ইসলামী শাসন থেকে মুসলমানরাও কেন মুক্তি চায়?

সুষুপ্ত পাঠক, Bangladesh blogger লিখছেন  |

(   বিষয়টা বুঝলাম না! নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভাবছিলাম মুসলমানরা সব দেশ ছেড়ে পালাবে। আমির খান কাঁদছিলো অসিষ্ণুতার কথা বলে। তারপর ট্রাম্প আসার পরও ভাবছিলাম, আমেরিকা থেকে মুসলিমরা সব পালাবে। পরে দেখলাম পাগলায় একটা মুসলমানকেও বের করে দেয় নাই। যখন আফগানিস্থানে তালেবানরা আসল ভাবলাম, যাক, যে যা বলে বলুক, মুসলমানরা যেহেতু ইসলামী শাসন চায় তাই তালেবান আসায় তারা খুশিই হবে। শান্তিতে থাকবে। ও মা! দেখি আফগান মা নিজের বাচ্চাকে দেয়ালের উপর তুলে ধরেছে বিদেশী সৈন্যদের কাছে। বলছে তাকে নিয়ে যাও, তার যেন ভবিষ্যতটা সুন্দর হয়! বিমানের চাকায় পিষ্ঠ হয়ে মারা গেলো কিশোর ফুটবলার। হাজার হাজার সাধারণ আফগান এখন দেশ ছাড়ার জন্য রোজ সীমান্তে ভীড় করছে। ইয়া  আল্লা! তোমার শাসনে মানুষ পাগল হয়ে পালাতে চায় কেন? ইজরাইলের ভেতর যে ১৫ শতাংশ মুসলমান বাস করে তাদেরও তো কোনদিন শুনি নাই ইজরাইল ছাড়তে জান বাজি রাখছে। মোদির দশ বছরে কেউ শুনেছেন ভারত থেকে মুসলমানরা পাগল হয়ে পাশ্ববর্তী দেশে পালাচ্ছে? কেন শুনলাম না? আমার প্রশ্নের উত্তর দেন, ইসলামী শাসন থেকে মুসলমানরাও কেন মুক্তি চায়? )

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted