বোরখা অপমান না সম্মান?

বোরখা অপমান না সম্মান?

বোরখা হলো পুরুষের জন্য অপমানের সিম্বল। প্রতিটা বোরখা স্মরণ করিয়ে দেয় প্রতিটা পুরুষ নারী দেহ ভোগকারী। নারীর শরীর দেখলেই সে পশুর মত তার উপর ঝাপিয়ে পড়বে। পুরুষ মাত্রই ধর্ষক। বোরখা হলো এ থেকে বাঁচার একমাত্র বর্ম!
.
বোরখা নারীর জন্যও অপমানের সিম্বল। প্রতিটা বোরখা স্মরণ করিয়ে দেয় নারী শুধুই পুরুষের ভোগ্য বস্তু। যৌনাঙ্গই নারীর একমাত্র মূল্যবান বস্তু। যৌন মিলন নারীর সবকিছু কেড়ে নেয়। বোরখা হলো এ বস্তু রক্ষার একমাত্র বর্ম!
.
যৌনতা নারীর এমন কোন জিনিস কেঁড়ে নেয় যা না থাকলে তার আর মূল্য থাকে না পুরুষের কাছে কিবা ইশ্বরের কাছে? আমার জানা নেই। আপনে জানেন?
.
এখন আপনের পছন্দ আপনে এ অপমানের সিম্বল রাখবেন কিনা। স্বাভাবিক সুন্দর পোষাক প্রতিটি মানুষের সুস্থ স্বাভাবিক মনের পরিচয় ও আত্মসম্মানকেই প্রকাশ করে। 
.
আমি বলছি, যৌনতা নারী ও পুরুষকে দুদন্ড আনন্দ দেয়া ছাড়া আর কোনোই ক্ষতি করে না। আর এ আনন্দটি একবারে নির্দোষ। বোকা ইশ্বর এ সিম্পল জিনিসটা বোঝে না।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted