আমার শশুর বাড়ির দিকের দূরসম্পর্কের এক কুটুমের সাথে দীর্ঘদিন পরে দেখা! তিনি এবছর হজ্ব করে এসেছেন! বললেন; দামান্দ, আমি খুব দুঃখিত আছি, আপনাকে হজ্বে যাওয়ার আগে ফোন করে 'দোয়া' নিতে পারেনি! সময় স্বল্পতার কারণে সেটি সম্ভব হয়ে উঠেনি!"
আমি বললাম, "মামা, আপনি ভালোই করেছেন! আমার দোয়া না নিলেও আপনার হজ্ব কিন্তু ঠিকই কবুল হয়নি!" তিনি তখন দুইচোখ কপালে উঠিয়ে বললেন, "এসব কি বলছেন? হজ্ব হবেনা কেন? আমি তো কিছুই বুঝতেছিনা?"
আমি বললাম, সূরা হজ্বের ২৭ নং আয়াতে আল্লাহপাক পরিষ্কার ভাষায় বলেছেন, "হজ্বে যেতে হবে পায়ে হেটে এবং দুর্বল উটের পিটে চড়ে!" আপনি কি প্লেনে করে হজ্বে গিয়েছেন, নাকি উটের পিটে চড়ে? তিনি বললেন, "দেখুন, আমি সম্পর্কে আপনার মামা শশুর হই! তাই এভাবে ঢং করা ঠিক হচ্ছে?"
আমি তখন 'সরি মামা' বলে, সূরা হজ্বের ২৭ নং আয়াতের তর্জমাটি গুগুল করে দেখালাম! মামা শশুর আয়াতটি পড়ে দাঁড়ির মুঠি ধরে ভিমরি খাওয়ার মতো 'বিস্ময়' প্রকাশ করে বললেন! "জি, আপনি তো ঠিকই বলছেন দেখছি? কিন্তু এটা কিভাবে সম্ভব? তবে কি আমার হজ্ব হয়নি?"
এরপর সঙ্গে সঙ্গেই মামা জিজ্ঞেস করলেন, "দামান্দ, তাহলে এর সমাধান কি? আপনার কি জানা আছে কিছু?" আমি বললাম; মামা, সমাধান একটা আছে বৈকি, যদি আপনি ইংল্যান্ড থেকে একটি উট প্লেনে উঠিয়ে সৌদিআরব সঙ্গে করে নিয়ে যেতে পারতেন! তখন সৌদিতে নেমেই উটের পিটে চড়ে বসলেন, আর উট ধীরে ধীরে আপনাকে নিয়ে গেলো মক্কায়, হজ্বের স্থানে!
এরপর মামা শ্বশুর 'ভদাছদা' চেহারা বানিয়ে বললেন, "ছিঃ, আপনি এখনো আমার সাথে ইয়ার্কি করেই যাচ্ছেন?" আমি বললাম, "শুনুন মামা, আল্লাহ যেহেতু কোনদেশ থেকে উটের পিটে চড়ে হজ্বে যেতে হবে, সেটি বলেননি! তাই আপনি ইংল্যান্ড থেকে একটি উট প্লেনে চড়িয়ে মক্কায় নিয়ে যেতে অসুবিধা কি? আপনার দরকার উটের পিটে চড়ে হারাম শরীফে (কাবা) গমন করা, যেটি আল্লার পরিষ্কার নির্দেশ? ব্যাস, সমাধান তো হয়েই গেলো?
এরপর মামা শ্বশুর আব্বা প্রায় আড়াই মিনিট চিন্তাযুক্ত থেকে বললেন, "দামান্দ, ব্যাপারটা খুবই সিরিয়াস মনে হচ্ছে! আমি কিন্তু 'ছাহেবজাদা' কে অবশ্যই জিজ্ঞেস করে 'ফেরকা'টি জানতে হবে!" 'ছাহেবজাদা' হলেন সিলেটের বিখ্যাত পীর মরহুম ফুলতলীর বড়ো ছেলে! ফুলতলী পীরের 'বক্রি' মুরিদকুল তিনাকে 'আদর' করে ডাকেন 'ছাহেবজাদা'! পিতা ফুলতলীর মৃত্যুর পরে 'ছাহেবজাদা' এখন পারিবারিক পীরাকি ব্যবসার চেয়াম্যানের পদে অধিষ্ঠিত আছেন!!..
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................