পাথর এবং অদৃষ্ট।

পাথর এবং অদৃষ্ট

একটি এলেবেলে লেখা বা স্বীকারোক্তি বলতে পারেন।যাদের কাফকা কামু বা দেরিদা তে আসক্তি এবং টেনিদা বা ঘনাদা সহ্য হয় না তারা দূরে থাকুন!


এই কয়েক বছরে যারা আমার অত্যাচারে অত্যাচারিত বা সম্যক চেনেন তাঁরা বিলক্ষণ জানেন যে আমার স্বভাব একটু মেফিস্টোফিলিসিও মানে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সেই টেনিদার ভাষায় বিনয়ী।কি বলছেন মেফিস্টোফিলিস মানে শয়তান,ভালো কিছু না ? আরে গুজবে কান দিবেন না।শয়তান অনেক ঠিক লোক অন্ততঃ তাঁর চিহ্নিত করার জায়গা আছে যে সে আপনার জন্য সুবিধের না।আমি ও ওই রকম আর কি। যাই হোক,আজেবাজে কথা রাখি,আবার বিষয়ে আসি মানে এই হালের উপলব্ধিতে।

আচ্ছা,পাথরে ভাগ্য ফেরে কি না তাই নিয়ে কি ভাবছেন? এবার অনেকেই একটু টানটান হয়েছেন, মানে ভাবছেন "পাইসি তোরে!এতদিন নাস্তিক সাজার পরে এইবার আসল রূপে এসেছে ব্যাটা ! " 
আরে দাঁড়ান দাঁড়ান!একটু পরে আমাকে সাইজ করুন না,আগে আমার কথা গুলো শুনুন না একটু। আচ্ছা পাথরে ভাগ্য পরিবর্তন হয়? কয়েকদিন আগে এক দেবাশ্রিতা কে খোঁচানোর পরে এটি কি ঈশ্বরের আমাকে লাইনে আনার একটা পরিকল্পনা? না খুলেই বলি। 

গতকাল থেকে একটু দোটানায় আছি বুঝলেন, সত্যি মনে হচ্ছে পাথরে মনে হয় ভাগ্য ফেরে।জীবনের মোর ঘুরে যায়। সুখ আনে।শরীরের ক্ষতি ইত্যাদি এড়িয়ে দিতে পারে।মনের অবস্থান মানে এই সুখ দুঃখের পরিবর্তন করে।হ্যা ,একটা ইউ টার্ন এসেছে মনে হয় জীবনে।আমি গতকালের পর থেকে পাথরে বিশ্বাস করছি।একটা পাথর আমার জীবনে সুখ বা ওই শান্তি এনে দিয়েছে। 

খুলেই বলি তা হলে।গতকাল সন্ধ্যা বেলা ফিরছিলাম উত্তরবঙ্গের এক মাঝামাঝি জায়গা থেকে।কোন জায়গা?ছাড়ুন না, বিষয় নিয়ে বলছি ওটাই শুনুন।সময় ওই ধরুন,সন্ধ্যা আর রাতের মাঝামাঝি।শীতের এই দিন গুলোতে বেশ ঠান্ডা লাগে চলন্ত ট্রেনে।আমার আবার ট্রেনে মানে সাধারণ কামরায় বাইরের হওয়া না এলে কি রকম জানি দম বন্ধ লাগে।যাই হোক,কপাল ভালো তাই জানলার ধারেই জায়গা পেয়েছিলাম।আমার পাশের লোকটির ও এই জানলা খুলে রাখতে আপত্তি না থাকায় বেশ নিজের মন মতো আমেজেই যাচ্ছিলাম।
মনে মনে ভাবছিলাম ,জীবনের নানান ঘটনা।কত কি মনে আসে।আমার আবার ওই স্মার্ট ফোনে ঠিক সময় কাটাতে ইচ্ছা করে না তাই আশেপাশের লোক, একের পর এক হকার অথবা বাইরের দৃশ্যতে মন পড়ে ছিল। তবে অনাগত সময়ে কি হবে এই নিয়েও একটা মনের ‘পাথর’ বেশ চেপে ধরছিল। 

এমন সময় একটা ঘটনা হলো।একাধিক লোক ,কারা জানি না।তবে অনেক লোক বুঝলেন, একটা হৈহৈ আর স্লোগান এরপরেই ট্রেনের ধার থেকে একটা ভারী পাথর ট্রেনের জানলার ফাঁক দিয়ে বন্দুকের গুলির মতোই যেন ভিতরে চলে এলো।একটা রিফ্লেক্স চলে জানেন,যদি আপনি অন্য কিছুতে মন না রাখেন।সেকেন্ডের এক ভগ্নাংশের মধ্যে নিজের মুখ সরে গিয়েছিল আর পাথরটা পাশের লোকটির মাথার পাশে মানে বাঁ দিকে গিয়ে আঘাত করলো।লোকটি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে ঢলে পড়লো আমার পাশেই।এরপরে পরের স্টেশনে তাঁকে নিরাপত্তা রক্ষী দিয়ে স্থানান্তর।তারপরের ঘটনা ঠিক জানি না।হয়তো স্বার্থপর আমি ‘এমন তো কতই হয়’ ভেবে নিজের জন্য চলে এসেছি। 

আমাদের মধ্যবিত্ত এই জনগোষ্ঠীর একটা অতীব বাজে দিক আছে জানেন।আমরা ভুলতে চাইলেও ভুলতে পারি না।ফিরে আসার সময়ে ভিতরের ‘আমি’ এই আমাকে বড্ড জ্বালিয়েছে।ভাবছিলাম কত কি হতে পারতো , পাথরটি আমার মাথায় লাগার কথা।নির্ঘাত আমি আর জীবিত থাকতাম না।অথবা চোখ যেতো,এমনকি মস্তিষ্কের কোন রক্তক্ষরণে চিরকাল পঙ্গু হয়ে কেটে যেতো,হয়তো বা জীবতমৃত কোনো অবস্থায় একটা জড় পদার্থের মতো কেটে যেতো বাকি জীবন।পৃথিবীর এই রূপ রস ,নতুন কোনো কিছু দেখা আর আমার হতো না।চিরকালের জন্য এক অকাল পরিবর্তনের শিকার এই আমি কি অবস্থায় থাকতাম তা ভাবতেই সারা রাস্তা কি রকম যেন হয়ে গেলাম।
 
মানুষ স্বার্থপর জীব জানতাম তবে এই এখন ওটা আরো ভালো উপলব্ধি করলাম।মনের আরো এক কোণে এই আমার মেফিস্টোফিলিসিও ভাব আমাকে বললো , ওহে তুমি কিছুই হারাও নি।সব দেখতে পারছো।এই যে সুনীল আকাশ বা নানান দৃশ্য সব তোমার।জীবনের নানান সুখ দুঃখের সবই এক রয়ে গেছে।রূপ রস গন্ধের কোনো কিছুই তুমি হারিয়ে ফেলো নি।ধন্যবাদ দাও নিজেকে।

মন বেশ ভালো হয়ে গেল জানেন।ওই যাকে বলে না দিল বাগ বাগ হো গ্যায়া!না পাওয়ার বেদনা নেই , বিষন্নতা উবে গেল।আমাকে প্রায় ছুঁয়ে যাওয়া ওই পাথর আমার সব বদলে দিলো।পাথরটা কত ওজনের ছিল ? মনে নেই তবে আমার ভাগ্য পরিবর্তন তো করেছে!

সেই থেকেই আমি 'পাথরে বিশ্বাসী ' !

বি:দ্র - এই কাহিনীর সব কিছুই কাল্পনিক। কোনো প্রাসঙ্গিক বস্তু পেলে বা কোনো বাস্তবের মিল পেলে তা কাকতালীয় বলে গণ্য হবে আর এতে আমার কোনো হাত নেই আগেই বলে রাখলাম! 

ধন্যবাদ সবাইকে।সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা পরিচিত কবিতার কয়েকটা লাইন কেন যে তবু খোঁচা দিচ্ছে! খালি ভিতর থেকে বলে যাচ্ছে :
" মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই
কেউ তা বোঝে না সকলি গোপন মুখে ছায়া নেই
চোখ খোলা তবু চোখ বুজে আছি কেউ তা দেখেনি
প্রতিদিন কাটে দিন কেটে যায় আশায় আশায়। ........"

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted