একজন মুক্তমনা এবং মডারেট মুমিনের মধ্যে 'কাল্পনিক' কথোপকথন!

একজন মুক্তমনা এবং মডারেট মুমিনের মধ্যে 'কাল্পনিক' কথোপকথন! (বাস্তবতার নিরিখে)
---------------------------------------------------------------------   
১. মুক্তমনা- নবীজি নয় বছরের শিশু বিবির সাথে ৫৩ বছর বয়সে সহবাস করেছিলেন কেন? 
মডারেট মুমিন- আল্লাহ চেয়েছেন এবং সেই যুগের জন্য এটি বৈধ ছিল, তাই! 

২. মুক্তমনা- নবীজি ১৩/১৪ টি বিয়ে করেছেন, কিন্তু কেন?
মডারেট মুমিন- সেই যুগের আরবরা অনেকগুলো বিয়ে করতো, তাই নবীও করেছেন! এতে আপনাদের সমস্যা কি?

৩. মুক্তমনা- নবীপাক 'দাসী' মারিয়া কিবতিয়াকে উপহার স্বরূপ গ্রহণ করেছিলেন, কেন? অথবা সেই দাসীর গর্ভে সন্তানও জন্ম দিয়েছেন, কিন্তু কেন? একজন সর্বযুগের শ্রেষ্ঠ মানবের পক্ষে কি নারীকে ভোগের সামগ্রী 'গিফট' হিসাবে গ্রহণ করা নৈতিক ছিল? 

মডারেট মুমিন- সেই যুগে দাসী ক্রয় বিক্রয় এবং দাসীর পেটে বাচ্চা দেওয়াও বৈধ ছিল! তাই আল্লার নবী আল্লার ইশারায় সেটি করেছেন!

৪. মুক্তমনা- পালকপুত্রের স্ত্রীকে বিয়ে করার জন্য আল্লাহ যখন নবীকে 'চাপ' দিলেন, তখন নবীজি জয়নবকে নিজে বিয়ে না করে, আল্লাহকে কান্নাকাটি করে অনুরোধ করলেন না কেন যে, 'হে আল্লাহ আপনি এই আয়াতটি (আহযাব-৩৭) দয়া করে ফেরত নেন! আমি পোষ্য পুত্রবধূ জয়নবকে ভালো একটি ছেলে দেখে বিয়ে করিয়ে দেব! তবুও আমি নিজে বিয়ে করবোনা!"

মডারেট মুমিন- আপনি কি ফাইজলামি করেন মিয়া? আল্লার আয়াতকে ফেরত পাঠানোর ক্ষমতা কি নবীর ছিল? তাই আল্লার ইচ্ছাতেই তিনি জয়নবকে বিয়ে করেছেন!

৫. মুক্তমনা- নবীজি অনেক কবি সাহিত্যিক দের 'গুপ্তঘাতক' পাঠিয়ে হত্যা করেছিলেন, তার বিরুদ্ধে 'সমালোচনা' করে কবিতা লেখার জন্য! নবী যেহেতু জিব্রাইলকে চাক্কুস দেখাতে পারেন নাই! তাই কেউ যদি তাকে 'নবী' হিসাবে 'অবিশ্বাস' করে কবিতা লেখে, তখন কুন্ যুক্তিতে নবী তাকে হত্যা করা বৈধ ছিল? 

মডারেট মুমিন- দেখুন, ধর্ম যার যার! তাই প্রত্যেকে অন্যের ধর্মকে ও নবীকে শ্রদ্ধা করতে হবে! কিন্তু এরা সেটি করেনি, তাই আল্লার ইচ্ছায় নবী তাদেরকে হত্যা করিয়েছেন!

৬. মুক্তমনা- "গনিমতের মাল আল্লাহ ও রসূলের" (আনফাল-১), এই কথার অর্থ কি? বুঝলাম, নবীর অনেক বিবি ও দাসী ছিল, তাই ওদের পোষতে গিয়ে নবীর অনেক গনিমতের দৌলতের দরকার ছিল! কিন্তু আল্লায় নিজের জন্য গনিমতের মাল দিয়ে কি করতে চেয়েছিলেন?

মডারেট মুমিন- ও মিয়া, আপনি কি আল্লার চাইতেও বেশি বুঝেন? এইরকম নাস্তিকদের মতো কখনো প্রশ্ন করবেন না!

৭. মুক্তমনা- আচ্ছা বলুন তো, নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ (আব্দ+ আল্লাহ = আব্দুল্লাহ), এর অর্থ হলো 'আল্লার দাস'! এখানে নবীর জন্মের পূর্বেই তার পিতার নামের সাথে, 'আল্লাহ' শব্দটি এলো কিভাবে? সেই 'আল্লাহ' টা কে ছিল? নিশ্চই তিনি কোরানের 'আল্লাহ' ছিলেন না?

মডারেট মুমিন- এটাও নাস্তিকদের মুরতাদদের মতো ভয়ংকর একটি শিরকী প্রশ্ন! আমি এর উত্তর জানিনা, তবে ডা. জাকের নায়েককে জিজ্ঞেস করতে পারেন!

৮. মুক্তমনা- নবীজি 'পয়সাওয়ালী' বিবি খাদিজার সাথে ২৪ বছর সংসার করেও, দ্বিতীয় বিয়ে করেননি! কিন্তু খাদিজার মৃত্যুর পরেই তিনি মাত্র ১১ বছরে কমপক্ষে ১৩ টি বিয়ে করলেন! নবী যদি আরো দশ বছর বাঁচতেন, হয়তো কমপক্ষে আরো ১২টি বিয়ে করতেন! কারণ নবীর মৃত্যুর পুর্বেও কয়েকটি বিয়ের 'আলাপ' চলছিল! প্রশ্ন হলো, মদিনার 'শাসক' হয়ে যাওয়ার পরেই আল্লাপাক নবীকে বিয়ে করানোর জন্য এতো বেশি 'উম্মাদ' হয়ে উঠে, 'ইশারা' দিতে থাকলেন কেন?

মডারেট মুমিন- নাউজুবিল্লাহ! আপনার এখনই তওবা করে 'মুসলমান' হওয়া উচিত! নবীজি এতো বেশি বিয়ে করেছেন, কারণ নারীদের মধ্যে ইসলামের দাওয়াত পৌছানোর সুবিধার জন্য, অধিক সংখ্যক স্ত্রীর দরকার ছিল, তাই! এছাড়া রাজনৈতিক কারণেও নবীকে বিয়েগুলো করতে হয়েছে!

৯. মুক্তমনা- নবীপাক বনু করেজা গোত্রের (৭- ৯) শো পুরুষকে জবাই করে হত্যা করে, তাদের নারী শিশু সম্পদকে 'গনিমতের মাল' রূপে লুট করেছিলেন, কোনো প্রকার পূর্ব ঘোষিত যুদ্ধ ঘোষণা ছাড়াই! বনু করেজা গোত্রের বিরুদ্ধে অভিযোগের একমাত্র 'সাক্ষী' ছিল, জিব্রাইল ফেরেশতা! কিন্তু নবীর কোনো সাহাবী নিজ চোখে দেখেননি বা শুনেননি যে, বনু করেজা নবীর বিরুদ্ধে 'ষড়যন্ত্র' করেছে! তবে কি ওই হত্যাকান্ড একটি জঘন্য বর্বর 'গণহত্যা' ছিলোনা? 

মডারেট মুমিন- এইসব 'জাল ইতিহাস' নবী মৃত্যুর অনেক পরে মুসলিম নামধারী কিছু ইহুদীর 'দালাল'রা লিখেছে! এগুলো সবই ছিল ইহুদীর ষড়যন্ত্র!

১০. মুক্তমনা- তবে কি আপনি বলতে চান? নবীর প্রথম সীরাত লেখক ইবনে ইসহাক, হিশাম, তাবারী, সাদ, আবু হানিফা, বোখারী, মুসলিম, ইব্নে কাসীর, এরা সবাই ইহুদীর দালাল? যদি উনারা ইহুদীর 'দালাল' হয়, তাহলে আপনি কেন শয়তানের চাইতেও 'নিকৃষ্ট মুমিন' হবেন না? এটি বলুন!  

মডারেট মুমিন- ভাই, আমারে মাফ করো! তোমার সাথে আরো কিছুক্ষন কথা বললে, আমার ঈমান ধ্বংস হয়ে যাবে! এগুলো সবই  ছিল নাস্তিক, ইহুদী, নাসারাদের ষড়যন্ত্র!

১১. মুক্তমনা- নবী মৃত্যুর তিনদিন পরে, শুধু নবী পরিবারের আলী ও আহলে বায়াতের কয়েকজনের উদ্যোগে লাশ দাফন করা হয়েছিল, কিন্তু কেন? বাকি তিন খলিফা কোথায় ছিলেন? পরবর্তী খলিফা নির্বাচনের চাইতেও কি নবীর দ্রুত লাশ দাফন করা বেশি 'পবিত্র' এবং ফরজ কাজ ছিল না?  

মডারেট মুমিন- ভাই, এগুলো হলো রাজনৈতিক বিষয়! নবীকে দাফন করার পরে খলিফা নির্বাচন করলে, হয়তো বিভিন্ন গ্রূপের মধ্যে খুনোখুনির বন্যা বয়ে যেত! তাই হজরত আবুবকর ও ওমর, যেটি ভালো মনে করেছেন! সেভাবেই করেছেন! 

১২. মুক্তমনা- আচ্ছা মনে করুন, ভারতের হিন্দু ধর্মে নতুন একজন 'অবতার' এলেন! তিনি এসেই হিন্দু ধর্মের কিতাবে কোরান হাদিসের 'অনুরূপ' কিছু বিধান যুক্ত করে বললেন, "তোমরা সকল অহিন্দুদের ঘৃণা করতে হবে! ঈশ্বরের জমিনে (পৃথিবীতে) হিন্দু রাজত্ব কায়েম করতে হবে! তাই তোমরা 'হিন্দু জিহাদে'র মাধ্যমে অহিন্দুদের হত্যা করে, তাদের নারী শিশু সম্পদকে 'গনিমতের মাল' রূপে লুট করবে" প্রশ্ন হলো, নতুন হিন্দু অবতারের 'নির্দেশ' পালন করতে গিয়ে, ভারতের নরেন্দ্রমোদী সরকার বাংলাদেশে 'জিহাদি' আক্রমণ করে বসলো! এতে লক্ষ লক্ষ মুসলিম পুরুষকে হত্যা করে, হিন্দু মোদি'র যুদ্ধারা সকল মুসলিম নারীদের গনিমতের দাসীরূপে ভাগ বন্টন করে নিলো! দুর্ভাগ্যক্রমে, সেই বন্দী নারীদের মধ্যে আপনার স্ত্রী, কন্যা অথবা মাতাও ছিলেন! কিন্তু আপনি তখনো জীবিত আছেন 'যুদ্ধ বন্দি' দাস হিসাবে! অতঃপর আপনার সামনেই আপনার বিবিকে হিন্দু জিহাদীরা 'ধর্ষণ' করা শুরু করলো! আপনার তখন অনুভূতি কি?

মডারেট মুমিন- নাউজুবিল্লাহ! আপনি একটা জঘন্য খ্রাফ লোক! এই ধরণের বর্বর প্রশ্ন কিভাবে আমাকে করতে পারলেন? আরে ভাই, এগুলো সেই যুগের জন্য 'বৈধ' ছিল! এই যুগে যুদ্ধ হলে, জাতিসংঘের জেনেভা কনভেনশন এর বাইরে গিয়ে, কেউ কি যুদ্ধবন্দী নারীদেরকে স্পর্শ করতে পারবে?

১৩. মুক্তমনা- মুমিন ভাই, কোরান হাদিসের সবকিছুই যদি আপনি 'সেই যুগের জন্য বৈধ ছিল' বলে 'দাচুদিচু' করেন! তাহলে এই যুগের কোরান কোনটি? অথবা এই যুগে কুন্ কোরানকে চর্চা করে আপনি ইসলামের হিন্দি কেশ ফালাইতে চান? 

মডারেট মুমিন- ইন্নানিল্লাহী..রাজিউন! তুমি একটা আস্ত মূর্খ নাস্তিক! তোমাকে আল্লাহপাক হেদায়েত করুক, এছাড়া আমার আর কিছুই বলার নাই!!..

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted