এই CAB শুনলেই একটু অন্য প্রশ্ন করুন , যেমন নিচে ক্রমানুসারে দিচ্ছি।

আসুন নিজে করি ......আরো এক ব্লগ গুরুর লেখার ধাঁচে একটি ক্যাচাল করার সরল পথের বর্ননা 


আজ বা গতকাল বা গত পরশু এবং আগামী বেশ কিছু দিন এই CAB (ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল নহে !) নিয়ে অনেকেই আলুপোড়া খেয়েছেন এবং খাবেন। আপনার তাতে খুব অসহ্য লাগলে কি ভাবে ওই গুদামে আলু পোড়া খাওয়া আটকাবেন মানে গুদামের আগুন নির্বাপক ব্যবস্থা ঠিক করবেন তার উপর কিছু সহায়িকা দিলাম। 

কোন সহৃদয় ব্যক্তি এতে খুশি হয়ে কিছু হাদিয়া থুক্কু টাকা দিলে এই পেইড বলগার মানে ব্লগার বড় খুশি হবে। দেবেন না কেউ তবু লিখেই ফেললাম। গবেষনাকুলক লেখা লিখতে ইচ্ছা করছে না তাই।তবু বলে রাখি, আমি নিজে এই বাজার গরম করা বিষয়ে লিখতে চাই না। আজকে বেশ কিছু প্রাণীর কাছে একের পর এক জায়গায় প্রশ্ন রাখার পরে সদুত্তর না পেয়ে ওই প্রশ্ন গুলো এক জায়গায়  দিলাম।  

এই CAB শুনলেই একটু অন্য প্রশ্ন করুন , যেমন নিচে ক্রমানুসারে দিচ্ছি :

১. প্রথমেই জিজ্ঞাসা করুন এই বস্তুটি কি। অধিকাংশ ক্ষেত্রেই উত্তর পাবেন না কারন একটাই পার্টির ক্লাস উঠে মিম ছাড়া অন্য কোনো মিমিক্রি আর বিক্রি হয় না। যদি পেয়ে যায় তবে জিজ্ঞাসা করুন ঠিক পরের এই প্রশ্ন 
২.এতে উত্তর পূর্বে যে অশান্তি হচ্ছে তার কারন কি। এবার আপনি একটা বড় অশান্তির কথা বলে ফেলবেন। কঁচি কোনো আলোকপ্রাপ্ত হলে অনেকে তথ্যসূত্র দেবে। যা দেবে তা ইংরেজিতে কারন বাংলায় ওই প্রথম আলোর ধাঁচে বা বাজারনান্দের ধাঁচে এখনো কিছু মাল সাপ্লাই হয় নি। আপনি ওই সূত্র ধরেই আবার যা করবেন তা হলো একটি সম্পূরক প্রশ্ন যা তিন নম্বরে দিয়েছি 
৩. ইংরেজি আপনার বুঝতে অসুবিধে হচ্ছে ,উত্তরদাতা যদি একটু বাংলায় মানে গোদা বাংলায় বলে দেয় এই বিক্ষোভের কারন কি 
৪. একটু নাদান আলোকপ্রাপ্ত হলে আপনাকে বলেই ফেলবে ,ওই দিকের লোকেরা চাইছে না যে কোনো শরণার্থী (অমুসলিম ) ঐদিকে আর ঢুকুক। একাত্তরের পরে আর না ! ওটাই হলো মূল দাবি। যদি বলে ফেলে তবে প্রশ্ন করুন পাঁচ নম্বরের এই নিচের টি 
৫. তা হলে এই আন্দোলন তো অতীব জাতি বিদ্বেষ মূলক। এর প্রতিবাদে কি কোনো আলোকপ্রাপ্ত দল কোনো বিক্ষোভ বা প্রতিবাদ এবং নিজেদের নিন্দা জানিয়েছে ? 
৬. এবার আপনি মোক্ষম জায়গায় আঘাত দিয়ে ফেলেছেন ! এরপরে এই আলোকপ্রাপ্ত হয় থাকবে না অথবা আপনাকে কোনো মেহনতি বা মোমিনিও গালাগাল শুনতে হতেই পারে !

অতঃপর আপনি আরো একটি বহুল প্রচলিত ভিডিও পাবেন যাতে একজন স্বঘোষিত ফকির ভারতের মেকি সব ব্যবস্থা বা ইতিহাসের নসিহত মানে জ্ঞান আপনাকে দিচ্ছে। পুরো দেখার দরকার নেই , আপনার এতো সময় ও হয়তো নেই তাই ওই ভিডিও বিতরণ করা লোকটিকে প্রশ্ন করুন নিচের কয়েকটি বিষয় 
১. কয়েকদিন আগে ব্লগার বা নাস্তিক কুপানোর সময় উনি কি 'ভুরুঙ্গামারী ' তে অনশন করছিলেন ?
২. প্রয়াত অভিজিতের বিশ্বাসের বিশ্বাসের ভাইরাস বইটি কি এখন দোকানে বা অনলাইনে বিক্রি হচ্ছে ?
৩. ওলামা লিগ নিয়ে উনার কি বক্তব্য 
৪. এক মাত্র অবিভক্ত বাংলায় সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল মুসলিম লীগ। তা হলে কি ভাবে তার ব্যাখ্যা উনি করেন 

এই সব কঠিন প্রশ্নের জবাব পাবেন না তবে বাছা বাছা গালাগাল পেতে পারেন। 

যাই হোক হেপ্পি ফেসবুকিং ! আর যদি এক ঝাঁকে গালাগাল দেয় তবে দুঃখ পাবেন না , খালি মনে মনে বলবেন ,ফেসবুক ভরে গেল হরিদাস পালে ! 

পুনশ্চ : এই অনু লেখাটি কোনো মতামতের হয়ে গলাবাজি করতে না। সীমাহীন ল্যাদানি দেখে বিরক্ত হয়ে বলা

সংবিধিবদ্ধ সতর্কিকরন : যাই করুন ,একটা কথা মনে রাখবেন ,আমার মতো মেফিস্টোফিলিস মানে বিনয়ী (কার্টেসি টেনিদা  ) না হলে শুওরের সাথে কুস্তি করবেন না। এতে আপনার লাভ ময়লা আর শুওরের লাভ আরাম !

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted