ফ্রান্সে আশ্রয় নেওয়া বাংলাদেশী ব্লগার পিনাকী ভট্টাচার্য-এর বিরুদ্ধে প্যারিসে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে।
পিনাকী একসময় আমার ফেসবুক ফ্রেন্ড ছিল।
যদিও তার সঙ্গে আমার সবসময় মতভিন্নতা ছিল। বাংলাদেশের অসহায় সংখ্যালঘু হি*ন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক পোষ্ট দিয়ে- পিনাকী সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে ক্ষেপিয়ে তুলতো। এজন্য আমি প্রতিবাদ জানিয়েছিলাম। যুক্তিতে না পেরে, পিনাকী আমাকে আনফ্রেন্ড করে দেয়। তবে পিনাকীর পিতা পরলোকগত শ্যামল ভট্টাচার্য আমৃত্যু আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন।
পিনাকী আগে ছিল বামপন্থী-সেক্যুলার। তখন তার এত ফ্যান-ফলোয়ার্স ছিল না। 'C P B' দল-বিরোধী কার্যকলাপের জন্য কৈফিয়ৎ তলব করায় - পিনাকী মতাদর্শ পরিবর্তন করে। সে উ*গ্রবাদী-খেলাফতপন্থী হয়ে যায়; এরপর তার ফ্যান-ফলোয়ার্স হু হু করে বাড়তে থাকে। পত্রিকায় দেখেছি, পিনাকী তার পিতার এক ছাত্রের ব্যবসা প্রতিষ্ঠান 'পপুলার ডায়াগনস্টিক'-এ ম্যানেজার পদে চাকরি করতো; সেখানে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।
উল্লেখ্য, পিনাকীর স্ত্রী ইস*লাম ধর্মালম্বী এবং সে একজন জামায়াত নেতার কন্যা। পিনাকীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, তার ধর্ম বিশ্বাস কী? সে বলেছিল, "আমি অজ্ঞেয়বাদী।" সে একথাও বলেছে, "আমি যেটা লিখি, সেটা হয়তো নিজেও বিশ্বাস করিনা।"
সে যা-ই হোক, পিনাকী তার মতো করে চিন্তা করুক; করতেই পারে। কিন্তু তার কারণে বাংলাদেশের বিপন্ন সংখ্যালঘুদের যাতে সর্বনাশ না হয় - আশা করি সে ব্যাপারে ফ্রান্স সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................