আদমের সম্পাদক পদ লাভ।

আদমের সম্পাদক পদ লাভ

মুখবন্ধ: যথারীতি,ব্লগ যুগের এক মহারথির পদাঙ্ক অনুসরণে আরো একটি আদম নকশা প্রস্তুত করলাম।এই অন্তর্জালে পরিচিত দুইজন বন্ধু কে একটু পচানোর জন্য এই লেখা।

এই মানুষগুলোর প্রশ্রয়ে আগেও এদের নাম নিয়ে এই ধরনের আজেবাজে রম্য লিখেছি।আশা করি তারা এইবারেও নিজগুনে মার্জনা করবেন।লেখার কাঠামো সাধু ভাষায় লিখিত,এই ধাঁচ আসলে একটু আলোকপ্রাপ্ত মানুষদের ক্রমাগত সাহচর্যের কারণে হয়েছে বলে ধরে নিতে পারেন।প্রসঙ্গত বলে রাখি,পুরো বিষয় কাল্পনিক এবং এর সাথে কোনো বাস্তবের মিল থাকলে তা কাকতালীয় ধরে নেওয়া আবশ্যক।শ্লীল/অশ্লীল অনুভুতিতে কাতর মানুষ দুরে থাকুন !

ঈশ্বরের নিজ-লোক এর স্বর্গবাসীর নিমিত্তে এক প্রমোদ উপকরণ যুক্ত করা হইয়াছিল।ইহার নাম মুখ-পত্র(পাত্র নহে)যাহাকে অর্বাচীনের দল খোমা খাতা বলিত।ইহার মধ্যে নানান প্রকারের আলাপ ইত্যাদির বিভাগ স্বর্গবাসীরা বানাইয়া পারস্পরিক প্রত্যঙ্গে অঙ্গুলি প্রদানের স্বর্গীয় আনন্দের ব্যবস্থা করিয়াছিল।এহেন একটি স্থানে একটি এই রূপ আলাপনের ক্ষেত্রে আদমের দৈনন্দিন গালিগালাজের সহজাত প্রতিভা এবং ত্বকের পুরুত্ব দেখিয়া তাহাকে সম্পাদক মণ্ডলীতে নিয়োগের আমন্ত্রণ জানাইলো এতদ ক্ষেত্রের কতিপয় কর্তা ব্যক্তি।

আদম কে বলা হইয়াছিল,এই স্থলে একজন অক্ষরজ্ঞান সম্পন্ন মানুষ হইলেই চলিবে।শিক্ষার সেই রূপ প্রয়োজন নাই।যাহা প্রয়োজন তা হইতেছে ওই মানুষটির টিকিয়া থাকিবার সহজাত গুণাবলী।বাপান্ত করিলেও কোনোরূপ রোষের বশবর্তী হইয়া ক্ষোভ বা অন্য রূপ প্রতিক্রিয়া দেখানো চলিবে না।ইহা ছাড়া এই স্থলের গুরুজনদিগকে মানিয়া এবং যথাপযুক্ত তৈল প্রদান করিয়া থাকিতে হইবে।বেতন মানে পারিশ্রমিক ক্রমশঃ প্রকাশ্য।

আদম তাহার একমাত্র মিত্র জিব্রাইল এর সহিত পরামর্শ করিয়া রাজি হইয়া গেল।জিব্রাইল তাহাকে সতর্ক করিয়াছিল,এতদ ক্ষেত্রে প্রবেশ না করিতে।শঙ্কার সহিত আদম কে সে বলিয়াছিল "ভাই, এই জায়গায় থাকলে তোমার সানডে মানডে ক্লোজ হতে পারে।প্রচুর গালাগাল খাবে স্বর্গের বামধারের ধারালো জীবদের এবং স্বনিয়োজিত ঈশ্বরের সেবকদের থেকে।এমন কি রাস্তায় পেলে তোমাকে আড়ং ধোলাই ও দিতে পারে কিন্তু! ভেবে দেখো। "

আদম স্বভাব জনিত কারণে অতীব নির্বোধ তাই তাহার এই সকল সতর্কতায় কোনো রূপ বিচলিত অবস্থা হইলো না।তাহার এক কথা " ডরাইলেই ডর,হান্দায়া দিলে কিয়ের ডর? "

সাক্ষাৎকারের দিবসে, আদম তাহার সর্বোৎকৃষ্ট ভুর্জ পত্রের অন্তর্বাস টি পরিধান করিয়া উর্ধাঙ্গে অনাবৃত শরীরের আবরনের নিমিত্তে একটি শ্বেত বস্ত্র পরিধান করিয়া স্বর্গের সেই স্বাক্ষাৎ কক্ষে প্রবেশ করিলো।

তাহাকে আমন্ত্রণকারী স্বর্গ দূত অসি-মাইল এবং দেবজুতাইল এর নিকটে তাহার স্বাক্ষাতকারের সময়ে আদম কতদূর দেবলিপি পড়িতে বা লিখিতে পারে তাহার বিষয়ে প্রশ্ন এবং সম্পর্কিত নানান বিষয়ে আলাপ হইলো। আদম প্রায়শই তাহার দেবলিপিতে ভুল করিয়া থাকে বা ব্যাকরণে বিভ্রান্তি এবং সর্বপরি অন্তজ জনের ভাষায় আলাপ করিয়া থাকে তাহা সে গোপন রাখিল।

ঈশ্বরের আলস্য বা কোনো গূঢ় অভিসন্ধিতে তাহার এই স্বর্গলোকের নাগরিকত্ব প্রাপ্তি হয় নাই তাই তাহার এই বিষয়ে অধিকার লইয়া শঙ্কা বজায় রহিয়াছিল।আদম কে এই দুই স্বাক্ষাৎকর্তা এই বিষয়ে আশ্বস্ত করিয়া বলিল , " আইডি ইজ ন প্রব্লেম!"বরং,অন্যতম সাক্ষাৎকর্তা দেবজুতাইল বিস্ময়ের সহিত দেবসঙ্গীতের রূপে গাহিয়া উঠিল "হুয়াই দিস আইডি , আইডি ,আইডি শিট !"

যাহা হউক,ইহারা নানা বিধ বিষয়ে আদম কে প্রশ্ন করিয়া এক পর্যায়ে উভয়েই দন্তনিষ্ক্রান্ত করিয়া কহিল "আদম , অভিনন্দন!আপনাকে আপাততঃ এই পদে নিয়োগ করা হলো, আজ থেকেই লেগে পড়ুন।কাজে খুশি হলে আমরা আপনাকে প্রধান সম্পাদক ও করতে পারি "

আদম জিজ্ঞাসিল " কিন্তু কাজ কি ?"

দেবজুতাইল অমায়িক রূপে মুখ ব্যাদান করিয়া কহিল "তেমন কিছু না , আমরা নিজেদের মধ্যে একটু খিস্তিয়ে থাকি, আপনি তো ভালোই দক্ষ শুনেছি,খালি একটু বিরতি ধরে কিছু স্বর্গের ব্যাদড়া প্রাণীদের ইয়ে করবেন " 

এমতবস্থায় অপর স্বাক্ষাৎকর্তা অসিমাইল কহিল, " আপাতত প্রধান স্বর্গ রক্ষক এবং তার বিরোধীদের মধ্যে এই গালাগালি সেই রকম উদারা মুদারা লাভ করছে না, আপনি একটু মাঝে মাঝে এক একটিকে উস্কে দেবেন "

আদম কহিল, "আমার কি বাম পাশের সমর্থকদের কোনো বিশেষ ইয়ে করতে হবে ?"

অসিমাইল উদার হাস্য সহকারে বলিল "তেমন না, এরা মিম দিয়েই খালাস তাই একটু প্রশ্ন করা বা খোঁচা দেওয়া,সে ক্ষেত্রে আপনাকে এই মিমের প্রসঙ্গে একটু অন্য লেখনী দিয়ে বা ওই জায়গায় মোলায়েম ভাবে ডলা দিতে হবে। 

আর যেদিন এদের উপদ্রব কম ঐদিন একটু বিতর্কিত কিছু স্লোগান বা আলাদা লেখনী দিয়ে এদের অন্তর্ধানের উপরে কিছু ভালো সম্ভাষণ দিতে হবে "

আদম পুনরায় জিজ্ঞাসিল " ইয়ে , এদের প্রতিপক্ষ মানে নগর প্রধান কে পশ্চাৎ বিহার করতে হবে না ?"

এই প্রশ্নে দেবজুতাইল মধুর হাস্য সহকারে বলিল "এই লোকটি এবং এর অমাত্যদের ব্যাপার আমিই দেখে নেবো।আপনি খালি বামপাশের স্বর্গবাসি এবং ঈশ্বরের স্বঘোষিত লেজুড়দের সামলান " 

আদম কহিল " যথা আজ্ঞা ,মহাত্মা !"

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted