দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার অন্তর্গত জিয়াদ গ্রামে আজ (২৯।০১।২০) সন্ধ্যার নামাজ শেষে কিছু সংখ্যক মুসল্লি সরস্বতী পুজোয় অতর্কিত হামলা চালায়।নহামলায় সরস্বতী প্রতিমা ভাঙ্গচুরের সাথে অত্র এলাকার লোকজনের নিকট থেকে ৬-৭ টি মোবাইল ফোন কেড়ে নেয় এবং মারপিট চালায়।
A number of Muslims attacked the Saraswati Pujo after an evening prayer at Ziad village under Phulbari police station in Dinajpur district today.
খবর পেয়ে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে কথা বলার চেষ্টা করেন কিন্তু উনার মোবাইল ফোন বন্ধ ছিল অতঃপর বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মিয়া মোহাম্মদ হাসান এর সঙ্গে কথা বলেন তিনি বলেন ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ।
On receiving the news, Advocate Rabindra Ghosh of Bangladesh Minority Watch tried to speak to the officer in-charge of Fulbari police station in Dinajpur district but his mobile phone was turned off. We strive to take immediate action against attackers .
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং যারা এই দুষ্কৃতী কর্ম করেছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের নিকট দাবী জানাচ্ছে । বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করার জন্য অনুরোধ জানাচ্ছে ।
Bangladesh Minority Watch strongly condemned the incident and demanded the government to bring punishment under the law to those who committed these vandalizing Saraswati Devi and snatching away 6 mobile phone. Bangladesh Minority Watch is conducting a thorough investigation into the matter and is requesting arrest of the accused.
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................