আপনার ধর্ম শান্তির নাকি অশান্তির সেটি অন্য ধর্মের লোকেরা আপনার ধর্মের পুঁথি পড়ে যাচাই করবে না।

আপনার ধর্ম শান্তির নাকি অশান্তির সেটি অন্য ধর্মের লোকেরা আপনার ধর্মের পুঁথি পড়ে যাচাই করবে না। আপনি যখন আপনার ধর্মকে সর্বশ্রেষ্ঠ বলেন তখন কি বাকি সব ধর্মগ্রন্থ যাচাই-বাচাই করে বলেন নাকি পারিবারিক সূত্রে প্রাপ্ত বিশ্বাস থেকে বলেন? ঠিক তেমনি অন্য ধর্মের লোকেদের এত সময় নাই, আপনার গ্রন্থে কি লেখা আছে তা নিয়ে গবেষণা করার। অন্যরা আপনার ধর্মকে যাচাই করে আপনাদের কর্মকান্ডের মধ্য দিয়ে। 

পূজামন্ডপে বিগ্রহের সামনে আপনার ধর্মগ্রন্থ পাওয়া গেল, তাতে শুধু আপনার ধর্মীয় অনুভূতিতে লেগে গেল। অথচ আপনার গ্রন্থ দেখে পূজাঅর্চনাকারিদের অনুভূতিতেও লাগতে পারত! লেগেছে কিনা যা অবশ্য বুঝার উপায় নেই! আপনাদের রাগ, অভিমান, আক্রোশ সামাল দিতেই তাদের ত্রাহি অবস্থা। প্রতিবছর ভাদ্র-আশ্বিনে দেশব্যাপী অন্তত এক-দুই ডজন মন্দিরে হামলা, প্রতিমা ভাঙ্গাতো নিত্ত-নৈমিত্তিক ব্যাপার ছিল। এবছর ব্যাপারটা যেন উৎসবে রূপ নিয়েছে। 



পৃথিবীর নানাদেশে বিধর্মী-কর্তৃক আপনার ধর্ম-ভাইয়েরা অবিচারের শিকার হলে, আপনাদের কান্না-কাটি, প্রতিবাদ কারো দৃষ্টি এড়ানোর সুযোগ নেই। অথচ আপনাদের হাতে যখন অন্য ধর্মের মানুষ অত্যাচারিত হয় তখন নানাবিধ অযুক্তি-কুযুক্তি শুনে বিধর্মীদের বাকরুদ্ধ হবার দশা হয়!  

পৃথিবীতে আপনার ধর্ম যে দেশগুলোতে সংখ্যাগরিষ্ঠ, তার অনেকগুলোতে সংখ্যালঘু বলতে কিছু নাই, বাকিগুলোতেও দিন দিন তাদের সংখ্যা কমছে। এর পেছনে আপনাদের নানাবিধ দূর্বোধ্য, আশ্চর্য এবং চমকপ্রদ যুক্তি থাকতে পারে, তবে সংখ্যালঘুরা কি ভাবে তা অনুমান করে নিন।

যারা আপনার ধর্মে বিশ্বাস করে না, তারা আপনার মুখে আপনার স্বঘোষিত সর্বশ্রেষ্ঠ ধর্মের শান্তির বার্তা অথবা কিভাবে আপনার ধর্ম অন্য ধর্মকে সম্মান দেয়, এইসব নীতির কথা শুনতে চায় না। দেশব্যাপী আপনার ধর্মভাইয়েরা তান্ডব চালাচ্ছে, আর আপনি ঘরে বসে শান্তির বুলি কপচাবেন, তা দিয়ে সংখ্যালঘুদের মন ভরবে না। দেশ ও দুনিয়া ব্যাপী এইসব কর্মকান্ড দেখে বিধর্মীরা হয়ত ভয়ে বা সৌজন্যতার খাতিরে আপনার মুখের উপর কিছুই বলবে না, কিন্তু মনের মাঝে কতটা ঘৃণা, বিতৃষ্ণা ও ক্ষোভ পুঞ্জিভূত করবে তা সহজেই অনুমেয়। 

আমার কথা শুনে হয়তো আপনার খারাপ লাগছে! কিন্তু আজ যখন আমাদের বাড়িতে, আমাদের পূজামন্ডপে দলবেঁধে ভাংচুরের উৎসব চালানো হয়েছে, যখন আমার আত্বীয়স্বজন প্রাণভয়ে সময় পার করছে, তখন আপনার খারাপ লাগা নিয়ে ভাবার মনমানসিকতা আমার নাই। 

অনেক কিছু বলার থাকলেও, নিজেকে নিয়ন্ত্রণ করে, অনেকটা ঘৃণা নিয়ে  শুধু বলব, ছিঃ

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted