আজকে দেখলাম হামাসের উপর ইজরাইল বিমান হামলা চালিয়েছে। গত মে মাসে মিশরের মধ্যস্থতায় মাত্রই ইজরাইল হামাস সংঘাত বন্ধ হয়েছিলো। তাহলে আবার ইজরাইল বিমান হামলা চালাচ্ছে কেন? কারণ হামাস বেলুনের নিচে আগুন লাগিয়ে ইজরাইলে পাঠিয়ে সেখানকার বনভূমি থেকে শুরু করে ফসলের ক্ষেত, বসতবাড়ীতে আগুন ধরিয়ে দিচ্ছিল কিছুদিন থেকে। হামাসের এই 'ইট' মারার উপর কিন্তু শুরুতে কোথাও নিউজ হয়নি। যে-ই ইজরাইল 'পাটকেল' মারা শুরু করল ওমনি সারাবিশ্বে নিউজ তৈরি হলো 'ইজরাইল হামাসের উপর হামলা চালিয়েছে'। যখন আল আকসায় ইজরাইল শুক্রবার নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে তখন নিউজ হয়। কিন্তু ইজরাইল কেন আল আকসা বন্ধ করে দেয় সেটা নিউজ হয় না। নামাজ পড়তে গিয়ে পকেটে পাথরের টুকরো, ছুরি, পেট্রলবোমা নিয়ে ফিলিস্তিনিরা যদি ইজরাইল নিরাপত্তা বাহিনীর উপর চড়াও হয় তখন ইজাইল যদি ‘মুসল্লিদের ছত্রভঙ্গ’ করতে লাঠি চার্জ শুরু করে তো খালি মুসলিম জাহানে নয়, বাম শিবিরেও কান্নাররোল শুরু হয়ে যায়!
বুকে হাত দিয়ে একবারের জন্য সত্য কথা বলেন তো, ইজরাইলের ভেতর যে ১৫ শতাংশ মুসলিম বাস করে যারা ইজরাইলী নাগরিক, ফিলিস্তিনিদের চোরাগুপ্তা হামলায় ইজরাইল সৈনিকদের চোখ হারানো, পেট্রলবোমায় ঝলসে যাওয়া, ফসলের পুড়ে ছাই হয়ে যাওয়া, হাসাসের আগুনে ঘরবাড়ি ছেড়ে পালানো সাধারণ ইজরাইলীদের জায়গায় যদি ঘটনাটা তুরস্কে, ঢাকায়, করাচিতে ঘটত পরিণতি কি হত? যদি ভারতে বাবরী মসজিদ ভাঙ্গলে বাংলাদেশে হামলা হয়, বার্মার ঘটনায় রামুতে ঝড় উঠে তখন ইজরাইল কিন্তু সম্পূর্ণ নিরাপদ। বাংলাদেশ পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমানদের সঙ্গে কথা বলে দেখেছি তারা কেউ বিশ্বাসই করে না ইজরাইলে মুসলিম নাগরিক আছে! এটা তাদের বোধের বাইরে। বিষয়টা তাদের কাছে এরকম মক্কার কাবার আশেপাশে যেমন কোন মন্দির গির্জা কল্পনাও করতে পারে না তারা। কিন্তু মক্কা যেরকম পবিত্র মুসলমানদের কাছে তেমন করে বেনারস হিন্দুদের কাছে পবিত্র। সেই বেনারসে ৫ টি ধর্মের মানুষ শুধু মিলেমিলে থাকে তাই নয় তাদের ধর্মালয় পর্যন্ত আছে। কাশির মসজিদের কথা সবাই জানে। জেরুজালেম হচ্ছে ইহুদীদের মক্কা বা বেনারস। সেখানেও তারা মসজিদকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু সেখানে পকেটে পাথর নিয়ে ঢুকলে বন্ধ করে রাখাই তো উচিত? আগে নিজের মনের কাছে জিজ্ঞেস করেন তো, কাবার আশেপাশে অন্য ধর্মের কোন মন্দির গির্জা কি আপনি মেনে নিতে প্রস্তুত আছেন? তারপরও আপনি কি করে “শান্তির ধর্মের অনুসারী” হলেন?
-সুষুপ্ত পাঠক
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................