বয়কট ইন্ডিয়া’ ডাক দিয়ে এখনো কিন্তু ভারতীয় ভিসা সেন্টারে ইট রেখে আসছেন জানি!

আজ নিউজ হলো ভারত অবশেষে ১২ লাখ টন গম রপ্তানি করবে। এতে সুখবর হচ্ছে বাংলাদেশ পরিমাণে প্রত্যাশা মতই পাবে। এখন ভারতীয় গম থেকে যে আটা ময়দা বের হবে সেগুলি দিয়ে কি আপনাদের রুটি পরোটা বিস্কুট পাউরুটি খাওয়া ঠিক হবে? 

‘বয়কট ইন্ডিয়া’ ডাক দিয়ে এখনো কিন্তু ভারতীয় ভিসা সেন্টারে ইট রেখে আসছেন জানি! 

গুগল করে যতগুলি ফলাফল পেলাম সেগুলি দিলে কয়েকশ স্ক্রেণশর্ট হয়ে যাবে যেখানে ভারত গম রপ্তানি না করলে, খাদ্য শস্য রপ্তানি না করলে বাংলাদেশের বাজারে মানুষ কিছু কিনে খাওয়ার সাধ্য হারাবে! 

এসব বলে আমি বাংলাদেশকে ছোট করবো কেন? এই দেশের আলো বাতাসে আমার বড় হওয়া। সে কারণেই এত কথা বলি। এদেশের মানুষের আত্মঘাতী রাজনীতি তাদের ক্ষতিই করবে। তাদের ভারত বিরোধীতার বস্তুত কোন যৌক্তিক কারণই নেই। কেননা বাংলাদেশ ভৌগলিক কারণে ভারতকে ছাড়া বাঁচতে পারবে না। এমন কি ভারতও। 

এদেশে অনেক বাম ইসলামিক নেতা যতই স্বপ্ন দেখুক ভারতের মানচিত্র ভাগ করে এমন করে মুসলিম এড়িয়া সাজানোর যাতে বাংলাদেশকে ভারতের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, সেরকম কিছু দুঃস্বপ্নই কেবল নয় অবাস্তব স্বপ্ন দেখে নিজেকে প্রতারিত করার তো কোন মানে নেই। 

আরব বিশ্বের কোন দেশই ভারতকে বয়কট করেনি। তবু এসব ফেইক নিউজ ছড়িয়ে নিজেদের বোকা বানানোর মধ্যে কি সুখ? তুরস্কের যুদ্ধ জাহাজ তো আজ পর্যন্ত এসে পৌঁছায়নি! কাতার বিশ্বকাপ ফুটবলে ভারতকে ভিসা দিবে না এরকম ফেইক নিউজ ছড়িয়ে কি লাভ যখন আপনি এক সময় জানতেই পারবেন ফিফা বা কাতার এরকম কোন সিদ্ধান্তই নেয়নি। মঈন আলী গোঁড়া মুসলিম ক্রিকেটার হলেও তিনি কখনোই বলেননি তিনি ভারতকে বয়কট করেছেন।...

প্রতিবেশীর সঙ্গে এরকম মনোভাব, হিংসা, রোষ, শত্রুজ্ঞান একজন বাংলাদেশী হিসেবে আপনাকে কি দিচ্ছে ভেবে দেখুন। আহমদ শফি অসুস্থ হয়ে পাকিস্তান সৌদি আরব কাতার কোথাও গেলো না চিকিত্সা করতে ভারত ছাড়া। এখনো ধনী ওয়াজী হুজুররা অসুস্থ হলেই ভারত ছুটে। তারাই আপনাকে উশকায় বয়কট ভারত বলাতে। যে কোন উছিলায় বাইতুল মোকাররম এলাকায় ভারতের বিরুদ্ধে মুসলমান নির্যাতনের ইস্যু খোঁজে। কি দিচ্ছে এগুলো আপনাকে? ঈর্ষায় মানুষকে কিছুই দিতে পারে না। আমাদের ফিল্মমেকাররা ভারতীয়দের ঈর্ষা করে কি সিনেমাকে দাঁড় করাতে পেরেছে? নাকি অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে নিলে এখানে টালিউড বলিউডের চ্যালেঞ্জ নেয়া যেতো? সাহিত্যিকদের ঈর্ষা বাংলাদেশে কয়টা ভালো বইয়ের জন্ম দিয়েছে? কয়টা ভালো পত্রিকার জন্ম দিয়েছে?

9 June 2022

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted