ধর্ম
**********************************************
অমানবিক কাকে বলছেন? বিধু কুমার শীলকে? তার দশক শ্রেণী পড়ুয়া ছেলে জুয়েল শীলকে মুসলমান বানিয়ে নতুন নাম দেয়া হয়েছিলো ‘সাঈদ আবদুল্লাহ’। ছবির এই ছেলেটিই সাঈদ আবদুল্লাহ।
পুত্র ট্রেনে কাটা পড়ে মারা গেলে পিতা হিসেবে সেই লাশ বিধু শীলকেই গ্রহণ করার কথা। কিন্তু ধর্মান্তরিত পুত্রের লাশ গ্রহণ করতে তিনি রাজি হননি। তাই বাধ্য হয়ে নওমুসলিম সাঈদ আবদুল্লাহর মুসলিম বন্ধু ও কমিউনিটি লাশ গ্রহণ করে তার জানাজা দিয়ে লাশ কবর দেয়। বিধু শীল তার নওমুসলিম পুত্রের লাশ গ্রহণ করে তার শেষকৃত্য কোন রীতিতে অনুষ্ঠিত করতেন? দাহ করে? তাহলে আরেকটি নাসিরনগর নয় আরেক নোয়াখালী ৪৬-এর জেনোসাইড দেখতে হতো! মুসলমানের লাশ কোন সাহসে শশ্মানে নিয়া হিন্দুরা পোড়াইছে’ এরকম ঘটনার পর ঈমানী জোশে জিহাদ করতে নামতেন না? তাহলে বিধু শীলের কি করণীয় ছিলো? লাশটি গ্রহণ করে নিজে মুসলমান হয়ে ছেলের জানাজার আয়োজন করা?
গোটা বিষয়টায় যে ধর্ম কতবড় ভূমিকা রেখেছে কেউ দেখতে পাচ্ছে না। ধর্মান্তরিত সাঈদ আবদুল্লাহ গোপনে তার মায়ের সঙ্গে দেখা করত বলে এখন জানা যাচ্ছে। ছবির এই নওমুসলিম ছেলেটির বেশবাস থেকে বুঝতে পারি সে কঠোরভাবে বিশ্বাস করত হিন্দু হওয়ার কারণে তার মা জান্নাতে যাবে না। সে কি তার মাকে মুসলমান হওয়ার জন্য ইমোশনালি চাপ দেয়নি? ইসলামের দাওয়াত দেয়া যে তার পবিত্র দায়িত্ব এটি তো সে তাদের কাছ থেকেই শিক্ষা পেয়েছে যারা তাকে মুসলমান বানিয়েছে। সে কি চায়নি তার বাবাও মুসলমান হয়ে যাক? পিতা মাতা পুত্রের মাঝে তাহলে কে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে? ধর্ম! সেটাই তো অমানবিক! এই জঞ্জালই মানবিক হতে দেয়নি কাউকে। এমনকি মৃত্যুর পর ছেলেটির লাশ গ্রহণ করার মত স্বজন যে থাকেনি তার পিছনেও সেই ধর্মের বিনাশ চান না কিংবা বিধু শীল মারা গেলে সাঈদ আবদুল্লাহ কি তার মুখাগ্নি করত? প্রশ্নই আসে না। তার ছবি বলছে সে সাধারণ মুসলমান ছিলো না, রীতিমত জান্নাত হুর খিলাফত অনুসরণ করা প্রাক্টিসিং মুসলিম ছিলো। এরকম কুফরি মতবাদ সে কি করে পালন করবে? এই যে বাধা সেটি পুরোটিই ধর্মীয়। এই যে পিতা পুত্রের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে সেটি রাগ গোস্বার চাইতে বড় ছিলো ধর্মীয় বাধা। যদি কাউকে অমানবিক বলতে হয় সে ধর্ম। ঈশ্বরকে অনুসরণ করতে হলে ধর্ম পরিবর্তন করা লাগে কেন? ঈশ্বরের ‘মননীত একমাত্র সত্য ধর্ম’ এটাই অমানবিক একটি বিজ্ঞাপন। যারা নাবালকদের ধর্মান্তর করেছিলো তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলুন আগে। বিধু শীলের নৈতিকতার প্রশ্ন পরে আসছে। যারা ধর্মান্তরের মিশন নিয়ে ঘুরে তাদের বিষয়ে ভাবুন। মানবিক সমাজে এদের সহাবস্থান সম্ভব কিনা সেই প্রশ্ন তুলুন।
#সুষুপ্ত #পাঠক
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................