#সত্য_সনাতন_হিন্দু_ধর্মের_বিচার_ধারা
যেহেতু সনাতন ধর্ম তাই একটি নির্দিষ্ট মত বা পথ কে অবলম্বন করে আমাদের হিন্দু ধর্ম তিল তিল করে গড়ে ওঠে নি।এক অসীম অনন্ত সমুদ্রের মতো অনেক শ্রেণীবিভাগ নিয়ে তৈরী হয়েছে।ভারতের উত্তর থেকে দক্ষিণ পূর্ব হতে পশ্চিম হয়ে সমগ্র দেশ তথা বিশ্ব জুরে যেখানেই এই সনাতন ধর্মের হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের উপাসনার পদ্ধতি, সংস্কৃতি, আচার, বেশ-ভূষা, আরাধনার পার্থক্য ছিল আছে আর থাকবেও...কিন্তু সবার লক্ষ্য সেই #পরমব্রহ্ম.
শিব কালী কৃষ্ণ দুর্গা গনেশ তাদের মধ্যে কোনো সমস্যা নেই সমস্যা আছে তাদের উপাসকদের মধ্যে।
কে কোন গুরুর শিষ্য,কোনো মঠের থেকে দীক্ষিত, আমিষ না নিরামিষ, মালা ঝোলা তিলক রুদ্রাক্ষ আছে না নেই, বসে ধ্যান করে নাকি হাত তুলে নাচে, এই গুলো নিয়েই ব্যাস্ত......
কিন্তু যে দিন 800 বছর ধরে আর 200 বছর ধরে এই ধর্মের উপর আঘাত এসেছিলো সেই দিন প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছিল আমাদের জীবন শৈলীর সাথে মিশে যাওয়া হিন্দুত্যবাদ...তাই হাজার অত্যাচার সহ্য করেও আজ বেঁচে আছে হিন্দু সভ্যতা।
যেখানে প্রাচীন গ্রিস, মিশর পেরুর সভ্যতা আজ ইতিহাসের পাতাতে, কিন্তু ওদের থেকেও প্রাচীন হিন্দু সভ্যতা শেষ হয়ে যায় নি।
একটাই কারণ আমরা
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................