উনি হিন্দুত্ববাদীদের ধোলাই দিয়েছেন, সভা সমিতি পণ্ড করেছেন, কিন্তু ইসলামিস্টদের পেছনে লাগেননি! অতএব উনিও ইসলাম প্রেমী এবং হিন্দু বিরোধী! আবার কোনো কোনো স্বঘোষিত পণ্ডিতপ্রবর এই বলে তাঁর ভাসা ভাসা আকাশ কুসুম পাণ্ডিত্য জাহির করে চলেছেন নেতাজি নাকি হিন্দু মুসলমান উভয়ের শান্তিপূর্ণ সহাবস্থানেই বিশ্বাস রেখেই স্বপ্নের ভারত নির্মাণ করতে চেয়েছিলেন!
নিন, ঠেলা সামলান! পড়াশোনাও যখন হরি নাম খাবলা খাবলা হয়ে যায়, এই পরিণতিই হয়। আরে দাদা, নেতাজি কতদিন এদেশে ছিলেন, ইয়ে মানে থাকতে দেওয়া হয়েছিল, যে তিনি হিন্দু মুসলমান সবার পেছনেই সমানভাবে লাগবেন? তার আগেই তো আপনার আমার মহান নেতারা তাঁর পেছনেই উঠেপড়ে লাগলেন! পরিণতি কী হল! দূর মশাই তাও জানেননা! দিস্তা দিস্তা বইপত্র, কাঁড়ি কাঁড়ি সিনেমা বানিয়ে টু পাইস কামিয়ে নেওয়ার এমন বন্দোবস্ত আর কেউ করে দিয়েছে? হ্যাঁ সেটাই বেশ রমরমিয়ে চলেছে!
তবে মোদ্দা ব্যাপারটা কী দাঁড়াল? নেতাজি কাদের পক্ষে ছিলেন, হিন্দু না মুসলমান? না, উনি কারও পক্ষেই ছিলেননা। মজবুত, সমৃদ্ধশালী একটি দেশ গঠনের পক্ষেই ছিলেন, যেখানে হিন্দুরা কোনমতে টিকে থাকলেও মুসলমানদের কোনো চান্সই ছিলনা। রীতিমত নাভিশ্বাস উঠত! কীভাবে বুঝবেন? ভেরি সিম্পল। নেতাজি চিন্তনই বলুন আর দর্শনই বলুন, কেন্দ্রীয় ভাবনাটিই Dictatorship অর্থাৎ একনায়কতন্ত্র!
কেমন একনায়কতন্ত্র! এবিষয়ে আগের পোস্টেই লিখেছি। এখানে সংক্ষেপে বলি, নেতাজি মুসোলিনি এবং ফ্যাসিবাদের বড়সড় অনুরাগী ছিলেন। প্রিয় নেতা মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করে স্বরচিত বই Indian Struggle উপহার দিয়েছিলেন। অর্থাৎ তাঁর প্রস্তাবিত Dictatorship এ যে মুসোলিনির ছোঁয়া থাকবে সেবিষয়ে কোনো সন্দেহই নেই। একারণেই মার্ক্সবাদীরা তাঁর উপর ব্যাপক খেপে যায়, একটির পর একটি ন্যক্কারজনক কার্টুন, ব্যঙ্গ, প্রহসন ইত্যাদির মাধ্যমে নিন্দার ঝড় বইয়ে দেন! এবার নিজেকে প্রশ্ন করুন। একনায়কতন্ত্রের কঠোর আইনকানুন কাদের অস্তিত্বের পক্ষে বিষ হয়ে দাঁড়াত?
আইন মান্যকারী হিসেবে বহুত্ববাদী হিন্দুদের সুনাম সমগ্র বিশ্ব জুড়েই। যে দেশেই থাকেন সেখানকার আইনকানুন নিষ্ঠার সঙ্গেই মেনে চলেন। সে ইউরোপই হোক আর আমেরিকা। ইউরোপ প্রবাসী হিন্দুদের কখনও হিন্দু রাষ্ট্রের শ্লোগান দিতে শুনেছেন? একটি নমুনাও পাবেননা। তবে শরিয়া শাসনের দাবি দিনে পাঁচবার শোনা যায়। এবার নিশ্চয় বুঝেছেন নেতাজি প্রস্তাবিত দুই দশকের একনায়কতন্ত্রে কাদের অবস্থা শোচনীয় হয়ে উঠত? কামাল পাশার নাম শুনেছেন? আধুনিক তুর্কির জন্মদাতা, এমন একজন একনায়ক যিনি খিলাফতের কেন্দ্রবিন্দু ইসলামিস্ট দেশটিকেও প্রকৃত ধর্মনিরপেক্ষ বানিয়ে ছেড়েছিলেন!
কী এখনও বুঝতে অসুবিধা হচ্ছে একনায়কতন্ত্রে কাদের কেমন অসুবিধা হয়? বেশ চিনের দিকে তাকান। কিঞ্চিৎ ধারণা পেয়ে যাবেন।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................