আল্লা নিরাকার। তারমানে তিনি অদৃশ্য। এই যে তাকে নামধরে ডাকছি, 'তিনি' সর্বনাম ব্যবহার করছি এটা সকার কোন বস্তু ছাড়া একেবারে অবাস্তব। আল্লা কেমন সেটা তিনি নিজে কখনোই আমাদের বুঝাতে পারেননি কারণ নিরাকার কিছুর অস্তিত্ব সম্ভব নয়।
আল্লা বাতাসও না। বাতাসেরও আকৃতি হয় ঘূর্ণির মধ্যে। আল্লা কোন শক্তি হলে তাকে বস্তু হতেই হবে। তিনি #নিরাকার অদৃশ্য মানে কিছু নেই। মূর্তিপূজার শুরুই এভাবে। কিছুই নেই তার ভজন হয় না। তাই মানুষ আকৃতি দিয়েছে তার ঈশ্বরকে। যেহেতু মানুষ যা দেখেছে তার বাইরে কল্পনা করতে পারে না তাই তাদের ঈশ্বরের হাত পা চোখ কান সবই আছে। আরবে আল্লার মূর্তি ছিলো। ইসলাম তাকে নিরাকার বানাল। কিন্তু নিরাকারের ভজন সম্ভব নয় বলে চোখের সামনে একটা "কিবলা" রাখল। একটা চার দেয়ালের পাথরের বস্তু ছাড়া ভজন সম্ভব হলো না।
#আল্লা নিজের অবয়ব নিয়ে এমন কিছু বলতে পারলেন না যা শুনে নতুন কিছু আমরা জেনেছি। তার নূরের তেজে তুর পাহাড় জ্বলে গিয়েছিল এটাও কোন আকারহীন কিছু থেকে সম্ভব নয়। নূর মানে আলো। তা আলো কি দিয়ে তৈরি? আল্লা না নিরাকার!
নিরাকার বস্তু সংখ্যাবাচক হয় না।
আল্লা নিরাকার হলে "আল্লা এক" হতে পারেন না। জলের নিজস্ব কোন আকার নেই। তাই পান করার জল চাইলে, একটু জল বলি। সংখ্যা দিয়ে প্রকাশ করি না।
ফিকশনাল স্টোরি , একসাথে অনেক মানুষ বিশ্বাস করলেই স্টোরিটা ধর্মে রুপান্তর হয় !
আল্লা নিরাকার কিন্তু পাছা আছে, এজন্য আরশে বসে আছে হ
#সুষুপ্ত #পাঠক #আল্লা #নিরাকার
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................