বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, 'সোনা আমদানি হালাল, সোনায় বিনিয়োগও হালাল।

সোনার ব্যবসা হালাল ঠিক আছে,  কাঁকড়া তো মুসলমানরা 'মাকরূহ' (হালাল না হারামও না তবে না খাওয়াই ভালো) মনে করে। সেই কাঁকড়ার ব্যবসা করার সময় শরীয়ত মনে ছিলো না? 

পোলাটা একসময় রাজনীতি করবে নিশ্চিত! এই দেশের রাজনীতির জন্য সে একদম ফিট। জুয়ারীর সঙ্গে গোপনে কথা বলে এক বছর নিষিদ্ধ হওয়ার আগে চালাকি করে দেশের ক্রিকেটারদের বেতন ভাতার আন্দোলন করে পাবলিক সেন্টিমেন্ট নিজের দিকে আগেই টেনে নিয়েছিল। তখনই বলেছিলাম এই পোলা কালে কালে এমপি হবে! যে দেশের ৯৯ ভাগ লোক অসৎ চোর বাটপার সে দেশে হালাল প্রোডাক্ট,  হালাল ব্যাংকি, হালাল বডি স্প্রে, হালাল বিনিয়োগ যে খুব খাবে পোলাটা ভালো করে জানে। ...আসলে কী, রফিক আকরাম নান্নুদের সময় যে দেশের ক্রিকেট দেখতে মুখিয়ে থাকতাম সে দেশের ক্রিকেট এখন পাকিস্তানের চেয়ে জঘন্য লাগে! এদের বেশিরভাগ তালেবাল সমর্থক, আজহারী, শিশু বক্তা, ত্বহাদের মত উগ্র ওয়াজীদের ফ্যান। বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটার, আমার মানসিকতার সঙ্গে এ জন্যই যায় না। ...


আরে যেটা বলতে এত কথা, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, 'সোনা আমদানি হালাল, সোনায় বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ; নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন। ' এটা হচ্ছে উনার নতুন ব্যবসার এড যা তিনি নিজের মুখেই বলেছেন।

-সুষুপ্ত পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted