রাজ্জাক বিন ইউসুফকে পিটিয়েছে সেটা তার ইসলামী বয়ানের কারণে নয়।

রাজ্জাক বিন ইউসুফকে পিটিয়েছে সেটা তার ইসলামী বয়ানের কারণে নয়। রাজ্জাক বিন ইউসুফ যে হাদিস কুরআন থেকে ওয়াজ করেন সেই একই কুরআন হাদিস থেকে মিজানুর রজমান আজহারী কিংবা মুফতি ইব্রাহিমও ওয়াজ করেন। 

সমস্যা হয় যখন ইব্রাহিম মিজানুরদের বিজ্ঞান ভূগোল জ্ঞান না থাকায় এই বিষয়গুলো নিয়ে ওয়াজ করেন তখন সেগুলো বানানো আর হাস্যকর হয়ে উঠে। রাজ্জাক বিন ইউসুফের বয়ানে নারী বিদ্বেষ, অমুসলিমদের প্রতি ঘৃণা কি অন্যদের ওয়াজে থাকে না? অবশ্যই থাকে। 

রাজ্জাককে যারা মেরেছে, বা সুযোগ পেলে পিটিয়ে মেরেই ফেলত সেগুলো তড়িকাপন্থিদের মধ্যে গৃহযুদ্ধ মাত্র। এটা ইসলামের ঐতিহ্য। আলীকে যারা কাফের বলছিলো তাদের হাতে যেমন কুরআন ছিলো, সেই কুরআন দেখিয়েই তারা আলীকে কাফের বলছিলো, আলীর অনুসারীদের হাতেও কুরআন, তারাও কুরআন দেখিয়ে প্রতিপক্ষকে কাফের বলছিলো। ওসমানের ঘরের চারপাশে একমাস ধরে যারা অবরোধ করে রেখেছিলো তারা সেখানেই কুরআনের আয়াত পাঠ করে প্রমাণ করত ওসমান কাফের। ওসমানও ঘরের মধ্যে কুরআন জড়িয়ে ধরেছিলো যখন তাকে তরোয়াল দিয়ে কুপানো হয়েছিলো। যারা কুপিয়ে মেরেছিলো তারা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছিলো। কুরআন দেখিয়েই তারা ওসমানকে কাফের বলেছিলো।

ফেইসবুকে রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে একটা প্রচার হচ্ছে তার বাক স্বাধীনতার পক্ষে। কিন্তু এরকম কোন কারণে তাকে পিটানো হয়নি। রাজ্জাক বুখারী হাদিস থেকেই ওয়াজ করেন। সেই একই হাদিস মুখস্ত করে মুফতি হয়েছেন সকলেই। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে একজনকে মসজিদের ভেতর গলা কেটে খুন করেছিলো কারণ তড়িকা ভিন্ন। জুতার বাক্স ছুড়ে হতাহত করে ফেলা হয়েছিলো এই মসজিদেই। মুসল্লিদের নিরাপত্তা গেইট দিয়ে ম্যাটাল ডিরেক্টর দিয়ে চেক করে মসজিদে ঢোকানো হয়েছিলো যাতে কেউ গোপনে দা চাপাটি বোমা নিয়ে ভেতর যেতে না পারে। এদের সকলেরই একই কুরআন, একই হাদিস। কেউ বুখারী হাদিসকে অস্বীকার করলেই বরং তাকে পিটিয়ে মেরে ফেলবে এরা। কাজেই রাজ্জাক মাইর খাইছে এই দেশের হুজুরদের গৃহযুদ্ধের কারণে। দুই দল তাবলীগীর মারামারি এত সহজে ভুলে গেলেন? ভারতের মাওলানা সা'দকে সেদিন হাতের কাছে পেলে তিনি জান নিয়ে ফিরতে পারতেন না। রাজ্জাক মাওলানা মাইর খাইছে এটা তার বাক স্বাধীনতার বা মত প্রকাশের কারণে নয়। রাজ্জাক মাওলানার চাইতে হাজার গুণ ডেঞ্জারাস ওয়াজ করা হুজুর আছে বাজারে। রাজ্জাক হুজুর তো এখনো বাসাবাড়ির দাসীকে ফ্রি সেক্স করার ওয়াজ করতে পারে না। হিন্দুদের সম্পত্তি গণিমত করে দিলে যে পরকালে কোন জবাবদেহী করতে হবে না তেমন ওয়াজী হুজুরদের গলা কেউ টিপে ধরেছে এই দেশে? আরে ভাই এগুলো শুনতেই লোকে ওয়াজে যায়। 

#সুষুপ্ত_পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted