পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাউলদের উত্সবকে উচ্ছেদের ঘোষণা দিয়েছে নিপীড়িত কোমলমতি সংখ্যালঘু মুসলিম পঞ্চায়েত গোষ্ঠি!

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাউলদের উত্সবকে উচ্ছেদের ঘোষণা দিয়েছে নিপীড়িত কোমলমতি সংখ্যালঘু মুসলিম পঞ্চায়েত গোষ্ঠি! 

হায়রে কপাল! ভারত নাকি হিন্দুদের দেশ আর সেখানে গরু খেলেই মুসলমানদের পিটিয়ে মেরে ফেলা হয়, আর এখন সেই নিপীড়িতদের বিরুদ্ধে বাউলরা অভিযোগ করছে তাদের গান বাজনা ভারতে নিষিদ্ধ করার হুমকি দেয়া হয়েছে। হাজরাপোতা গ্রামের ‘সত্যপীর সেবাশ্রম’ একশ বছর ধরে জৈষ্ঠ্য ও শ্রাবণ মাসে বাউলরা জরো হয়ে সত্যপীর আশ্রমে গানের আসর বসায় যেখানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের ভাববাদী ভক্ত সমাবেশ ঘটে। এবার সেই উত্সব ও গান হারামের ঘোষণা দিয়ে উত্সব বাতিলের ঘোষণা দিয়েছে নিপীড়িত মকসুদ রানা, নিপীড়িত আফজাল সেখ, নিপীড়িত হাসাবউদ্দিন মল্লিকের নেতৃত্বে আরো শত শত বখতিয়ার খিলজির বংশধররা।


 বাংলাদেশ না হয় ৯০ ভাগ মুসলমানের দেশ বলে এখানে বাউলদের ধরে চুল কেটে দেয়া হয়, গান বাজার অনুষ্ঠান পুলিশ অনুমতি দেয় না, কিন্তু ভারত যদি মুদির হিন্দুত্ববাদীর দেশ হয় তো সেখানে আফজাল সেখ হাসাবউদ্দিনদের এত পাওয়ার কোত্থেকে আসে? 

কোলকাতার কোন খবরের কাগজে এসব নিউজ হয় না কারণ এসব ছাপলে বিজেপি ক্ষমতায় চলে আসবে আর তখন চৌদ্দশো বছর ধরে নিপীড়িতদের গরুর মাংস খেতে দিবে না! ভারতকে মুদি অসহিষ্ণু করে দিয়েছে! ওহাবী তিতুমীরের বংশধরদের গান হা্রামের ফতোয়া দেয়া দেখে সেই অসহিষ্ণু ভারতে বাম লিবারালরা এখন গর্তে মুখ লুকিয়েছে। পশ্চিমবঙ্গের বামরা উনিশ শতকের ‘বিন লাদেন’ তিতুমীরকে হিরো মানে! তাকে নিয়ে সিনেমা নাটক বানায়। কি করে বারাসাতে তিতুমীর সবাইকে দাড়ি রাখতে বাধ্য করেছিলো, হিন্দুয়ানী বাঙালিত্ব পরিত্যাগ করতে সামাজিক আন্দোলন করেছিলো, কি করে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে বাঁশের কেল্লা বানিয়েছিলো সেটি চেপে গিয়ে! এখনো মুর্শিবাদের ওহাবী তিতুমীরের বাচ্চাদের চেপে যাবে! খালি গান গাইবে বিজেপি ক্ষমতায় আসলে আমার ভাইরা গরুর মাংস খেতে পারবে না!...

(স্ক্রেণশর্ট ফেইসবুক থেকে সংগৃহীত)
1 August 2022

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted