নবি মুহাম্মদের উম্মতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং পুরো মুসলিম জাতির মধ্যে দ্বিতীয় সম্মানিত ব্যক্তি হচ্ছেন ওমর। নবি মুহাম্মদ বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো তবে সেটা কেবল ওমরই। পর্দাপ্রথা, মদ্যপানের শাস্তি, কিসাসের বিধানসহ ইসলামের বহু আইন-কানুন ওমরের মর্জিতেই সপ্তাকাশের উপর থেকে অবতীর্ণ হয়েছে। অথচ এই ওমর মদিনার মসজিদে ফজরের নামাজের ইমামতি করা অবস্থায় ফিরোজ নামক এক আততায়ী কর্তৃক ছুরিকাঘাতে নিহত হন।
ইসলামের তৃতীয় খলিফা হচ্ছেন ওসমান। নবি মুহাম্মদের দুই কন্যা বিয়ে করার কারণে তাকে জিন্নুরাইন বা দুটি নূরের অধিকারী বলা হয়। তাকে হত্যা করা হয়েছিল কোরআন পাঠরত অবস্থায়। তার হত্যাকারীদের মধ্যে একজন ছিল আবুবকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবুবকর।
ইসলামের চতুর্থ খলিফা হচ্ছেন আলী। আলী নবি মুহাম্মদের চাচাতো ভাই ও জামাতা। নবি মুহাম্মদ আলীকে 'জ্ঞানের শহরের প্রবেশদ্বার' আখ্যা দিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে মুলজিম নামের একজন মুসলিম আলীকে যখন হত্যা করে তখন আলী সবেমাত্র নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছেন। মসজিদের গেটেই আলীকে হত্যা করা হয়েছিল।
নবি মুহাম্মদের নাতি হোসাইনকে যখন ইরাকের কারবালায় নৃসংশভাবে জবাই করা হচ্ছিল তখন সে নাকি বারবার আল্লাহর নাম নিয়ে কাঁদছিল, মৃত্যু থেকে বাঁচার জন্য সে সীমারের কাছে তার নানার (মুহাম্মদের) নাম বলেও আকুতি জানাচ্ছিল। সীমারের মন গলেনি। হোসাইনের শরীর ক্ষত-বিক্ষত করে, মাথা কেটে কাটা মাথা ইরাকের কারবালা থেকে নিয়ে যাওয়া হয়েছিল সিরিয়ার দামেস্কে ইয়াজিদের রাজদরবারে।
মুহাম্মদের স্ত্রী আয়েশার বোনের ছেলে আব্দুল্লাহ বিন জুবায়েরকে যখন হাজ্জাজ-বিন-ইউসুফ শিরশ্ছেদ করেছিল তখনও আব্দুল্লাহ বিন জুবায়ের হাজ্জাজকে স্মরণ করিয়ে দিয়েছিল, আমি কে জানো? আমার মা কে জানো? আমার নানা কে জানো? জানো আমার খালু কে? হাজ্জাজ অট্টহাসিতে ফেটে পড়ে মাথা কেটে ফেলেছিল আব্দুল্লাহ বিন জুবায়েরের। উল্লেখ করা যেতে পারে, আব্দুল্লাহ বিন জুবায়েরকে হাজ্জাজের সৈন্যরা গ্রেপ্তার করেছিল কাবা ঘরের সামনে থেকে। আব্দুল্লাহ বিন জুবায়েরকে ধরতে গিয়ে মিনজানিক এর আঘাতে পুরো কাবাঘর বিধ্বস্ত করে ফেলেছিল হাজ্জাজের বাহিনী।
উপরে যাদের নাম উল্লেখ করা হলো তারা মুসলমানদের কাছে যেনতেন ব্যক্তি নন। ইসলামের দৃষ্টিতে তারা কেউ যেনতেন মানুষ না। মুহাম্মদের মহা ক্ষমতাধর আল্লাহ যিনি কখনো ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন হন না, বেহুশ কিংবা মাতাল হননা । তিনি কী এসব দেখছিলেননা ?
@আব্দুল্লাহ-আল-মাসুদ।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................