মুহম্মদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান, না ভবিষ্যদ্বাণী ?

মুহম্মদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান, না ভবিষ্যদ্বাণী ?

মোটামুটি সবাই জানে যে, মুহম্মদের জন্মের পূর্বেই তার পিতা মারা যায়, ফলে মুহম্মদ, তার চাচা আবু তালেব এবং দাদা মোতালেবের কাছে বড় হয়। আবু তালেব ছিলো একজন বড় ব্যবসায়ী, সে ব্যবসায়িক সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা ঘুরেছে এবং মাঝে মাঝে মুহম্মদকেও সাথে নিয়ে গেছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন আবু তালেবের কাছে ব্যবসায়িক সূত্রে এসেছে, যাদের সাথে মুহম্মদের আলাপ পরিচয় বা কথা বার্তা হয়েছে। শুধু তাই নয়, যুবক বয়সেও মুহম্মদ, খাদিজার কর্মচারী হিসেবে ব্যবসায়িক কাজে দূর দূরান্তে সফর করেছে। এই সব অভিজ্ঞতা থেকে কি জানা অসম্ভব যে- মক্কা থেকে সিরিয়ার বুশরা এবং মক্কা থেকে বাহরাইনের হাজার একই দূরত্বে অবস্থিত ?



একজন বড় মাপের ব্যবসায়ীর কাছে এটা তো ডাল ভাত যে যেসব এলাকায় তারা ব্যবসা করে, সেসব এলাকার দূরত্ব তাদের কাছ থেকে কত মাইল বা কিলোমিটার ?

আজকের প্রসঙ্গে, কোনো এক বেদুইনের প্রশ্নের জবাবে হয়তো মুহম্মদ বলেছিলো- জান্নাতের দরজার মধ্যের প্রশস্ততা, মক্কা থেকে সিরিয়ার বুশরার দূরত্ব যত দূর, ততদূর বা মক্কা থেকে বাহরাইনের হাজার যতদূর, ততদূর। এই বিষয়টিই তো প্রমাণ করে যে সিরিয়া এবং বাহরাইনের বিভিন্ন স্থান সম্পর্কে মুহম্মদের জ্ঞান ছিলো। তো এটা নিয়ে আশ্চর্য হওয়ার কী আছে ? মক্কা থেকে বুশরা বা হাজার যে সমদূরত্বে অবস্থিত, সেটা প্রমাণ করার জন্য কী স্যাটেলাইট প্রযুক্তির দরকার আছে ?

স্যাটেলাইট প্রযুক্তি আবিষ্কারের আগে কি ঢাকা থেকে চট্রগ্রাম বা সিলেটের দূরত্ব জানা অসম্ভব ছিলো ? আসলে মূর্খদের আশ্চর্য হওয়ার বিষয়টাও একটা পরমআশ্চর্য।

মুসলমানদের আইকিউ লেভেল এমনিতেই কম, তারা অল্প কিছুতেই যার পর নাই আশ্চর্য হয়, আর বেশি কিছু হলে তো বোঝেই না। যেমন হাদিসে পাওয়া যায়, একবার এক বেদুইন, মুহম্মদকে জিজ্ঞেস করেছিলো- সন্তানের চেহারা, পিতার না মাতার মতো হবে, সেটা কিভাবে নির্ণীত হয় ? জবাবে মুহম্মদ বলেছিলো- সহবাসের সময় যদি মাতার বীর্য আগে আউট হয়, তাহলে সন্তানের চেহারা হবে মায়ের মতো, আর পিতার বীর্য যদি আগে আউট হয়, তাহলে সন্তানের চেহারা হবে পিতার মতো। এই ব্যাখ্যা শুনে সেই বেদুইন তো মহাখুশি। তখন সে বলে- আমি স্বীকার করছি যে আপনি আল্লার নবী, আল্লাহু আকবার।

এখন ভাবুন, নারীদের নাকি বীর্য আছে ! পুরুষের মতো নারীদের যে কোনো বীর্য নেই, যৌনসঙ্গমের সময় নারীদের যা বের হয়, সেটা জাস্ট একটা রস বা কামরসও বলা যেতে পারে, যার কোনো ভূমিকা নেই সন্তানের লিঙ্গ বা চেহারা কোনো কিছুর উপর, সেটা মুহম্মদ জানতোই না। শুধু তাই নয় মানুষের শুক্রানু যে মানুষের শুক্রাশয় থেকে তৈরি হয়, মুহম্মদ সেটাও জানতো না, যেকারণে আল্লার দোহাই দিয়ে মুহম্মদ বলেছে- শুক্র উৎপন্ন হয় মেরুদন্ড (backbone) এবং পাজরের হাড়ের (ribs) মধ্যস্থল থেকে (Quran 86:5-7)!

এই মুহম্মদ নাকি আবার বিজ্ঞানীর বিজ্ঞানী মহাবিজ্ঞানী এবং যার কথা নিয়ে মুসলমানদের আশ্চর্যান্বিত বা অবাক হওয়ার কোনো সীমা নেই। তাই মুসলমানরা হলো সেই ধরণের মূর্খ প্রাণী, যারা কোন বিষয়ে আশ্চর্য হওয়া উচিত আর কোন বিষয়ে নয়, সেটাই জানে না।

জান্নাত প্রসঙ্গে মুসলমানদেরকে একটা প্রশ্ন করছি- জান্নাত যে ৭টি, সেটা আপনারাই বলেন, এদের মধ্যে সর্বোচ্চ সুখ সুবিধাসম্পন্ন জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস। অনেক মুসলিম পিতা মাতা তাদের মেয়ের নাম রাখে জান্নাতুল ফেরদৌস। জান্নাত বা বেহেশত হলো ভোগের জায়গা, সেটাও শুধু পুরুষের; কারণ, কোরান হাদিসে স্পষ্ট করে বলেই দেওয়া হয়েছে যে- যেসব পুরুষ জান্নাতে যেতে পারবে, তারা কমপক্ষে ৭২ টি নগ্ন হুর নিয়ে অনন্তকাল ধরে সেক্স করতে পারবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে জান্নাত হলো হলো শুধু সেক্স বা ভোগের স্থান, তো মেয়ের নাম জান্নাতুল ফেরদৌস রাখা হয়েছে, তার নামের মাধ্যমে কি তার পিতা মাতা এটা বলে দিচ্ছে যে, যে পুরুষ তার মেয়েকে বিয়ে করে তার উপর শোবে, সে সর্বোচ্চ জান্নাতের সুখ ভোগ করবে ? একটা নামের মাধ্যমেও সেক্সের বার্তা, মুসলমানদের চিন্তা-ভাবনায় কি সেক্স ছাড়া আর কিছুই নেই ? এরা নামায পড়ে হুরের সাথে সেক্স করার লোভে, যাকাত দেয়ে হুরের সাথে সেক্স করার লোভে, এমনকি তাবলিগ বা হজও করে হুরের সাথে সেক্স করার লোভে, এই পোস্টের সাথে একটি ফটো দিয়েছি, সেখান থেকে আমার কথার প্রমাণ পাবেন যে, মুসলমানদের ধর্মকর্মের মূল উদ্দেশ্যই হলো বেহেশতে গিয়ে হুরকে দোচা।

যা হোক, যাকে সংখ্যা দিয়ে বলা যায়, তার পরিমাপ আছে অর্থাৎ তার আকার আয়তন আছে। এখন বেহেশত যেহেতু সাতটি, তাহলে বেহেশতগুলোর নিশ্চয় আকার আয়তন আছে, আর যদি আকার আয়তন থাকে, তাহলে সেই বেহেশতের একটি নির্দিষ্ট মাপ আছে, এভাবে ৭টি বেহেশতের একটি টোটাল মাপ বা এরিয়া আছে, আমার প্রশ্ন হচ্ছে, বেহেশতের সেই এরিয়ার পর কী আছে ?

কোরান হাদিসের জ্ঞান দ্বারা মুসলমানরা যেন এর জবাব দেয়।


0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted