ওআইসি বলল না, তালেবান কিছুতে মুসলমানদের প্রতিনিধিত্ব করে না।

"বদর ৩১৩ ব্যাটেলিয়ন"! বদর যুদ্ধে "কাফেরদের" বিরুদ্ধে মহামদ বাহিনীর সদস্য সংখ্যা ছিলো ৩১৩ জন। সেই অনুসারে তালেবান গঠন করল নয়া ব্যাটেলিয়ান। তারপরও যেসব প্যান্ট শার্ট পরা মডারেট হুজুররা বলেন জঙ্গিদের সঙ্গে ইচলামের কোন সম্পর্ক নাই তারা কতবড় জঙ্গি? 

সারা পৃথিবীতে মুসলমানদের তালেবানের বিরুদ্ধতা দেখলাম না। ওআইসি বলল না, তালেবান কিছুতে মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। আল আজহার বলল না তালেবান ইসলামী শরীয়া শাসন বলে যা বলে তা ইসলামে নেই। দেওবন্ধ বলল না তালেবানকে সমর্থন করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মাওলানা ফরিদউদ্দিন মাউসুদ বলল না ইসলামী শাসন বলতে ইসলামে কিছু নেই। প্রফেসর শমসের আলী বলল না তালেবান কোন ইসলামী দল হতে পারে না। হাশিম আমলা, মঈন আলী, আদিল রশিদদের মত ক্রিকেটার, ফুটবলের হামজা, ওজিল, সালাহদের মত ফুটবলাররা ফিলিস্তিনি ইস্যুতে কমবেশি কথা বলেছে কিন্তু আফগান ইস্যুতে চুপ করে আছে। তারা কেন বলছে না তালেবানরা নারীদের যেভাবে রাখতে চায় সেভাবে ইসলাম বলে না...।


এই নিশ্চুপতা, এই সমর্থন ১৫০ কোটি মুসলমানকে যখন বাকী ৪৫০ কোটি সন্দেহ, ভয়, বিদ্বেষ, অপছন্দ করবে তখন তার বামাতী নাম হবে “মুসলিমফোবিয়া”!

-সুষুপ্ত পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted