ক্রিকেট বোর্ডে বড় বড় "হুজুর" বসে আছে নিশ্চিত!

জীবন্ত প্রাণীর ছবি দেখলে রহমতের ফেরেস্তারা আসে না। ফলে গোঁফ চাঁছা দাড়িওয়ালা সুন্নতিদের কাছে বাঘের ছবিঅলা ক্রিকেট লোগো রীতিমত হারাম। অন্যান্য দেশের খেলোয়াড়রা তাদের ক্রিকেট লোগোতে প্রবল ভক্তিতে চুমু খেলেও এদের কাছে এই লোগো হারাম!

ক্রিকেট বোর্ড যেহেতু এসব বিষয়ে দেখেও না দেখার ভান করে থাকে তাহলে প্রশ্নটা হচ্ছে বাঘের ছবিওয়ালা লোগোটা কাদের জন্য? খেলোয়াড়রা হচ্ছে বোর্ডের চুক্তিবদ্ধ কর্মচারী! তাদেরকে বোর্ডের সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে। আপনার প্রতিষ্ঠানের কর্মচারী যদি আপনার কোম্পানির লোগোকে এভাবে বিকৃত করে প্রদর্শন করে তাহলে আপনি কি সেটা মেনে নেবেন? তাহলে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠানে বাঘের ছবি টেপ মেরে আটকে দেয়ার সাহস হলো কী করে? 

ক্রিকেট বোর্ডে বড় বড় "হুজুর" বসে আছে নিশ্চিত! 

জুয়ারী, জঙ্গি, ইমাম, মুসলিম লীগ মিলে একটা টিম! আসলে এই টিমকে যারা সাপোর্ট করে তারা সকলেই একই মানসিকতার। ফলে লোগোর প্রতি এই মৌলবাদী অবস্থান নিয়ে দেশে কোন কথা নেই। গুটিকয়েক লোকজন এটা নিয়ে কথা বলছে। কে জাতীয় সংগীত গাইছে না, কে নারীদের অবমাননা করেছে, মূর্তি ভাঙতে প্ররোচিত করেছে... এসব যারা বলছে এরাই আবার এই বদমাশদের খেলা দেখে এদের হিরো মানছে! ফলে এরা সব রকম কুকর্ম করেও হিরো থাকছে।

যাই হোক, লাহোর প্রস্তাবের ফলে যে পাকিস্তানের জন্ম, সেখান থেকে ক্লোন হয়ে যাদের জন্ম- তাদের ক্রিকেট টিম এমন হবে এতে বিস্ময়ের কিছু নেই।

© সুষুপ্ত পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted