আপনি দেখান, এমন একটি মুসলিম দেশ যেখানে শুকোরের মাংসের প্রকাশ্য প্রচারণা চলে?

মনে করেন কোন ক্রিকেটার বিফ কোম্পানির লোগো পরতে অপরাগতা জানাত গরুর মাংস তার ধর্মে নিষিদ্ধ বলে- তখন সেই খেলোয়াড়কে আপনি কি বলতেন? হিন্দুত্ববাদী? উগ্র? সাম্প্রদায়িক? অফিসের সমিরন বাবু হিন্দু হলেও কোন গোঁড়ামী নাই আমাদের সঙ্গে কতবার গরুর মাংস খাইছে! কি বলেন না এভাবে? তাহলে মইন আলী এইরকম বর্ণবাদী অসভ্যতাকে মেনে নিচ্ছেন কেন?
মদ কোম্পানীর লোগো জার্সিতে থাকা মানে কি মদ খাওয়া? মোটেই না। কিন্তু মদ যে ইসলামে হারাম! সেই হারাম হালালের বিজ্ঞাপন একজন মুমিন সুযোগ পেলেই করবে। তাকে এ জন্য লিবারালরা গোঁড়া বলবে না! সাদা বর্ণবাদীদের নিয়ে পশ্চিমে কি সরগরম এখনো। অথচ এই মইন আলীদের হাতে পৃথিবীর ক্ষমতা চলে এলে মদ খাওয়ার অধিকারই কেড়ে নিবে। শুকোরের মাংসের এড কেউ প্রকাশ্যে প্রচার করতে পারবে? আপনি যা খান না খাবেন না। কিন্তু অন্যের খাবারকে এভাবে নিজের জন্য সেন্টিমেন্ট দেখানোটা যে একটা অসভ্যতা সেটি মইন আলী না হয় মুসলিম হওয়ার কারণে বুঝতে অক্ষম, কিন্তু অমুসলিম লিবারালরা এগুলো কবে বুঝবেন?

ফুড ফ্যাস্টিভালে গরুর মাংসের রেসিপি রাখায় হিন্দুত্ববাদীরা বাঁধা দিয়েছিলো। তখন সেটাকে যদি আমরা নিন্দা করি তাহলে মইনের নিন্দা করব না কেন? মইনও তো বাঁধা দিচ্ছে! এখন শক্তি কম বলে এভাবে ব্যক্তিগত অভিরুচির দোহাই দিচ্ছে। কিন্তু যখন দলে ভারী হবে তখন একদম মুষ্ঠি পাঁকিয়ে চোখ গরম করে মদের দোকানেই হামলা চালাবে!  আপনি দেখান, এমন একটি মুসলিম দেশ যেখানে শুকোরের মাংসের প্রকাশ্য প্রচারণা চলে? পারবেন না দেখাতে!

#সুষুপ্ত_পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted