জন্য ভারতকে দায়ী করছে।
অপপ্রচার কোন পর্যায়ে পৌঁছে গেছে- অন্যান্যদের কথা বাদ দিলাম, বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী নুরুল কবির, তার ভেরিফাইড ফেসবুক প্রফাইলে ইংরেজি ভাষায় লিখেছেন― 'India ... refuses to provide Corona vaccine when we cancelled other options. We badly need to get rid of such an amazing friendship!" (যখন আমরা অন্যান্য বিকল্পগুলি বাতিল করি, তখন ভারত করোনা-ভ্যাকসিন সরবরাহ করতে অস্বীকৃতি জানায়। আমাদের এই আশ্চর্যজনক বন্ধুত্ব থেকে খারাপ ভাবে পরিত্রাণ পাওয়া দরকার!)
উন্নত বিশ্বের সবচেয়ে রক্ষণশীল দেশ অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, "করোনা- ভ্যাকসিন উৎপাদন এবং সমস্ত বিশ্বে সরবরাহের সক্ষমতা রয়েছে শুধুমাত্র ভারতের। আমরা ভারতের সেই উন্নতমানের করোনা- ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছি।" ভারত সরকার বুদ্ধিমান হোক এবং নিজের দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করুক - এই কামনা করছি। কেননা, ভারতে যখন ট্যাক্স দেওয়ার মতো কোন হি*ন্দুকে খুঁজে পাওয়া যাবেনা- তখন কোথায় যাবে উদারতা! কোথায় যাবে সহিষ্ণুতা! কোথায় যাবে ধর্মনিরপেক্ষতা! মরু-ঝড় সমস্ত সুশোভিত বাগান-বাগিচা তছনছ করে দেবে।
কৃত্তিবাস ওঝা
২২/০১/২০২১খ্রিঃ
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................