কাশ্মীরের পন্ডিতরা কেন নিজভূমি হারিয়েছিল

কাশ্মীরের পন্ডিতরা কেন নিজভূমি হারিয়েছিল ২
---------------------------------------------------------
মালিক রাইনা এবং কাজী চাকের আমলে কাশ্মীরের অমুসলিমদের আবার তলোয়ার দ্বারা ইসলামে ধর্মান্তরিত করা হলো । এবারের উস্কানীদাতা সূফী দরবেশ আমীর শামসুদ্‌-দীন মুহামমদ ইরাকী যাকে কাশ্মীরে আসা শ্রেষ্ঠ সূফী বলা হয়! Baharistan-i-Shahi (p. 93-94))বলছে :
“আমীর শামসুদ্‌-দীন মুহামমদ সকল মূর্তিপূজার গৃহ পাইকারীভাবে ধ্বংস করেন এবং সেই সঙ্গে নাস্তিকতা ও অবিশ্বাসের ভিত্তিমূল পর্যন্ত সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেন। মূর্তিপূজার প্রতিটি গৃহ ধ্বংস করার পর ইসলামী কায়দায় উপাসনা করার জন্য তার উপর মসজিদ নির্মাণ করার আদেশ দেন।”
শামসুদ্‌-দীন ইরাকীর প্ররোচনায় মুসা রাইনা আদেশ দিয়েছিলো যে , প্রতিদিন ১৫০০-২০০০ অবিশ্বাসীকে শামসুদ্‌-দীনের বাড়ীর সামনে নিয়ে গিয়ে তাদের পবিত্র সূতা খুলে তাদেরকে কলেমা (ইসলামের মূল মন্ত্র) পড়িয়ে খৎনা করবে এবং গরুর মাংস খাওয়াবে; আর এইভাবে চব্বিশ হাজার হিন্দু পরিবারকে ইসলাম গ্রহণ করানো হয়েছিল। (কাহ্‌রান ওয়া যাবরান- পৃঃ ১০৫-১০৬)।

Baharistan-i-Shahi (p. 116) বলছে: “তিনি (কাজী চাক) আমীর শামসুদ্‌-দীন মুহামমদ ইরাকীর যে একটা প্রধান নির্দেশ কার্যকর করেন সেটা হল এ দেশের অবিশ্বাসী ও বহুদেবতাবাদীদেরকে পাইকারীভাবে হত্যা।” (Baharistan-i-Shahi)-তে লেখা:" ক্রুদ্ধ সূফী দরবেশকে শান্ত করার জন্য মালিক কাজী চাক “অবিশ্বাসীদেরকে পাইকারীভাবে হত্যা করার সিদ্ধান্ত নেন।”
Baharistan-i-Shahi-এর গর্বিত লেখক আরও বলেছে: “তরবারির মুখে কাশ্মীরে অবিশ্বাসী ও বহুদেবতাবাদীদের সমগ্র সম্প্রদায়কে ইসলামে দীক্ষিত হতে বাধ্য করা হল। এটা মালিক কাজী চাকের একটা প্রধান কীর্তি” (পৃঃ ১১৭)। এই অমানবিক কাজের নির্দেশ দিয়েছিল মহান সূফী দরবেশ !!

সূফীদের আসল চরিত্র তুলে ধরার জন্য আরো কিছু বলার প্রয়োজন আছে? শান্তিপূর্ণভাবে ইসলাম প্রসারের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত বটে! এটাই হচ্ছে মুসলিম দুনিয়া থেকে উপমহাদেশে আগত সূফীদের শান্তির কীর্তি-কাহিনী !!

সূফীদের লোকহর্ষক কার্যকলাপ জানতে পড়তে পারেন Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery-M. A. Khan।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted