বাগেরহাটে দিনদুপুরে হিন্দু সংখ্যালঘু বাড়িঘর দখল ও হামলা। উক্ত বাপারে থানার ভারপ্রাপ্ত অফিসার মামলা নেয় নি এখনো । সূত্রঃ -কালের কন্ঠ
বাগেরহাট জেলার ফকিরহাট থানার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত এলাকায় একটি সংখ্যালঘু পরিবারের বাড়ির জায়গায় সন্ত্রাসী কায়দায় জাল-জালিয়াতি চক্রের সহায়তায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার সকালে এঘটনায় ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি।
ভুক্তভোগী জগদীশ দে জানান, আমাদের পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘ ৪ পুরুষ ধরে বসবাস করে আসছি। কিন্তু জালিয়াতির মাধ্যমে আনোয়ার শেখ নামে একটি চক্র শতাধিক বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। বসতবাড়ি পানের বরজ ভাঙচুর করে। এ সময় গাছপালা কেটে ফেলে। আমার বসতঘরটি ঘিরে নিয়েছে। বাড়ি থেকে বের হওয়ার পথও রাখেনি। বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের প্রাণনাশের হুমকি দেয়। প্রাণ ভয়ে পালিয়ে ফকিরহাট মডেল থানায় এ বিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মহাদেব কুমার দে।
মহাদেব দে কালের কণ্ঠকে বলেন, এ জমি নিয়ে মামলা চলমান। দেশের আইনকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল নিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে বারিক শেখের পুত্র আনোয়া শেখ ও কথিত আওয়ামী লীগ নেতা মোকছেদের সন্ত্রাসী বাহিনি। আমাদের দেশে ছেড়ে পালিয়ে পাওয়ার হুমকি দিয়েছে। আমরা সংখ্যালঘু হওয়ায় বিচার পাইনি।
এ ব্যাপারে কথা হয় স্থানীয় ইউপি সদস্য মো. খালেক খানের সাথে। তিনি কালের কণ্ঠকে বলেন, সন্ত্রাসী এ চক্রটি জাল জালিয়াতি চক্রটি ইতিপূর্বে সরকারি সম্পত্তি জবরদখল করার প্রতিবাদ করায় স্থানীয় ইউপি চেয়ারম্যান খান শামিমজামান পলাশের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। শনিবার সকালে শতাধিক বহিরাগত লোকজন নিয়ে জগদিশের ৪ পুরুষের বসবাসকারী ভিটাটি দখল করতে সন্ত্রাসী হামলা চালায়। সংখ্যালঘু এ পরিবারটির পানের বরজ বাস বাগান ঘরবাড়িসহ বিভিন্ন গাছপালা কেটে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। জমির দখল নিতে বরজের মধ্যেই গড়ে তুলেছেন ঘর।
আনোয়ার শেখ বলেন, আমি ক্রয় সূত্রে এই জমির মালিক। আমার জমি তে আমি দখলে এসেছি।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম বাংলাদেশ মাইনরিটি ওয়াচ কে জানান, ভূমি সংক্রান্ত একটি বিরোধের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু হটাৎ আসামিদের বিরুদ্ধে কি কারনে আইনানুগ বাবস্তা নেয়া হল না এই প্রসঙ্গে পুলিশ সুপার পঙ্কজ রায় কে জিজ্ঞাশা করলে তিনি আমাকে বলেন ঘটনাটি আবার দেখা হবে ।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এই ঘটনার তিব্র নিন্দা করেছেন। অনতি বিলম্বে আসামিদের বিরুদ্ধে আইনানুগ বাবস্তা নিয়ে শাস্তির বিধান করার দাবী জানাচ্ছে ।
Occupation and attack of Hindu minority houses in Dangpur in Bagerhat. district . The officer in charge of Fakirhat police station has not yet taken the case. Source: -The Kaler kontha.
In the Shyambagat area of Piljhong union of Fakirhat police station in Bagerhat district, a minority family has been charged with attacking a terrorist gang with the help of a fake-fraud circle.
The victim's family received no remedy despite the written complaint at the police station on Saturday morning.
The victim, Jagadish De, said that we have been living in our family property for a long time. But through fraud, a gang called Anwar Sheikh attacked our home with more than a hundred foreign terrorists. The settlements vandalized the water. At this time the plants cut down. My house is surrounded. I didn't even have a way to get out of the house. The threat of killing us with domestic weapons threatens to stop us. Mahadev Kumar Dey, a member of the victim's family, complained about the incident at Fakirhat Model Police Station.
Mahadev De Kale told the voice, a case is underway for this land. Barik Sheikh's son Anua Sheikh and alleged Awami League leader Mokhkad terrorists have launched a terrorist attack to seize our ancestral property by showing the country's laws. Threatened to flee our country. We did not get justice because we were a minority.
Local UP member Md. With Khalek Khan. He told the Voice of Kal, that the terrorist outfit had attacked the local fake chairman Khan Shamim Zaman Palash and severely injured him because he had protested against the seizure of government property in the past. On Saturday morning, hundreds of foreigners carried out a terrorist attack to occupy the Vita, a residence of three men from Jagdish. The minority family's water boom has caused a huge uproar by cutting down various plants including bus gardens and houses. He built the house within the barge to take possession of the land.
Anwar Sheikh said, "I am the owner of this land with the purchase formula. I have occupied my land.
Fakirhat Model Police Station Officer-in-Charge Khairul Anam told Bangladesh Minority Watch that police had been sent to the scene after receiving a complaint of land dispute. But when I asked the police superintendent Pankaj Roy about why legal proceedings were not taken against the accused, he told BDMW that the incident would be seen again. I also tried to get the mobile number of Hindu victim but the O.C. Khairul Anam did not provide his mobile number.
Bangladesh Minority Watch strongly condemned the incident of land grabbing. BDMW demanded that the defendants be punished for their delay in legal settlement against the accused.
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................