ভারতে এদেরকে বিজেপি "অবৈধ বাংলাদেশী" দাবী করে হৈচৈ বাঁধায়।

"দেশ" যে কি অপ্রয়োজনীয় জিনিস সেটা সীমান্ত পারের মানুষ হাড়ে হাড়ে বুঝে! কুষ্টিয়া দর্শনা খুলনা যশোর কুমিল্লার সীমান্তবর্তী এলাকার মানুষ ঢাকা নয়, ভারতের গুজরাট মুম্বাই দিল্লি তামিলনাড়ু ব্যাঙ্গালুরুসহ ভারতের বিভিন্ন প্রদেশে চাকরি করতে যায়। করোনার ভারতীয় ধরণ ডেল্টা ভেরিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়া নিয়ে চ্যানেল ২৪ একটা রিপোর্ট করেছিল সেখানে দেখানো হয়েছিল এইসব বাংলাদেশী অঞ্চলের মানুষ ভারতের এইসব জায়গায় চাকরি করতে যায়। তারা ভারতে লকডাউন শুরু হলে সীমান্ত দিয়ে দেশে ফিরেছে। এই বিপুল সংখ্যাক মানুষ কিন্তু কথিত বৈধ কাগজ ছাড়াই ভারতে কাজ করতে যায়। ভারতে এদেরকে বিজেপি "অবৈধ বাংলাদেশী" দাবী করে হৈচৈ বাঁধায়। দেশভাগ যখন ভাগ করা হয়েছিল তখন কাঁচি দিয়ে যেভাবে "দেশ" নামের রাষ্ট্র গঠন করা হয় তাতে ভারতীয় হাতির যেমন জীবন জীবিকার কারণে বাংলাদেশে আসতে ভিসা পাসপোর্ট লাগে না মানুষও বেঁচে থাকতে সীমান্তকে অস্বীকার করে। 

শুধু নেতাদের রাজনীতি ব্যবসার জন্য দরকার "দেশপ্রেম"। আমি মানুষের জীবন জীবিকার অধিকারকে সবার উপরে রাখি। এক‌টা পতাকা জাতীয় সংগীত জনগণকে পেট ভরাতে পারে না। এই গোটা উপমহাদেশ রাজনৈতিক কারণে বিভক্ত হয়েছে মানুষের কথা না ভেবেই।  

মানুষের জন্য কর্মক্ষেত্রে উন্মুক্ত হোক। কিন্তু আমি চাইলেই তো হবে না। এইসব বিরোধ জিইয়ে রাখতে না পারলে ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। সুবিধাপ্রাপ্ত সৌভাগ্যবান জনগণকে তাই ধর্মের নামে, দেশপ্রেমের নামে, জাতীয়তাবাদের নামে বৈরী করে রাখতে হবে পরিযায়ী শ্রমজীবী মানুষের প্রতি।  

#সুষুপ্তপাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted