ইসলাম কি নারীর সর্বোচ্চ মর্যাদা দিয়েছে???

ইসলাম একটা অতিরিক্ত আরোপিত ধর্ম। মানুষের প্রকৃতির উপর, বিশেষ করে মেয়েমানুষের উপর পুরা প্রকৃতিবিরুদ্ধ একটা সিস্টেম চাপিয়ে দেয়।

মানুষ প্রকৃতির সন্তান। বাসায় বসে থাকতে কারোর ই ভাল লাগে না। মেয়েদেরো ইচ্ছা করে দুনিয়া ঘুরতে, প্রকৃতি দেখতে। খেলাধুলাও সব প্রাণীই করে কমবেশি। শরীরের অতিরিক্ত এনার্জি বের করে দেওয়ার একটা প্রক্রিয়া এটা।

কিন্তু ইসলাম কি সেটা দেয়? কোন মেয়ে ইসলামী রাষ্ট্রে পারবে মন খারাপ হলে একা একা মাঠে-ঘাটে ঘুরে বেড়াতে বা সমুদ্র সৈকতে চলে যেতে? বাংলাদেশের মতো একটা রক্ষণশীল সমাজে মেয়েরা কি পারে বাহিরে গিয়ে খেলতে?

ইসলামী শরীয়ায় চালিত রাষ্ট্র শুধু মেয়েদের উপর জুলুম করে তা না। এটা একদিকে ছেলেদের অফুরন্ত ভোগ বিলাসের সুযোগ দেয় আর অন্যদিকে মেয়েদের তার প্রয়োজনীয় টুকুও দেয় না। যার জন্য এক পুরুষ তার সব স্ত্রী আর ক্রীতদাসীকে একান্তই নিজের করে রাখতে পারে একটা ইসলামী রাষ্ট্রে। ওদিকে একটা মেয়েকে তার একমাত্র স্বামীকেও ভাগ করতে হয়।

প্রাকৃতিক ভাবে নারী পুরুষ সবাই নিজের সঙ্গীর ব্যাপারে হিংসাত্মক। তার ভাগ কেউ দিতে চায় না। কিন্তু ইসলাম পুরুষদের বহুগামিতার ও সুযোগ দেয়, নিজের সঙ্গীদের এভাবে নিজের ব্যক্তিগত সম্পদ বানিয়ে রাখার ও সুযোগ দেয়।

ওদিকে মেয়েদের কি দেয়? দেয় তো না ই, উলটা যা আছে সেটাও কেড়ে নেয়।

সমাজের অর্ধেক জীবিত মানুষকে এভাবে মেরে ফেলার মতো বিধান কিভাবে প্রকৃতিপ্রদত্ত, ঈশ্বরপ্রদত্ত ইনসাফ হতে পারে?

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted