বাঙালী হিন্দু নারীরা কি ভুলে গেছে এই কাজ গুলো ?
(১) ভোর বেলা বাসি কাপড় ছাড়া।
(২) সকাল বেলা বাসি দুয়ার ধোঁয়া।
(৩) সকালে স্নান করে পূজা দেয়া।
(৪) সন্ধ্যাবেলা দুয়ারে গঙ্গাজল ছিটানো।
(৫) সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো।
(৬) সন্ধ্যা বেলায় শঙ্খ ও ঘন্টা বাজানো।
(৭) উলুধ্বনি দেয়া।
(৮) ধোয়া শাড়ি পরে সন্ধ্যে পূজা দেওয়া।
(৯) ঠাকুর আসনের সামনে বসে কীর্তন করা।
(১০) রাতে ঘুমানোর আগে ভগবানের নাম স্মরন করা।
(১১) নিয়মিত গীতা পাঠ করা বা মন্দিরে গিয়ে শ্রবণ করা।
(১২) সপ্তাহে অন্তত একদিন সন্তানকে মন্দিরে নিয়ে যাওয়া।
👉 প্রত্যেক সনাতনী মায়েদেরকে, দিদিদেরকে ও বৌদিদিদেরকে জানা অবশ্যই প্রয়োজন।
হরে কৃষ্ণ 🙏🙏
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................