সম্প্রতি বাংলাদেশে এক জঙ্গি ধরা পড়েছে যে রমনা বটমূলে বোমা হামলা ও কোটালিপাড়ায় বোমা রেখে শেখ হাসিনাকে মারার ষড়যন্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী। হরকাতুল জিহাদের সাবেক আমির এই জঙ্গি এছাড়াও ২১শে আগস্ট বোমা হামলাসহ আরো একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।
এই জঙ্গি মুফতি আবদুল হাইয়ের আরেকটা পরিচয় সে আফগান ফেরত মুজাহিদিনদের একজন।
এবার একখান গুরুত্বপূর্ণ কথায় আসি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সোমালিয়া, কসোভো, চেচনিয়া, বসনিয়াসহ অনেক দেশেই জঙ্গিবাদের প্রাথমিক উত্থান হয় মূলত আফগান ফেরত মুজাহিদিনদের হাত ধরে। কিন্তু কারা এই মুজাহিদিন?
সত্যি বলতে এই মুজাহিদিনরা এক কালের আমেরিকা তথা পাশ্চাত্যের বন্ধু। তারাই এদেরকে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে মুজাহিদিন হিসেবে গড়ে তুলেছিল যাতে তদানিন্তন সোভিয়েতপন্থী সরকারের পতন ঘটাতে পারে।
হ্যাঁ, তারা আফগানিস্তানকে সোভিয়েত মুক্ত করতে সক্ষম হয়েছিল। কিন্তু যে মুজাহিদিনদের তারা সেদিন জন্ম দিয়েছিল, সেই মুজাহিদিনদেরই একটা অংশ ক্রমশ মুজাহিদিনদের থেকে বিচ্ছিন্ন হয়ে তালেবান গঠন করে এবং আমেরিকা তথা পাশ্চাত্যকেই প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে। টুইন টাওয়ার হামলা, লন্ডনে বোমা হামলা, প্যারিস সন্ত্রাসী হামলাসহ পশ্চিমের প্রায় সব দেশেই তারা হামলা চালায় এবং বহু মানুষ হত্যা করে। সারা পৃথিবীজুড়ে বিমানবন্দরসহ সবখানে যে এত এত নিরাপত্তার বেড়াজাল এসবই আসলে ইসলামী সন্ত্রাসের অবদান(!?)।
কথা হলো, এসব প্যাঁচাল কেন পাড়ছি?
আজ হঠাৎ মনে হলো, এই যে আমি জঙ্গিদের তালিকাভুক্ত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম, তার পেছনের কারণানুসন্ধান করতে গেলে তো আমাকে সেই আফগানিস্তানেই যেতে হয়। সেই আফগান ফেরত মুজাহিদিনরা, যারা দেশে ফেরার আগেই হরকাতুল জিহাদ গঠন করেছিল এবং দেশে ফিরে দেশের আনাচে-কানাচে জঙ্গিবাদের উদ্দেশে মাদ্রাসা গড়ে তুলেছিল।
হ্যাঁ, সেই মুজাহিদিনরদের হাত ধরেই পরে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমসহ কত কী গড়ে ওঠে এবং তাদের হাতেই মারা যায় লেখক, ব্লগার, সাংবাদিকসহ বহু মানুষ। আর আমরা পালিয়ে পশ্চিমে আসি প্রানে বাঁচার আশায়।
কিন্তু গভীরে তলিয়ে দেখলে আমার মনে হয়, এই যে পাশ্চাত্য তথা পশ্চিম আমাদের প্রতি তাদের মানবতার বিশাল হাত বাড়িয়ে দিয়েছে এবং যার জন্য আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই, এ আসলে তাদেরই তৈরি সমস্যা। সত্যিকারার্থে আমরা তাদের তৈরি ফ্রানকেনস্টাইনের ভিকটিম এবং তারা আসলে মানবতা দেখাচ্ছে না, দায় শোধ করছে।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................