"যোগী জাতি এবং বৌদ্ধরা নাকি গৃহযুদ্ধ করেছিলো=হাসি পায়"
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ
যোগী জাতি এবং বৌদ্ধরা নাকি গৃহযুদ্ধ করেছিলোএই রকম একটা আপাঙ্গ মিথ্যা কথা লেখা ওই মিনহাজ উদ্দিন সিরাজের মতো হিন্দু বিদ্বেষীদের ই সাজে। আধুনিক কালের ইরফান হাবিব ও ঠিক একই রকম। এরা মুলত দুটি কাজ করে এসেছে। একদিকে সব মুসলিম আগ্রাসী রা ভালো, উদার, সহিষ্ণু। অন্যদিকে হিন্দুরা কুটকাচালী করে, নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লাগায়। কিন্তু সেই মুহাম্মদ বিন কাসিন থেকে শুরু করে বর্বর আওরংজেব অবধি কারো কোনো দোষ খুজে পায় না। আর হিন্দুরাও এই মুসলিম শাসকদের ভাড়াটে ঐতিহাসিক দের সভা কবিদের লেখা মিথ্যার ঝুড়ি গলাধকরন করে স্মৃতির জাবর কাটতে থাকে। এরা ভারতের ইতিহাসে হিন্দুদের বিশেষ করে ব্রাহ্মন শ্রেনীর আত্মত্যাগ ( আলোর দুর্গ রক্ষা করতে প্রায় ৬০০০ ব্রাহ্মন রা যুদ্ধ করে প্রান ত্যাগ করেছিলেন। অসভ্য বক্তিয়ার যখন নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেয় , (যে আগুন প্রায় ৭ দিন ধরে চলেছিলো এবং ৯০ লক্ষ প্রাচীন পুথি যাতে দর্শন, সাহিত্য, ইতিহাস ছিলো, ) তখন কতো ব্রাহ্মন, বৌদ্ধ ভিক্ষু তাদের লিখিত জ্ঞান রক্ষা করতে প্রান দিয়েছিলেন সেটা একবার খতিয়ে দেখুন তারপর মিনহাজ উদ্দিন, আল বেরুনী,ফিরদৌস, আইন ই আকবরীর লেখক, বাবুর নামার লেখক, বদাউনি, অতি বামপন্থী রাহুল সাংকৃত্যায়ন, "Muslim by culture and Hindu by the accident of birth" ভারতের প্রথম প্রধান মন্ত্রী জহরলাল নেহেরু ( ডিসকভারি অফ ঈন্ডিয়া') চরম হিন্দু বিদ্বেষী গান্ধী ( অটোবায়োগ্রাফি) এদের লেখা মিথ্যার ঝুড়ি, বিকৃত ইতিহাস বিশ্বাস করুন।
যোগী জাতি বল্লাল সেনের সময় থেকে উদবাস্তু হয়ে বনে বাদাড়ে আশ্রয় নেয়, তারপর এখন অবধি, আর ঘুরে দাড়াতে পারেনি। বৌদ্ধ রা প্রান বাচাতে দলে দলে মুসলিম হয়। অথচ পড়বেন এরা নাকি গৃহ যুদ্ধ করেছিলো। হাসি পায়।
আমার কথা বিশ্বাস করতে হবে না। একবার বাগুইয়াটির কাছে "গোরক্ষ বাসুলী' বা মহানাদে 'জটেশ্বর মন্দির " দেখে আসুন। আরো বিশদ জানতে হলে যান উত্তর প্রদেশে "গোরক্ষ পুরে" ( অবশ্য আপনি যদি টি এম সি হন তাহলে যাবেন না) নিজের চোখে দেখে আসুন। যোগী জাতি, গুরু আদিনাথ, মীন নাথ, মৎসেন্দ্রনাথ, চৌরঙ্গী নাথ ( যার নামে কলকাতার চৌরংগী) চেতন নাথ ( যীশুর দীক্ষা গুরু) এই গুরুদের হাত ধরে সনাতন ধর্মের পতাকা নিজে দের হাতে তুলে নিয়েছিলেন। ভারতীয় দর্শনে বৌদ্ধদের অবদান অপরিসীম। এরা বিন কাসিম, গজনীর মাহমুদ, ঘোরী, আইবেক থেকে শুরু করে বাবর, আকবর, জাহাংগীর, শাহজাহান, ঔরংজেবের মতো বর্বর, অসভ্য দস্যু ছিলেন না।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................