ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে গাজা- ইজরায়েলে।
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ
মহাভারতে স্ব্যয়ং ঈশ্বরের অনুকম্পা পান্ডবেরা কেনো পেয়েছিলো???? তারা কি এমন তপস্যা করেছিলো যে ঈশ্বর নিজে অর্জুনের রথের সারথী হলেন???
পান্ডবেরা লাক্ষা গৃহের অগুনে মারা যাবার হাত থেকে বেচে গিয়ে এক বছর বনে বনে ঘুরেছিলো, তারপর ১২ বছর বনবাস + এক বছর অজ্ঞাত বাস। এতোটা বছর অনেক কষ্ট করেছিলো। পরিশেষে তাদের রাজ্য ফিরে না পেয়ে, এমনকি পাচ জনের বাস করার জন্য ৫ টি গ্রাম ও পায়নি। দুর্য্যোধন তাদের কিছুই দিতে চায় নি। এতে ধৃতরাষ্ট্রের সম্মতি এবং মদত ছিলো। এর পরিনতি, কুরুক্ষেত্রের মহা বিনাশ। রাজ্য ফিরে পেয়ে যুধিষ্টির ৩৬ বছর রাজত্ব করেন। শুধু যোগ্যতা নয় পান্ডবেরা ধার্মিক ও ছিলো।
ইহুদী জাতি প্রায় ৩০০০ বছর আগে প্রথমে ছিলো মিশরের ফারাওয়ের দাস। প্রায় ৪ লক্ষ ইহুদি কে মিশরের ফারাও ইহুদীদের আদি বাসস্তান , বর্তমান ইজরায়েল দখল করে দাস রুপে নিয়ে যায়। ইহুদীদের নেতা মোজেস ( মুসলমানদের নবী মুসা) এই দাস ইহুদীদের উদ্ধার করে বর্তমান ইজরায়েলে নিয়ে আসেন। বিস্তারিত কাহিনী জানতে হলে "টেন কমান্ডমেন্টস" নামে একটি ফিল্ম আছে , সেটা দেখুন। এই এতোটা বছর তারা অমানুষিক যন্ত্রনা পেয়েছে বর্বরদের হাতে।
পরবর্তীতে এই ইহুদীদের ওপরে কম অত্যচার করা হয়নি। ব্যাবিলন কেন্দ্রীক অসিরীয় রাজারা ( অসুর জাতি) বারে বারে ইজরায়েল আক্রমন করেছে তাদের ঘর ছাড়া করেছে। এই ব্যাবিলন ইরানের পাশে বর্তমান ইরাকে। এক মহা উন্মাদ দলের নেতা আজ থেকে ১৫০০ বছর আগে এই ইহুদীদের এক গোষ্টি, যাদের নাম ' বানু কুরাইজা বংশ', এবং নিজেদের প্রান বাচাতে আরবে ছিলো অনেক দিন, তাদের সবাইকে মেরে কেটে শেষ করে দিলো, কেউ বাচে নি।
অবশেষে, শুধু মাত্র প্রান বাচাতে, এই ইহুদীরা পৃথিবীর নানা দেশে গিয়ে বাস বাস শুরু করে ছিলো। আমাদের ভারতেও তারা এসে ছিলো কোঙ্কান উপত্যকায়।
একটা কথা স্মরনে রাখবেন, ইহুদী জাতিকে খন্ড খন্ড করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার মুল বর্বরেরা আর কেউ নয় , তারা হলো ইরান, ইরাক, মিশর, জর্ডান, সিরিয়া, লেবাননের বাসিন্দা। এরাই পালা করে রাজত্ব করে চলেছিলো এতো কাল।
মাঝখানে জুদা বেনহুর নামে এক সাহসী ইহুদীর কল্যানে বর্তমান ইজরায়েলের দক্ষিন অংশ নিয়ে "জুদা" এবং উত্তর অংশ নিয়ে ফিলিস্তিন প্রতিষ্ঠিত হয়েছিলো কিন্ত সেটা আরবী দের কল্যানে বেশিদিন টেকেনি।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর বৃটীশ সরকার এই ঘর ছাড়া ছন্ন ছাড়া ইহুদীদের জন্য তাদের আদি বাসস্থান ইজরায়েলে সামান্য একটু ভুখন্ড দিয়ে একটি রাজ্য বানায়।
বানালে কি হবে। সেই বর্বর আরবী গোষ্টি এক যোগে তাদের আক্রমন করলো। ইহুদীরা আর কতো সইবে? এমন মার মারলো যে বর্বর আরবীদের বাপের নাম ভুলিয়ে দিলো।
ইতিহাসের সেই সব ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়েছে। অনেকেই, এমনকি আমাদের ভারতে শারদ পাওয়ার নামে এক অশিতিপর বৃদ্ধ এই আরবীদের জন্য মায়া কান্না জুড়ে দিয়েছেন।
তবে এবার ইহুদীরা থামবে না। বর্বর, মহা উন্মাদ দের উপযুক্ত শিক্ষা দেবে।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................