“দশ রাজার যুদ্ধ”
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ
বৈদিক যুগের ইতিহাস শুধু বৈদিক ঋষি মুনির “আপ্ত জ্ঞানের যুগ” নয়। অনেক যুদ্ধ বিগ্রহের কাহিনী সেই যুগে আছে।
মহাভারতের যুদ্ধ তেমনি এক ভয়ংকর যুদ্ধ। সে প্রায় ৫০০০ বছরের কিছু আগে ঘটেছিলো। মহর্ষি বেদব্যাসের কৃপায় আমরা সেই যুদ্ধের কথা জানতে পারি। সেই যুদ্ধের কাহিনী নিয়ে অনেক সিনেমা, অনেক লেখা ইত্যাদি হয়েছে। হিন্দুদের মধ্যে এমন কেউ নেই যে এই যুদ্ধের কথা অল্প বিস্তর জানে না।
এই মহাভারতের যুদ্ধের অনেক আগে ঘটেছিলো আর এক ভয়ংকর যুদ্ধ। সেই যুদ্ধের নাম “দশ রাজার যুদ্ধ”।
ঋক বেদের সপ্তম খন্ডের সপ্তম মন্ডলে এই যুদ্ধের কথা বিস্তারিত লেখা আছে। এই যুদ্ধ হয়েছিলো ইরাবতী নদীর তীরে, ইরাবতির প্রাচীন নাম পুরুশুনী নদী।
এই দশ রাজার যুদ্ধ প্রাচীন ভারতের ইতিহাস সম্পুর্ন পালটে দিয়েছিলো।
বৈদিক যুগ কে দুই ভাগে ভাগ করা হয়। প্রাচীন বৈদিক যুগ, আধুনিক বৈদিক যুগ। আধুনিক বৈদিক যুগের সময়কাল মোটামুটি ৩৫০০ থেকে ৪০০০ বছর আগের। সেই হিসাবে প্রাচীন বৈদিক যুগ তার ও অনেক আগে থেকে শুরু হয়েছে। বৈদিক যুগ ঘাটাঘাটি করলে দেখা যায় সেই যুগের মানুষ এই বর্তমান ভারতের আদি বাসিন্দা ছিলো। তারা দূর দুরান্ত থেকে আসেনি। সেই সময় মহিলারাও শিক্ষিত ছিলেন এবং সামাজিক কর্ম কান্ডে জড়িত থাকতেন।
সেই যুগেও রাজনৈতিক কর্ম সমুহ পরিচালিত হতো “আইন পরিষদ” ( আমাদের লোক সভা) এর মাধ্যমে এবং সেই আইন পরিষদে অনেক বিদুষী মহিলারাও ছিলেন। এই আইন সভার নাম ছিলো “বিদাত্তা”।
এই আইন সভা সমস্ত ধার্মিক, রাজনৈতিক, ব্যাক্তি জীবনের নিয়ম কানুন প্রনয়ন করতো এবং সবাইকে সেই নিয়ম মেনে চলতে হতো।
-------
দশ রাজার যুদ্ধ হয় দুই শক্তিশালী বৈদিক আদিপুত্রদের মধ্যে। একদিকে ছিলো ভরত বংশীয়রা, অন্য দিকে দশজন রাজার এক মিলিত বাহিনী। এই বিশাল যুদ্ধে ভরত বংশীয় রাজা সুদাস দশ রাজার মিলিত বাহিনীকে পরাজিত করেন এক রক্তক্ষয়ী যুদ্ধের শেষে।
সুদাস ছিলেন পরক্রান্ত রাজা দিবোদাসের পুত্র। বর্তমান পাঞ্জাব ছিলো তার রাজ্য। পরবর্তীতে রাজ সুদাস তার রাজ্য চতুর্দিকে বিস্তার করেন।
যে রাজারা ভরত বংশীয়দের সঙ্গে যুদ্ধ করেছিলো তারা হচ্ছে = অনু, দ্রুহু, আলিনা, পৃথ্বু, শিবা, ভৃগু,পরশু, শিম্যু, মৎস, এবং পুরু ( আলেকজান্ডারের বিরুদ্ধে যুধ করেন এই পুরু বংশীয় রাজা পুরু) রাজা পুরু একি দশ রাজার বাহিনীর নেতৃত্ব দেন।
বশিষ্ট মুনি এবং বিশ্বামিত্র মুনির মধ্যে এক পারষ্পরিক কলহের কারনে এই দশ রাজার যুদ্ধ হয়। বিশ্বামিত্র দশ রাজার বাহিনীকে সমর্থন করেন ।
পরবর্তী কালে এই ভরত বংশীয় দের সঙ্গে এবং পুরু বংশীয় পৌরব দের মধ্যে সমযোথা হয়ে যায়। এই ভরত বংশীয়রা মহাভারতের কুরুক্ষেত্র অঞ্চলে তাদের রাজধানী সরিয়ে নিয়ে সেখানে বসবাস করে। তারপর মহাভারতের যুদ্ধের আগে আর কোনো যুদ্ধ হয় নি।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................