হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েসী বলেছিল তাদের পুর্বজ নাকি ৮০০ বছর ভারত শাসন করেছে!
আসুন ওর পুর্বপুরুষদের নামগুলো জেনে নেওয়া যাক ---
আসাদউদ্দিন ওয়েসীর পিতার নাম সুলতান সালাউদ্দিন ওয়েসী, তার পিতার নাম আব্দুল ওয়াহিদ ওয়েসী ( কনভার্টেড মু#সলিম), তার পিতার নাম তুলসী রাম দাস যিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন এবং প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন। তৎকালীন হায়দ্রাবাদের সুলতান( নিজামের পরিবার পরম্পরার) বৃদ্ধ তুলসীরামকে ধর্মান্তরিত হওয়ার জন্য লোভ এবং ভয় দেখাতে থাকেথাকে ফলে তুলসীরামের যুবক পুত্র ধর্মান্তরিত হতে বাধ্য হয় এবং তার নাম হয় আবদুল ওয়াহিদ ওয়েসী এবং প্রচুর ধনসম্পদের মালিক হয়। অর্থাৎ আসাদউদ্দিন ওয়েসীর বংশ তালিকা এই রকম দাড়াচ্ছে ---
তুলসীরাম (ব্রাহ্মণ)
।
আব্দুল ওয়াহিদ ওয়েসী ( ধর্মান্তরিত)
।
সুলতান সালাউদ্দিন ওয়েসী
।
আসাদউদ্দিন ওয়েসী।
বিশ্বাস না হলে বর্তমান ইন্টারনেটের যুগ। ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন।
এখন আমার দুটি প্রশ্ন ---
1. অনেকেই বলেন যে উচ্চবর্ণের হি*ন্দুদের অত্যাচারে নিম্নবর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হয়েছিল। তাহলে এই ব্রাহ্মণ ধর্মান্তরিত কেন হলো?
2. অর্থের লোভে অথবা হুরীর লোভে অথবা তরবারির ভয়ে কি কারণে ওয়েসীর পুর্বজ ধর্মান্তরিত হয়েছিল ? আপনারাই বলুন !!!
ভাবতে অবাক লাগে যে যেখানে এদের পুর্বপুরুষ বিদেশী বিধর্মীদের দ্বারা অকথ্য অত্যাচারে অত্যাচারিত হয়ে ধর্ম সংস্কৃতি ত্যাগ করেছিল সেখানে এরা সেই ইতিহাস বেমালুম ভুলে গিয়ে পুর্বপুরুষের ধর্মের বিরোধীতায় মগ্ন !!!!
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................