আজাদি আজাদি- ভারত তেরে টুকরো হোঙ্গে।

“ আজাদি আজাদি- ভারত তেরে টুকরো হোঙ্গে”
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ

তৃনমুল কংগ্রেস নামক দলটির কি আদর্শ? কিছুই না--- একমাত্র ওদের দিদি যা বলেন তাই। দিদির রাজনৈতিক আদর্শ কি? উনি কংগ্রেস ঘরানার মধ্য দিয়েই রাজনীতি করেছেন। আলাদা দল বানিয়েছিলেন নিজ দলের সভাপতির সঙ্গে গন্ডোগল করে, আদর্শ সেখানে কোনো বিষয় ছিলো না। 

‘নাগরিক্ত সংশোধনী আইন’ নিয়ে রাস্তা কাপাচ্ছেন এবং টি ভি র পর্দা ফাটাচ্ছেন কারা? কংগ্রেস, তৃনমুল কংগ্রেস এবং সি পি এম। মুলত এরা বলছেন, এই আইনের ফলে ----- 

১) সংবিধানের অবমাননা করা হয়েছে। কপিল সিবালের মতো আইনজীবী ও তাই বলছেন।

২) এই আইন সাম্প্রদায়িক

৩) এই আইন দেশকে টুকরো করে দেবে। 

আমি ভেবে পাইনা কংগ্রেস নামক দলটি মানুষের সামনে চোখ তুলে কথা বলে কি করে।

১) দেশকে ভাগ করেছিলো কোন দল?---- বিজেপি না কংগ্রেস? বিজেপি কেনো, তখন তো জনসঙ্ঘের ই জন্ম হয়নি।

২) বিভক্ত ভারতের প্রধান মন্ত্রী কে হলেন , না জহরলাল নেহেরু নামক এক ব্যাক্তি যিনি নিজে বলেছিলেন “ By Education I am an Englishman, By culture I am a Muslim and I am a Hindu by the accident of birth”. 

শিক্ষা দীক্ষায় ইংরেজ হওয়া দোষের কিছু নয়। ওদের শিক্ষা ভালো। কিন্তু নিজষ্ব সংষ্কৃতি, যার মধ্যে পড়ে আধ্যাত্মিক চিন্তা ভাবনা, প্রাত্যহিক জীবন যাত্রা, খাদ্যাভাস, মনন, ভাবনা, পোষাক আশাক ইত্যাদি। সেই হিসাবে, হিন্দুদের সব কিছুই তার নাপছন্দ। সেই জন্যই সারা জীবন শেরোয়ানি পরে কাটালেন, ভারতীয় হিন্দু পোষাকে একটি ছবিও আজো দেখিনি। যে লোকটি সারা জীবন মনে মনে কষ্ট পেয়ে গেলো যে “হিন্দু ঘরে জন্মানো তার পক্ষে দুর্ঘটনা” তার কাছ থেকে দেশের ৮৫ % হিন্দু (তখনকার হিসাবে) কি ভাবে কিছু আশা করে?? হিন্দু জাতটাই বোকা, তা না হলে এমন করে?

৩) ভালো কথা, উনি প্রধানমন্ত্রী হলেন কি করে? কোন গনতাত্রিক প্রথায়? তখনকার ১৬ টি রাজ্যের মাত্র একটি রাজ্যের প্রতিনিধি নেহেরুকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতে রাজী ছিলো, বাকি ১৫ টি চেয়েছিলো বল্লভ ভাই প্যাটেলকে। বাপুজী কে হাতে পায়ে ধরে , আত্ম্যহত্যার ভয় দেখিয়ে নেহেরু হয়ে গেলেন প্রধানমন্ত্রী। এ কেমন গনতান্ত্রিক কাজ???????

৪) দ্বিজাতি তত্বের ভিত্তিতে মুসলীম লীগ মাত্র ১৮ % মুসলিম বাস করা দেশের ৩৩% জমি কেড়ে নিলো। ওই ‘ সাংষ্কৃতিক দিক দিয়ে মুসলীম নেহেরু এবং তার বাপুজী তা মেনেও নিলো। এ কেমন “অসাম্প্রদায়িকতা”?????? 

৫) সংখ্যাগরিষ্ট (৮৫%) হিন্দু দের জন্য এক দেওয়ানী বিধি আর মুসলিম দের জন্য অন্য দেওয়ানী বিধি। তার প্রতিবাদে বি আর আম্বেদকর ( ভারতের সংবিধান প্রনেতা কমিটির সভাপতি) , যিনি নেহেরুর মন্ত্রী সভার ‘আইন মন্ত্রী’ ছিলেন তিনি পদত্যাগ ও করলেন। এক দেশ দুই আইন কেনো হবে? এক সম্প্রদায় ( সংখ্যা লঘু) দুধে ভাতে খাবে আর অন্য সম্প্রদায় ( সংখ্যা গুরু) তা পাবে না , এ কেমন “অসাম্প্রদায়িকতা”?????? 

তা এই তো কংগ্রেস নামক দলের বৈশিষ্ট্য। এই বিশেষ বৈশিষ্ট পুর্ন ঘরানার রাজনীতি আজীবন করেছেন তৃনমুল নেত্রী। তাহলে, আমার বিনীত প্রশ্ন, উনি কি করে “গনতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক’ এই কথা দুটি বলেন? 

আর সংবিধানের দোহাই দিচ্ছেন সবাই মিলে। বি আর আম্বেদকর ভরা লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন “এই সংবিধান পুড়িয়ে দিতে”। সেটা কি এই বিরোধীরা বিশেষ করে আমাদের নেত্রী বেমালুম ভুলে গেলেন?????? ভাবনা চিন্তায়, মননে তিনি তো সেই ‘কংগ্রেসই’ তাই না???? 

বাদ দিন নেহেরুর কার্যকলাপ। আসুন তার মেয়ের কথায়। দেশে কি এমন আপৎকালীন অবস্থার সৃষ্টি হয়েছিলো বা কোন বহিঃশত্রুর আক্রমন হয়েছিলো যে ১৯৭৫ সালে দেশে “জরুরী অবস্থা” জারি করতে হয়েছিলো?????? প্রায় ১৮০০০০ বিরোধী নেতাকে জেলে পুরতে হয়েছিলো??? 

জয় প্রকাশ নারায়নের মতো বিদগ্ধ মানুষ, অরাজনৈতিক ব্যাক্তিত্ব যেদিন ‘মহাজাতি সদনে’ সভা করতে এসেছিলেন, তার চোখ থেকে চশমা কে খুলে ভেঙ্গে দিয়েছিলো? তার গাড়ির বনেটের ওপরে উঠে কে নেচেছিলো????? আপনি ভুলে গেছেন, মানুষ ভুলে গেছে, কিন্তু সেই দৃশ্য আমি দেখেছিলাম, যা আজো ভুলিনি। সেই সময় ‘অসাংবিধানিক’ জরুরী অবস্থার সমর্থনে ওই সব করেছিলেন, আজ হঠাৎ কি এমন হলো যে একটি বিল যা লোক সভায়, রাজ্য সভায় সংখ্যাগিরিষ্ট ভোটে পাশ হয়ে রাষ্ট্রপতির সাক্ষরিত হয়ে যাবার পর ও ‘অসাংবিধানিক এবং সাম্প্রদ্বায়িক’ বলে রাস্তায় নেমে বাস, ট্রেন পোড়াচ্ছেন???? একটি রাজ্যের মুখ্য প্রশাসক হয়ে এই কাজ আপনাকে শোভা দেয় না। 

সি পি এম নামক বামপন্থী দলটির কথা না বলাই ভালো। যে দলের ৮ বারের সাংসদ বলেন “চীন ভারত দখল করে নিলে আমরা দু হাত তুলে তাদের স্বাগত জানাবো”, সেই দল যারা ভালো বাসেন তারা এই দেশটিকে ভালোবাসেন না। এই দেশের ই খাবেন,পরবেন আর এই দেশের সর্বনাশা মত পথ এবং দেশ বিরোধী শক্তির সংগে চলবেন। চলুন, যতোদিন টিকে আছেন। আরো যতোটা পারেন দেশের ক্ষতি করুন, অনেক তো করেছেন, অসুবিধা কি ????? 

দেশকে টুকরো তো আপনারাই করতে চাইছেন, আমরা চাইছি সবাইকে এক সুত্রে গাথতে।।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted