সিজোফ্রেনিয়া রোগীর লক্ষণ হচ্ছে এরা মনে করে তাকে হত্যা করার জন্য খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে পরিচিত জনেরা। রাস্তায় হেঁটে যাবার সময় তাদের সব সময় মনে হয় কেউ বোধহয় তাকে নিয়ে বিদ্রুপ করে হাসছে, তার ক্ষতি করার জন্য সবাই ওঁত পেতে বসে আছে...।
ভারত থেকে উপহারের ১০০টি অ্যাম্বুলেন্সের প্রথম ৩০টি আজকে বাংলাদেশে পৌঁছেছে। এই নিউজের নিচে কমেন্টগুলো এরকম: নিশ্চয় কোন বদ মতলব আছে! দাদারা কি ধান্দা ছাড়া দিতাছে নাকি? অ্যাম্বুলেন্স দিয়ে নতুন কোন ভাইরাস ঢুকায় দিবে! এই অ্যাম্বুলেন্সগুলি দিয়া সীমান্তে বিএসএফএফর গুলিতে মারা যাওয়া লাশবহন করা হবে। ওদের কোন কিছুই নেয়া উচিত নয়। নিশ্চয় এর পিছনে বিরাট কোন পরিকল্পনা আছে...।
ব্যক্তি সিজোফ্রেনিয়া রোগ শুরুতে ধরা পড়লে চিকিত্সা করলে সেরে যায়। কিন্তু সিজোফ্রেনিয়া যখন একটা জাতির রোগ হিসেবে দাঁড়ায় তার চিকিত্সা কি সহজ? ৫৭টা ভাইয়া ছাড়া বাকী পৃথিবী শুধু ষড়যন্ত্র চক্রান্ত সর্বনাশ করতে আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে- এই অসুখ কে সারাবে?
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................