সনাতন/হিন্দুধর্ম কি?

সনাতন/হিন্দুধর্ম কি?

একবার এক মহিলা ধর্ম নিরপেক্ষ সাংবাদিক যিনি সবসময় হিন্দু ধর্ম কে ছোট করে দেখান, এক মহারাজ কে জিজ্ঞাসা করল, 

প্রশ্ন: ইসলাম ধর্মের প্রবর্তন কে করেছেন ?
উত্তর: প্রফেট মহম্মদ 
প্রশ্ন:  খ্রিস্টান ধর্মের প্রবর্তন কে করেছেন ?
উত্তর : জেসাস ক্রাইষ্ট 
প্রশ্ন:   হিন্দু ধর্মের প্রবর্তন কে করেছেন ?

স্বামীজী উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকতে দেখে মহিলা সাংবাদিক বলল - হিন্দু ধর্মের কোন প্রবর্তক নেই,  অতএব হিন্দু কোন ধর্মই নয়।

এবার স্বামীজী বললেন: আপনি একদম ঠিক বলেছেন।  হিন্দু কোন ধর্ম নয়, এটা বিজ্ঞান 

মহিলা সাংবাদিক অবাক হয়ে স্বামীজীর মুখের দিকে তাকিয়ে থাকলো।

এবার স্বামীজী ঐ মহিলা সাংবাদিক কে কিছু প্রশ্ন করলেন: 
পদার্থবিজ্ঞান কে প্রবর্তন করেছেন ?
 উত্তর: কোন একজন নয় 
 রসায়ন বিজ্ঞান কে প্রবর্তন করেছেন ?
 উত্তর: কোন একজন নয়
 জীববিজ্ঞান কে প্রবর্তন করেছেন ?
 Ans: কোন একজন নয়

স্বামীজী : অনেক মানুষ, অনেক বিজ্ঞানী সময়ে সময়ে নিজেদের জ্ঞানের আবিস্কার এর অবদান রেখে গেছেন, হিন্দু ধর্ম হল সেই বিজ্ঞান যেটা আমাদের দেশে ক্রমশ বেড়ে উঠেছে বহু বছর ধরে সাধু সন্ন্যাসী জ্ঞানী মহাত্মা দের সঠিক মার্গ দর্শনে

ইসলাম ধর্মের একটাই ধর্ম গ্রন্থ - কোরান
খ্রিস্টান ধর্মের একটাই ধর্ম গ্রন্থ - বাইবেল

কিন্ত হিন্দু ধর্মের উপর এত ধর্ম গ্রন্থ আছে, তাতে একটা লাইব্রেরি হয়ে যাবে, অতএব হিন্দু ধর্ম হল একটা বিজ্ঞান সম্মত ধর্ম যার নাম সনাতন ধর্ম , শাশ্বত চিরন্তন ধর্ম 🚩 🚩 🚩

*** সংগৃহীত (লেখক বা লেখিকার নাম জানলে বলবেন, আমি তার নাম যোগ করতে চাই। অল্প কথায় এত সুন্দর ভাবে আমাদের ধর্ম কে ব্যাখ্যা করেছেন যে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না)

জয় শ্রী রাম 🚩আমি গর্বিত সনাতনী।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted