কাশ্মীর ফাইলস যারা বয়কটের ডাক দিয়েছিলেন তারা কোন মুখে আমিরের সিনেমার পক্ষে এখন দাঁড়াবেন?

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দেয়া হয়েছে ভারতজুড়ে। মূলত সোশাল মিডিয়াতে এই বয়কটের ডাক কতখানি ভয়াবহ হতে পারে সিনেমার জন্য সেটি বুঝা যায় যখন সিনেমার প্রধান অভিনেতা ও প্রযোজক আমির খান এই বয়কটের ডাক শুনে দর্শকদের মিনতি করে বলেন, তারা যেন তার সিনেমা বয়কট না করেন, তিনি চান সবাই তার সিনেমা দেখু্ক। তিনি ভারতকে ভালোবাসেন না এটি সত্য নয়। তিনি এই দেশে জন্মেছেন এই দেশেই মরতে চান।...

ভারতকে এই দশায় নিয়ে যাওয়ার পিছনে কি আমির খানদের খানিকটা ভূমিকা আছে না? দর্শক যখন ধর্ম রাজনীতি দিয়ে বিভাজন হয়ে পড়বে তখন তারা তো খুঁজবেই সেটি কার সিনেমা কারা বানিয়েছে। ভারতে ‘মুঘল এ আজম’ সিনেমা ব্লকবাস্টার হতে পারে কিন্তু পাকিস্তানে জন্ম নেয়া শিখ বীর রণজিত সিংকে নিয়ে সিনেমা বানায় না কেন পাকিস্তান? মুঘল-ই আজম তো শুধু মুসলমানরা দেখে ব্যবসা সফল বানায়নি। তাহলে রণজিত সিংয়ের শিখ সাম্রাজ্য নিয়ে সিনেমা কেন পাকিস্তানীরা দেখবে না? এখানেই তো আসল পয়েন্ট অপেক্ষা করে আছে। ভারত অসহিষ্ণু নাকি পাকিস্তান? বৃহত করে বললে ৫৭টি মুসলিম দেশ? বাংলাদেশে তিতুমীরকে নিয়ে সিনেমা হয় সূর্যসেনকে নিয়ে নয় কেন? ভারতে তিন দশক ধরে তিন খান রাজত্ব করে গেছে বলিউডে। ভারত যদি অসহিষ্ণু হতো এটি কি সম্ভব হতো? এখন সোশাল মিডিয়া প্রশ্ন করা হচ্ছে, মিস্টার আমির খান, ভারত যদি অনিরাপদ হয়ে থাকে তাহলে এখানে সিনেমা মুক্তি দিচ্ছেন কেন? ...কারোর সিনেমা দেখা বা না দেখা সম্পূর্ণই ব্যক্তিগত ও গণতান্ত্রিক অধিকার। কারোর সিনেমা বয়কটের ডাকও শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকার। আমির খান তাহলে এখন কি করতে পারেন?

নূপুর শর্মা ইস্যুতে নাসিরউদ্দিন শাহ মন্তব্য করেছিলেন, এই বিষয়ে ‘তিন খান’ নিরব কেন? এটাই তো বিভেদ। নবীর বিয়ে নিয়ে প্রশ্ন করায় যখন তিনটি খুন হয়ে গেলো শুধুমাত্র্ নূপুর শর্মাকে সাপোর্ট করে সোশাল মিডিয়ায় পোস্ট করায় তখন কেন নাসিরউদ্দিন শাহ নিশ্চুপ? কে তাকে এই প্রশ্ন করবে? আমির খান বলেছিলেন ভারত অসহিষ্ণু হয়ে গেছে এখানে বসবাস করাটা ভীতিকর। বিজেপির উত্তর প্রদেশে কিছু ঘটনার পর রাজনৈতিকভাবে ভারতকে মুসলিম নিধনযজ্ঞ দেখানোর ডামাডোলে আমিরের সেই কথায় বাড়াবাড়ি ছিলো। ৯০ দশকে মুম্বাইয়ে দাউদ ইব্রাহিমের মাফিয়া টিমের দাপটে বলিউড ঢোগ গিলত। শাহরুখ খানের জীবনে ছোটা রাজন কতখানি ভয়ানক হয়ে দেখা দিয়েছিলো, তার জীবন যে মৃত্যু মুখে পতিত হয়েছিলো সিনেমা নিয়ে খোঁজ খবর যারা রাখেন, শাহরুখের অটোবায়োগ্রাফী যারা পড়েছেন জানেন। তো দাউদের মাফিয়া জালে সেসময় ভারতকে কেন ভীতকর অসহিষ্ণু মনে হয়নি? হায়দ্রাবাদে আসাদউদ্দিন ওয়াসিসের লোকজন যখন তসলিমাকে মারতে আসছিলো তখন ভারত অসহিষ্ণু হয়নি? আমির তো বিলক্ষণ তসলিমাকে নামে ও পরিচয়ে চেনেন? সালমান রুশদীকে না চেনার কি আছে? সালমান রুশদী বই পুড়িয়ে ভারতে তার ফাঁসির জঙ্গি আন্দোলনকে অসহিষ্ণু মনে হয়নি? ফ্রান্সের প্রেসিডেন্টের ছবি এই সেদিন রাস্তায় বিছিয়ে জুতোপেটা করার দৃশ্য দেখে মনে হয়নি ভারত অসহিষ্ণু হয়ে যাচ্ছে?

ভারতীয় সিনেমায় তিন খানের অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই। তাদের সিনেমা বয়কটের ডাক দেখতে হবে সেটাই ছিলো অভাবনীয় ও দুঃখজনক। কিন্তু সাঈফ আলী খান ছেলের নাম ‘তৈমুর’ রেখে যখন বলেন তিনি ইতিহাস সচেতন হয়েই ছেলের নাম রেখেছেন তখন বিষয়টি অতখানি সরল মনে হয় না। আমি ব্যক্তিগতভাবে আমির বা অন্য কারোর সিনেমা বয়কটের ডাকে হতাশ। কঙ্গনা রাউত বিজেপি সাপোর্টার বলে তার একটি সিনেমা ফ্লপ করায় দেখেছি বাম শিবির সেকি খুশি! এবার আমিরের সিনেমা ফ্লপ খেলে যদি হিন্দুত্ববাদীরা খুশি হয় কি করে এটাকে গ্রহণ করবেন? শিল্পীদের তো আপনারাই রাজনৈতিক বানিয়ে ফেললেন। কঙ্গনা রাউত ইন্দিরা গান্ধির রাজনীতি না করেও ইন্দিরা গান্ধিকে পর্দায় জীবন্ত করে তুলতে তার সর্বোচ্চ দিয়ে দেবন। এটাই শিল্পীর ধর্ম। আমিরও তাই। কাশ্মীর ফাইলস যারা বয়কটের ডাক দিয়েছিলেন তারা কোন মুখে আমিরের সিনেমার পক্ষে এখন দাঁড়াবেন? আমি দাঁড়াবো কারণ আমি কাশ্মীর ফাইলসের পক্ষে ছিলাম। আমিরের সিনেমার পক্ষেও আছি। পিকে সিনেমায় বড় করে হিন্দুদের ধর্ম বিশ্বাস নিয়ে নানা প্রশ্ন করা হয়েছে। পিকের ল্যাটিন ভার্সনটিতে যেমন খ্রিস্টান ধর্মের বাপন্ত করে ছেড়েছে। পিকে মুক্তির সময় কিছু ঝামেলা হয়েছিলো কিন্তু পুরো ভারতে পিকে ব্লকবাস্টার হয়েছিলো। পিকে-৩ নামের কোন সিনেমা বানিয়ে সেখানে যদি ইসলাম ধর্মের উপর নানা প্রশ্ন তোলা হয় তখন কি আপনি পিকে-৩ সাপোর্ট করবেন নাকি ভারত অসহিষ্ণু হয়ে গেছে বলবেন? ভারত এমন দেশ যেখানে পিকে সিনেমা তৈরি সম্ভব হয়েছে এবং ব্যবসা করেছে। কিন্তু ভারত যদি সামান্য নূপুর শর্মার নবীর বিয়ে নিয়ে একটি কথা বলায় তিনটি মানুষ খুন করে ফেলে আর দেশজুড়ে দাঙ্গা হাঙ্গামা বাধায় তো হিন্দুরা আর ‘পিকে’র মত সিনেমা মুক্তি দিতে দিবে? সহিষ্ণুতার দায় কি তাদের একার? এটাই তারা বলছে! আমির খানকেও বুঝতে হবে গভীরভাবে ঠিক কিভাবে কি রূপে তার সিনেমা বয়কটের ডাক এলো। 

আমির খানের সিনেমা ব্যবসা সফল হোক শুভকামনা।

-সুষুপ্ত পাঠক
1 August 2022

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted