বখতিয়ার তাই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে পালাতে থাকা সেন সেনাদলকে ঝাড়ে বংশে শেষ করে দেন।

চেপে রাখা ইতিহাস

নালন্দা বিশ্ববিদ্যালয় আদতে তৈরি করেছিলেন বৌদ্ধ রাজারা। সেই সময় সুদূর আরব থেকে শিক্ষানুরাগী খলিফারা এর জন্য প্রচুর অর্থ সাহায্য করেছিলেন।

শুরুর দিন থেকেই ব্রাহ্মণদের চক্ষুশূল ছিল এই বিশ্ববিদ্যালয়। বিভিন্ন সময় ব্রাহ্মণ রাজারা এই বিশ্ববিদ্যালয় ধ্বংস করতে চেষ্টা করেছিল, কিন্তু বৌদ্ধদের পরম সুহৃদ মুসলমানদের জন্য তারা সফলকাম হয়নি।

অবশেষে অনেক চেষ্টার পর সেন রাজা লক্ষ্মণসেন নালন্দা ধ্বংস করতে সফল হোন । লক্ষ্মণ সেনকে রুখতে প্রাণপণ চেষ্টা করেন বীর সেনানী ইখতিয়ারউদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি কিন্তু ব্যর্থ হোন।

ক্রোধান্বিত বখতিয়ার তাই বিশ্ববিদ্যালয় ধ্বংস করে পালাতে থাকা সেন সেনাদলকে ঝাড়ে বংশে শেষ করে দেন। তারপরে সেন সাম্রাজ্য উৎখাত করেন।

এরপরে শিক্ষানুরাগী বখতিয়ার নালন্দা আবার সচল করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হোন নি।

নালন্দার এই ইতিহাস বামুনবাদীদের দালাল রমেশচন্দ্র মজুমদার , যদুনাথ সরকার চেপে দিয়েছিল, কিন্তু সত্যকে চেপে রাখা যায় না। প্রথমে অমর্ত্য সেন পরে মহম্মদ হাবিব, ইরফান হাবিব,  গোলাম মুর্শেদ, ধ্রুব রাঠির মতো বিদগ্ধ ঐতিহাসিকরা এই ইতিহাস খুঁজে বের করেছেন।

বামুনবাদীদের দালাল বিজেপির হোয়াটস্যাপ ইউনিভার্সিটি বয়কট করে নালন্দার আসল ইতিহাস জানুন, সবাইকে জানান। বহিরাগত আর্য জাতি দূর হটো।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted