গোবিন্দলাল ব্যানার্জি, প্রমথ নাথ ব্যানার্জি, শিবনাথ ব্যানার্জি, সুশীল কুমার ব্যানার্জি, সুরেশ চন্দ্র ব্যানার্জি, মোহিনী মোহন বর্মন, হেমন্ত কুমার বসু, জ্যোতি বসু, চারু চন্দ্র ভাণ্ডারী, সতীশ চন্দ্র বসু, রতনলাল ব্রাহ্মণ, মিহির লাল চট্টোপাধ্যায়, অন্নদা প্রসাদ চৌধুরী, বীণা দাস, রাধা নাথ দাস, স্যার উদয় চাঁদ মহতাব, নিকুঞ্জ বিহারী মাইতি, বিষাপতি মাঝি, ভূপতি মজুমদার
ঈশ্বর চন্দ্র মাল, আশুতোষ মল্লিক, অন্নদা প্রসাদ মন্ডল, বঙ্কুবিহারী মণ্ডল, কৃষ্ণ প্রসাদ মণ্ডল, শ্যামা প্রসাদ মুখার্জি, ধীরেন্দ্র নারায়ণ মুখার্জি, কালীপদ মুখার্জি, মুকুন্দ বিহারী মল্লিক, বাসন্তী লাল মুরারকা, খগেন্দ্র লাল দাশগুপ্ত, কানাই লাল দাস, কানাই লাল দে, হরেন্দ্র নাথ দলুই, সুকুমার দত্ত, নীহারেন্দু দত্ত মজুমদার, বিপিন বিহারী গাঙ্গুলি, অরবিন্দ গয়েশ, একে ঘোষ, বিমল কুমার ঘোষ, ডি গোমস
ডম্বর সিংহ গুরুং, ঈশ্বর দাস জালান, দেবী প্রসাদ খৈতান, চারু চন্দ্র মোহান্তি, অর্ধেন্দু শেখর নস্কর, যাদবেন্দ্র নাথ পাঁজা, এল আর পেন্টনি, আর ই প্লেটেল, আনন্দী লাল পোদ্দার, রজনী কান্ত প্রামাণিক, কমল কৃষ্ণ রায়, যোগেশ্বর রায়, শ্রীমতি ই এম রিকেটস, রাজেন্দ্র নাথ সরকার, দেবেন্দ্র নাথ সেন, বিমল চন্দ্র সিংহ, জিসিডি উইলকস
উপরোক্ত ৫৮ জন অমুসলিম সদস্যের ভোটে ১৯৪৭ সালের ২৩ শে জুন বাংলা ভেঙ্গে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল।
কিন্তু কমিউনিষ্ট জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্ম কেন বাংলা ভেঙ্গে পশ্চিমবঙ্গ তৈরীর পক্ষে ভোট দিয়েছিলেন?
কমিউনিষ্ট পার্টি তো ধর্মের ভিত্তিতে ভারত ভেঙ্গে পাকিস্তান তৈরীর সমর্থক ছিল, তাহলে সেই পাকিস্তান ভেঙ্গে পশ্চিমবঙ্গ তৈরীর জন্য কেন কমিউনিষ্টরা ভোট দিয়েছিল?
কেনই বা সেই পাকিস্তান থেকে কমিউনিস্টরা ভারতে পালিয়ে এসেছিল?
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................