যে সমস্ত বুদ্ধিজীবীর দল বলে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ।

যে সমস্ত বুদ্ধিজীবীর দল বলে বাংলাদেশ ধর্ম
নিরপেক্ষ দেশ।
তাদের কাছে আমার প্রশ্নঃ-
১।বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন?
২।বাংলাদেশের সংবিধানের প্রথম পাতায় কেন
আরবি ভাষার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা?
৩।সংখ্যালঘু ও সংখ্যাগুরু শব্দ বাংলাদেশের মাটিতে
কেন উচ্চারণ করা হয়?
৪।মহানবীকে নিয়ে কটুক্তি করা হলে কেস হতে
পারে,তবে যোগেশ্বর শ্রী কৃষ্ণকে নিয়ে কটুক্তি
করলে কেন কেস হতে পারেনা?
৫।কোন পালাগানের আসরে বাউল,বয়াতিরা
ইসলামের শরীয়ত সম্পর্কে প্রশ্ন ছুঁড়ে দিলে
গ্রেফতার করে রিমান্ডে দেওয়া হয়,তবে ওয়াজ
মাহফিলে যে সমস্ত বক্তাগণ সরাসরি অন্য ধর্মকে
নিয়ে ভুল ব্যাখ্যা দেয় ও নোংরা কথা বলে তাদের
কেন গ্রেফতার ও রিমান্ড হয়না?
৬।যে সমস্ত হিন্দু জনগোষ্ঠী নির্যাতনের কারণে
দেশত্যাগ করছে তাদেরকে ঠেকানোর জন্য
বুদ্ধিজীবীগণ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে?
৭।বাংলাদেশের সংবিধান অনুযায়ী যার যার
ধর্মানুষ্ঠান বিনা বাঁধায় পালন করা মৌলিক
অধিকার। তবে কেন বাঁধার স্বীকার হতে হয়?
৮।সংখ্যালঘুরা নির্যাতনের স্বীকার হলে
বুদ্ধিজীবীরা মিডিয়ার সামনে মেকাপ করে এসে বলে
এটা অন্যায় হয়েছে। কঠোর সমালোচনা ও
আন্দোলনের মাধ্যমে কেন তারা মাঠে নামেনা?
৯।ধর্মনিরপেক্ষ দেশে কেন মৃত্যুর ভয় দেখিয়ে
জোর করে বিয়ে করে ধর্মান্তরিত করা হয়।মুসলিম
ছেলেটা হিন্দু মেয়েকে বিয়ে করে এদেশে বসবাস
করতে পারে। কেন হিন্দু ছেলেটা মুসলিম মেয়েকে
বিয়ে করে এদেশে বসবাস করতে পারেন না?
১০।কেন সাম্প্রদায়িক জনগোষ্ঠীর চাপে
পাঠ্যপুস্তকের বিষয় ও লেখক পরিবর্তন করা হয়?
১১।কেন মুক্তমনা লেখকেরা দেশত্যাগ ও হত্যার
স্বীকার হয়?
১১।কেন সকল সরকারীয় বা বে সরকারীয়
অনুষ্ঠানে সব সময় কোরান তেলাওয়াতটি আগে হয়,
কেন গীতাপাঠ,বাইবেল পাঠ,ত্রিপিটক পাঠটি
একদিনের জন্যেও আগে দেওয়া হয়না?
১৩।যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে
সাম্প্রদায়িকতা ও বিভেদের বীজ ছড়ানো হচ্ছে
সেগুলোকে কেন নজরদারি ও আইনের আওতায় আনা
হচ্ছেনা?
১৪। কেন মসজিদ, মাদ্রাসাগুলোর মাইকে
উস্কানিমূলক বক্তব্য দিয়ে সংখ্যালগুদের বাড়ি ঘর
ভাঙচুর করা হয়?
১৫।কেন হিন্দু ছেলেটাকে বোর্ড পরীক্ষায় হিন্দু
হওয়া সত্বেও ইসলাম শিক্ষা পরীক্ষা দিতে হয়।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted