সুখী কে?

"মহাভারত থেকে"
লেখক.....
#আরিফ_রহমান 

যক্ষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, পৃথিবী অপেক্ষা গুরুতর কে? আকাশ অপেক্ষা উচ্চতর কে? বায়ু অপেক্ষা দ্রুতগামী কে? তৃণ অপেক্ষা বিস্তৃত কে?

যুধিষ্ঠির বললেন, মা পৃথিবী অপেক্ষা গুরুতর, আকাশ অপেক্ষা উচ্চতর পিতা, বায়ু অপেক্ষা দ্রুতগামী মন, চিন্তা তৃণ অপেক্ষা বিস্তৃত।

যক্ষ প্রশ্ন করলেন, প্রবাসী, গৃহবাসী, আতুর ও মুমূর্ষু এদের মিত্র কারা ?

যুধিষ্ঠির উত্তর দিলেন, প্রবাসীর মিত্র সঙ্গী, গৃহবাসীর মিত্র ভার্যা, চিকিৎসক আতুরের মিত্র, মুমূর্ষুর মিত্র দান।

যক্ষ আবারও প্রশ্ন করলেন, কি ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায়? কি ত্যাগ করলে শোক হয় না? কি ত্যাগ করলে মানুষ ধনী হয়? কি ত্যাগ করলে সুখী হয়?

যুধিষ্ঠির বললেন, অভিমান ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায়, ক্রোধ ত্যাগ করলে শোক হয় না, কামনা ত্যাগ করলে লোকে ধনী হয়, লোভ ত্যাগ করলে সুখী হয়।

যক্ষ প্রশ্ন করলেন, আশ্চর্য কি? 

বনবাসী রাজা যুধিষ্ঠির উত্তর দিলেন, প্রতিদিন মৃত্যু আমাদের আঘাত করে, তবু আমরা বেঁচে থাকি এমন ভাব করে যেন আমরা অমর। এটাই হলো জগতের সবচেয়ে বড় বিস্ময়।

যক্ষ যুধিষ্ঠিরকে আবারও প্রশ্ন করলেন, সুখী কে?

যুধিষ্ঠির উত্তর দিলেন, অঋণী ও অপ্রবাসী হয়ে যে ব্যক্তি বেলাশেষে নিজগৃহে শাকমাত্র পাক করিয়া খায়, হে বারিচর, সেই সুখী।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted