হিন্দু ধর্মীয় সংখালঘু পরিবারের ৫ বছরের শিশুকন্যার যৌন নিপীড়ন।

বগুড়া জেলার গাবতলি উপজেলার কেশবের পাড়ায় হিন্দু ধর্মীয় সংখালঘু পরিবারের ৫ বছরের শিশুকন্যার যৌন নিপীড়ন ৷ যৌনাঙ্গে রক্তাক্ত জখম .



Minority child belongs to Hindu sexually assaulted by a Muslim - Md.Helal Mondal (55) on last Thursday noon at Keshoher Para of Gabloli Upazila of Bogura District of Bangladesh. Bangladesh minority Watch investigating.

Facts reveal that while the victim child on the date of occurrence was playing one Mohammad Helal Mondal (55) got the victim in front of her home, called and allured her fetched her to a solitary place, unclothed her and started to sexually abuse this child. The victim child cried loudly and local people came and saw that the victim was raped and in the meantime he has been blooded. The victim was taken to local Gabtoli Hospital but the doctor advised the child to be admitted in the Medical College -Shahid Zeaur Rahman Medical College and she is still there taking medical treatment.  

ঘটনাটি বাংলাদেশ মাইনোরেটি ওয়াচ বগুড়া জেলা কমিটি তদন্ত  করার  সময় উপস্হিত ছিলেন বিকাশ স্বর্নকার ,হারুনুর রশিদ ,ডাঃ বিপুল সাহা ৷জানা গেল গত বৃহস্পতিবার দুপুরে সরকারী প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণিতে অধ্যায়নরত শিশুটি বাড়ীর সামনে ফাঁকা জায়গায় খেলা করছিল  এই সময় ত্রকই গ্রামের  মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ  হেলাল মন্ডল (৫৫) কৌশলে ডেকে নিয়ে গিয়ে নির্জন স্হানে শিশুটির যৌন নিপীড়ন করে  ৷ ত্রতে শিশুটির যৌনাঙ্গে রক্তাক্ত জখম হলে শিশুটির ডাক চিৎকারে আশেপাশের লোকজন ত্রগিয়ে ত্রসে শিশুটিকে উদ্ধার করে, এ সময় সুযোগ বুঝে লম্পট ঘটনা স্তল থেকে  পালিয়ে যায় ৷ত্ররপর প্রথমে শিশুটিকে গাবতলি হাসপাতলে নিলে অবস্থা বেগতিক দেখে ডাক্তারগন দ্রত মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয় ৷পরে দ্রত শিশুটিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ৷ 

Father of the victim lodged first information report (F.I.R) at Gabtoli police station being case No.28 dated 25.01.2020 under section 7/30 of Nari O Shilshu Nirjaton Domon Ain,2003(Amendment) against the perpetrator-Halal Mondal.

বর্তমান শিশুটি চিকিৎসাধীন ,  ত্র ঘটনায় শিশুটির পিতা শ্রী সোনা প্রাং মো হেলাল মণ্ডল কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা দায়ের করে ৷ত্র বিষয়ে কথা হয় ,শিশুটির বাবার সাথে তিনি কান্নাজরিত কন্ঠে বললেন ,আমাকে আমোদের ওয়ার্ডের মেম্বার সহ কিছু মোবাইল নাম্বার থেকে সব সময় হুমকি দিয়ে যাচ্ছে ৷আমি সহ আমার পরিবার সব সময় নিরাপত্তা হীনতায় রয়েছে ৷কথা হল মেম্বারের সাথে তিনি জানালেন ধর্ষক আমাদের প্রতিবেশি তাই আমি মেয়েটির বাবাকে বলেছিলাম দেখ কি করা যায় (মিমাংসা) ৷ 

The local U.P Members and local touts are trying to make a compromise the matter without any lawful authority. Bangladesh Minority Watch intervened and compelled the Officer in Charge of Police station to arrest the perpetrator. But it is fortunate that police could not arrest the perpetrator till writing of this report. 

গাবতলি মডেল থানার ও সি সাহেবের সাথে কথা হয়, তিনি জানালেন ,আমি খবর পেয়ে সার্ব্বখনিক শিশুটির খোজ খবর রাখছি ত্রবং যত দ্রত পারি আসামি গ্রেফতারের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷হিন্দু  ধর্মীয় নেতা শ্রী ধন্য গোপাল ,শ্রী বিশু দাস ,শ্রী সুমন কর্মকার ,শ্রী লিটন প্রাং জানালেন ,আমরা ত্র ঘটনায় অত্যন্ত মর্মাহত ত্রবং নিন্দাজনক।  পাশাপাশী আসামীকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি ৷বাংলাদেশ মাইনোরেটি ওয়াচ ত্র ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে ত্রবং অভিলম্ভে আসামীকে গ্রেফতারের দাবি করছে

BANGLADESH MINORITY WATCH is very much shocked at the sexual assault on a baby who is also a learner of class one. The perpetrator should be arrested soon and be tried as per law of the country.  We also condemn this barbarous act of violence on children and women. Deterrent Punishment should be awarded.

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted