বিষয়টা হয়ত কাকতালীয়ই, কিন্তু গোলমেলে যথেষ্ট।

ইন্দিরা জয়সিং ম্যাডাম নির্ভয়ার মা'কে পরামর্শ দিয়েছেন সনিয়া গান্ধীকে ফলো করে তিনি যেন তাঁর মেয়ের ধর্ষকদের ক্ষমা করে দেন। সনিয়া গান্ধীর রাজীবের খুনীদের ক্ষমা করে দেওয়া আর নির্ভয়ার মায়ের তাঁর মেয়ের ধর্ষকদের ক্ষমা করে দেওয়া কি এক হল? নির্ভয়ার মা তো বিন্দু বিসর্গও জানতেন না যে তাঁর মেয়ের অমন কুৎসিত, বীভৎস পরিণতি হবে। তাঁর কাছে তো তাঁর মেয়ের ধর্ষণজনিত মৃত্যু বিনামেঘে বজ্রপাতের মত। তবে তিনি কেমন করে ক্ষমা করবেন ঐ পিশাচদের? সনিয়া গান্ধী তাঁর স্বামী রাজীব গান্ধীর খুনীদের এক্সাক্টলি কেন ক্ষমা করে দিয়েছেন, তা কিন্তু আমরা জানি না। সমস্ত ট্যুরে সনিয়া নিজেও যেতেন রাজীবের সঙ্গে, অথচ ঐ ট্যুরেই তিনি সঙ্গে ছিলেন না। হয়ত কাকতালীয় ভাবেই, কিন্তু সনিয়া হয়ত এ নিয়ে অপরাধবোধে ভোগেন ও রাজীবের মৃত্যুর জন্য মনে মনে নিজেকে দায়ী করেন। আরও একটি খেয়াল করার মত বিষয় হল, ১৯৮৪ তে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার সময়েই প্রথম লোকসভায় আসেন এবং তার পর থেকেই কংগ্রেসে ক্রমশঃ প্রতিপত্তিশালী হয়ে ওঠেন পি চিদম্বরম, যিনি তামিলনাড়ুরই লোক। চিদম্বরম ছিলেন রাজীবের বন্ধু, আবার রাজীব গান্ধীর মৃত্যুও হল সেই চিদম্বরমের রাজ্যেই। এ-ও হয়ত কাকতালীয়ই, কিন্তু মানুষের মনে এ নিয়েও কিছু প্রশ্ন ও সন্দেহ উঁকিঝুঁকি দিতে পারে। সনিয়া গান্ধীরও হয়ত মনে হয় যে তামিলনাড়ু থেকে পি চিদম্বরমের মত distinct personality এবং রাজীবের অন্যতম বন্ধু কংগ্রেসে থাকা সত্ত্বেও রাজীব যে তামিলনাড়ুতেই খুন হলেন, তার জন্য হয়ত somehow তিনি নিজেই দায়ী। এই অপরাধবোধ থেকেই হয়ত সনিয়া ক্ষমা করে দিয়েছেন তাঁর স্বামীর খুনীদের। হয়ত তিনি নিজেই নিজেকে 'স্বামীঘাতিনী পাপিষ্ঠা' মনে করেন। 

কিন্তু নির্ভয়ার মা? তাঁর তো এমন কোনো অপরাধবোধ থাকার কথা নয়। তবে তিনি তাঁর সন্তানের ধর্ষকদের ক্ষমা করবেন কেমন করে? তার নরকযন্ত্রণা তিনি ভুলে যাবেন কেন? তাই নির্ভয়ার মায়ের সঙ্গে সনিয়া গান্ধীর এই অসম তুলনা ইন্দিরা জয়সিং ম্যাডামের করা একেবারেই উচিত হয় নি এবং ছবিতে ইন্দিরা জয়সিং-এর চেহারাছবি দেখে সন্দেহ হচ্ছে যে ওঁর সম্ভবতঃ ভীমরতি রোগ হয়েছে। (ক্ষমা করবেন) 

Eventual Fact: টাইমলাইন খেয়াল করলে দেখা যাবে রাজীবের মৃত্যুর পরে রাজনৈতিকভাবে দিনে দিনে আরও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন পালানিয়প্পন চিদম্বরম। সনিয়া বেশ কিছু বছর প্রকাশ্য রাজনীতিতে আসেন নি, কিন্তু UPA1 এর  ক্ষমতায় আসার মাধ্যমে সনিয়া যখন প্রকাশ্য রাজনীতিতে এলেন, তখনই অর্থ মন্ত্রকের দায়িত্ব পান চিদম্বরম। বিষয়টা হয়ত কাকতালীয়ই, কিন্তু গোলমেলে যথেষ্ট।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted