কেউ আমাকে একটু জানাবেন নাগরিক আইন পাশ হলে ঠিক কি সমস্যা হতে পারে?

ভারতের কয়েকজন মুসলিমকে জিজ্ঞাসা করলাম, নাগরিকত্ব আইন পাশ হলে ভারতীয় মুসলিমদের রাষ্ট্রহীন হবার সম্ভাবনা কতটুকু? এত বছর ধরে ভারতে তারা কি রেশন কার্ড, আধার কার্ড ছাড়াই চলেছে? নাগরিক সনদ, জন্মসনদ ছাড়া কি করে তারা রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করেছে? এই কাগজগু‌লোই তো তার নাগরিক হিসেবে প্রমাণ পত্র। তাহলে তাদের ভয়টা কোথায়?

কেউ আমাকে কোন সদুত্তর দিতে পারেননি। মজাটা হচ্ছে একজন মুসলিমই আমাকে জানাল ভারতে বাংলাদেশী, পাকিস্তানী আর আফগানিস্তানী মুসলিমদের এক্ষেত্রে সমস্যা হবে!

আমি আসলে কোন জবাবটাই নিচ্ছি না। চাড্ডিদের কথাও গুরুত্ব দিচ্ছি না। ফেইসবুকে এই পোস্ট লেখার উদ্দেশ্য হচ্ছে, নাগরিক আইন বিরোধী সেক্যুলার, প্রগতিশীল যারা আছেন তারা কি পরিস্কার করে একটু জানাবেন নাগরিক আইন পাশ হলে ঠিক কি সমস্যা হতে পারে?

অবৈধ নাগরিক আটকের অধিকার সব দেশের আছে। বাংলাদেশের সরকার রোহিঙ্গাদের আটকে রাখতে কাঁটাতারের বেড়া দিয়েছে! বিহারীদের আজ স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছরেও কাউকে নাগরিকত্ব দেয়া হয়নি। মালয়েশিয়া অবৈধ বাংলাদেশী ভারতীয় পাকিস্তানীদের ধরে ধরে দেশে পাঠিয়ে দেয়। সৌদি আরব সম্প্রতি হাজারখানেক বাংলাদেশী ধরে বের করে দিয়েছে। ভারতে সত্যিই অবৈধ কেউ থাকলে বের করে দিক। এটা কি মামার বাড়ির আবদার যে ভারতীয় মুসলমানদের দেশ ছাড়া করে দেয়া হবে? আমি আসলে মূল ফ্যাক্টটা জানতে চাই। কেন এত গন্ডগোল?

1/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

  1. According to Stanford Medical, It's in fact the ONLY reason women in this country live 10 years more and weigh on average 42 lbs less than we do.

    (And by the way, it is not related to genetics or some secret diet and EVERYTHING to do with "how" they eat.)

    P.S, What I said is "HOW", not "WHAT"...

    Click on this link to uncover if this easy questionnaire can help you release your true weight loss possibilities

    ReplyDelete

Post a Comment

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted